আবহাওয়া

Weather | সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি! এল নিনোর জেরে অগাস্টে হতে পারে কম বৃষ্টি! জানুন আজকের আবহাওয়া!

Weather | সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি! এল নিনোর জেরে অগাস্টে হতে পারে কম বৃষ্টি! জানুন আজকের আবহাওয়া!
Key Highlights

বুধবার থেকেই উত্তবঙ্গ ও দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির সম্ভাবনা। শহরেও চলবে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির দাপট। অগাস্ট মাসে এল নিনোর কারণে কমতে পারে বৃষ্টির পরিমাণ।জানুন কেমন থাকবে আজকের আবহাওয়া।

আজ, বুধবার থেকেই গোটা বঙ্গে বদলাতে চলেছে আবহাওয়া (West Bengal Weather)। বিরতি শেষে ফের উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  বর্তমানে বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া!

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা লখনউ (Lucknow), গয়া (Gaya), মালদা (Malda) হয়ে নাগাল্যান্ডের (Nagaland) দিকে অবস্থান করেছে। এর সঙ্গে কিছু উত্তরবঙ্গের এলাকাও রয়েছে। ফলে আগামী ৫ দিনে উত্তরবঙ্গের প্রায় সমস্ত এলাকাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে খবর। উত্তরের বেশ কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাহাড়ের লাগোয়া জেলাগুলি বিশেষ করে আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং-এ (Kalimpong) আজ  অর্থাৎ ২৩সে অগাস্ট, বুধবার এবং আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে খবর, আজ ও আগামিকাল থেকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি থাকছে। তবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। জানা গিয়েছে, শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির পাশাপাশি হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং (Darjeeling),কালিম্পং (Kalimpong),আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar),জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় (North and South Dinajpur)।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মূলত, মালদা (Malda) এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই। এরপর আগামীকাল অর্থাৎ ২৪ ও ২৫ তারিখ একটু বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবার অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এদিন কলকাতাতেও (Kolkata) বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে বলে খবর। গত বেশ কয়েকদিন বৃষ্টিপাত হলেও তাপমাত্রার সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বজায় ছিল আদ্রতাজনিত অস্বস্তিও। তবে আগামীদিনের বৃষ্টিতে কিছুটা তাপমাত্রা কমবে পারে বলে আশা। উল্লেখ্য, কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯১ শতাংশ।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় (Pacific Ocean) এলাকায় দুর্বল পরিস্থিতির সৃষ্টি করেছে  ‘এল নিনো’ (El Niño)। এই আবহেই কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিনে আরও শক্তিশালী হবে এল নিনো, যা বজায় থাকবে আগামী বছরের গোড়ার দিক পর্যন্ত। এল নিনোর এই প্রভাব দেশের বর্ষার ওপর ভালো প্রভাব ফেলতে চলেছে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।

ইতিমধ্যে দেখা গিয়েছে, গোটা দেশের নিরিখে জুলাইয়ের তুলনায় অগাস্ট মাসে এখনও পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে। জুলাইয়ে দেশে গড় হিসেবে  স্বাভাবিকের থেকে ৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছিল। কিন্তু আগস্টে ১০ থেকে ১৬ তারিখ পর্যন্ত স্বাভাবিকের থেকে ৫৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে দেশের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে বৃষ্টির ঘাটতির মাত্রা তুলনামূলকভাবে কম। তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি অন্যরকম। এখানে জুলাই পর্যন্ত বৃষ্টি খুব কম হয়েছিল। অগাস্টে এখন পর্যন্ত মোটামুটি স্বাভাবিক বা তার থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে অগাস্ট মাস শুরু হওয়ার পর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কমে গিয়েছে। চলতি মাসে মাত্র একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটিও খুব বেশি শক্তিশালী ছিল না। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনাও নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এল নিনো পরিস্থিতি মৌসুমি বায়ুর উপর নেতিবাচক প্রভাব ফেলার প্রবণতা থাকে। যার ফলে দেশে বৃষ্টির পরিমাণ কমে যায়। তবে এল নিনোর সময়ে দেশে স্বাভাবিক বর্ষা হয়েছে এমন নজিরও বহুবার দেখা গিয়েছে। ভারত মহাসাগরীয় ‘ডাইপোল’ (Dipole) পরিস্থিতি এল নিনোর নেতিবাচক দিকটা কিছুটা প্রতিহত করে বলে আবহাওয়াবিদরা মনে করেন। ডাইপোল পরিস্থিতি এবার ইতিবাচক আছে বলে জানা গিয়েছে। অগাস্ট মাস শেষ হলে এল নিনোর প্রভাব পড়ার বিষয়টি অনেকটা পরিষ্কার হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।