Dakshin Dinajpur | দক্ষিণ দিনাজপুরে পিক আপ ভ্যান ও চার চাকা গাড়ির সংঘর্ষে মৃত ২, আহত ১১ জন
Sunday, August 24 2025, 5:35 pm

রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার জামবাড়ি এলাকায়। কমপক্ষে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
রবিবার দক্ষিণ দিনাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় বংশীহারী থানার জামবাড়ি এলাকায় যাত্রিবাহী চার চাকা গাড়ি ও একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে খবর, স্থানীয় একটি ফুটবল ম্যাচ দেখে মোট তিনটি বোলেরো গাড়ি করে ফিরছিলেন তাঁরা। ঠ্যাঙ্গাপাড়া আসার পথে জাতীয় সড়কে মালদাগামী একটি পিক আপ ভ্যানের সঙ্গে বোলেরোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। মৃত্যু হয়েছে কমপক্ষে দুজনের। প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদের নাম, পরিচয় জানা যায়নি।
- Related topics -
- রাজ্য
- দক্ষিণ দিনাজপুর
- উত্তর দিনাজপুর
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা