Satwiksairaj Rankireddy | রেসিং কারের চেয়েও দ্রুত গতিতে স্ম্যাশ! গিনেস বুকে নাম ভারতীয় খেলোয়াড় সাত্ত্বিকসাইরাজের!

Wednesday, July 19 2023, 12:31 pm
highlightKey Highlights

ঘণ্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে স্ম্যাশ মেরে ইতিহাস গড়লেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি। এই গতিবেগ রেসিং কার ফর্মুলা ওয়ানের থেকে দ্রুত।


বিশ্ব দরবারে ভারতের (India) মুখ উজ্জ্বল করলেন ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। ব্যাডমিন্টনের ইতিহাসে সবথেকে দ্রুত গতিতে 'স্ম্যাশ' (Smash) মেরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Records) নাম লেখালেন ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার।

ব্যাডমিন্টনের ইতিহাসে সবথেকে দ্রুত গতিতে 'স্ম্যাশ' মেরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারের
ব্যাডমিন্টনের ইতিহাসে সবথেকে দ্রুত গতিতে 'স্ম্যাশ' মেরে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ারের

জাপানের (Japan) একটি জিমন্যাসিয়ামে (Gymnasium) দ্রুততম স্ম্যাশ মারার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা-সহ অনেকেই। গিনেস বুকের আধিকারিকদের উপস্থিতিতেই শুরু হয় স্ম্যাশ মারার প্রতিযোগিতা। ঘণ্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে কোর্টে আছড়ে পড়ে সাত্ত্বিকসাইরাজের স্ম্যাশ। এরপরই নয়া ইতিহাস লিখলেন তিনি। উল্লেখ্য, এর আগে এতো দ্রুত গতির স্ম্যাশ কেউ মারতে পারেন নি। 

Trending Updates
ঘণ্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে কোর্টে আছড়ে পড়ে সাত্ত্বিকসাইরাজের স্ম্যাশ
ঘণ্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে কোর্টে আছড়ে পড়ে সাত্ত্বিকসাইরাজের স্ম্যাশ

জিমন্যাসিয়ামে দ্রুততম স্ম্যাশ মারার প্রতিযোগিতায় মহিলাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে স্ম্যাশ মারার রেকর্ড গড়েন মালেয়েশিয়ার পার্লি ট্যান (Pearly Tan)। পার্লির স্ম্যাশের গতি ছিল ৪৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে বিশেষজ্ঞদের মতে, রেসিং গাড়ির চেয়েও দ্রুত গতিতে এই স্ম্যাশ মেরেছেন সাত্ত্বিকসাইরাজ। কারণ পরিসংখ্যান অনুযায়ী, ফর্মুলা ওয়ানে (Formula One) অংশগ্রহণকারী গাড়ির চেয়েও বেশি গতি ছিল সাত্ত্বিকে স্ম্যাশে। এতদিন পর্যন্ত সবচেয়ে বেশি গতির রেসিং কারের গতিবেগ ছিল ৩৯৭.৪৮ কিমি প্রতি ঘণ্টা। 

মহিলাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে স্ম্যাশ মারার রেকর্ড গড়েন মালেয়েশিয়ার পার্লি ট্যান
মহিলাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে স্ম্যাশ মারার রেকর্ড গড়েন মালেয়েশিয়ার পার্লি ট্যান

উল্লেখ্য, টেনিস খেলার সবচেয়ে দ্রুততম সার্ভ রেকর্ড ২৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। পাশাপাশি এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুনের (Tan Boon) ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই সবচেয়ে দ্রুততম স্ম্যাশ। তবে সাত্ত্বিকের ভেঙে ফেললেন সব রেকর্ডই। ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হায়দরাবাদী তারকা। গিনেস বুকে নাম লেখাতেই বেশ উচ্ছসিত খেলোয়াড়। খেলার মাঠেও রয়েছেন দুর্দান্ত ফর্মে। ইতিমধ্যেই কোরিয়া ওপেনের (Korea Open) প্রথম রাউন্ডে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে (Pre-Quarter Final) উঠেছেন তিনি। ইতিহাস গড়ার পর বর্তমানে সাত্ত্বিকের লক্ষ্য চিরাগ শেট্টির (Chirag Shetty) সঙ্গে জুটি বেঁধে মেনস ডাবলস (Men's Doubles) খেতাব জয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File