Samsung new Flagship Phone: ইলেকট্রিক গাড়ির ব্যাটারি এবার স্যামসাংয়ের ফোনে

Monday, April 24 2023, 2:12 pm
highlightKey Highlights

ইলেকট্রিক গাড়ির ব্যাটারি সমান ক্ষমতার ব্যাটারি লাগতে চলছে স্যামসাং এর ফোনে। রয়েছে আরো আকর্ষণ। আগামী বছরই লঞ্চ হতে চলেছে স্যামসাং-এর গ্যালাক্সি এস২৪ সিরিজ।


সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রযুক্তি নিয়ে মোবাইল ফোন লঞ্চ করছে এক একটি মোবাইল কোম্পানি। ইতিমধ্যেই চলতি বছর গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series)  লঞ্চ করে সবার নজর কেড়েছে স্যামসাং (Samsung) সংস্থা। শোনা যাচ্ছে পরের বছরেই নেক্সট জেনারেশন গ্যালাক্সি এস ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ফের নয়া চমক আনতে চলেছে স্যামসাং।

স্যামসাং
স্যামসাং

আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) লঞ্চ করতে পারে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। এই সিরিজে থাকতে পারে সেই নয়া চমক স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন (Samsung Galaxy S24 Ultra),স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 plus) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 ultra)। উল্লেখ্য, এই ফোনে থাকতে পারে ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি (Electrical vehicle battery) অর্থাৎ ইলেকট্রিক যানবাহনে যে ধরনের ব্যাটারি থাকে সেই অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি। যার ফলে ফোনে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে চার্জ। হবে না ব্যাটারি সমস্যাও। 

Trending Updates
স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন 
স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন 

জানা গিয়েছে, স্যামসাংয়ের এসডিআই (SDI) ডিভিশন যা লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করে, তারা এবার ছোট আকার-আয়তনের ব্যাটারির জন্য একটি নতুন ব্যাটারি ষ্টেকিং প্রযুক্তি (battery stacking method) যুক্ত করতে চলেছে। এই ধরণের ব্যাটারি ব্যবহার করা হবে স্মার্টফোন, ট্যাবলেট, নোটবুক এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে। এএই জেন  ফাইভ (Gen 5) ব্যাটারি মূলত ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে রাখাই লক্ষ্য স্যামসাং কর্তৃপক্ষের। নতুন টেকনোলজির এই ব্যাটারির শক্তির ঘনত্ব সাধারণ ব্যাটারির তুলনায় প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব।নতুন টেকনোলজির এই ব্যাটারির শক্তির ঘনত্ব সাধারণ ব্যাটারির তুলনায় প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব।

ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি
ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি

কেবল ব্যাটারিতাই নয়, চমক রয়েছে গোটা ফোনেই। জানা গিয়েছে,  গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে  থাকতে পারে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকারও সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই ফোনে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং উন্নত জুম ফিচারও। 

একের পর এক ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করছে মোবাইল কোম্পানিগুলি। যার উন্নত প্রযুক্তি প্রতিবারই কেড়ে নিচ্ছে সকলের মন। বরাবরই নতুন নতুন চমক নিয়ে ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে বাজারে সেরার তালিকায় নাম লিখিয়ে নেয় স্যামসাং। এবার ফোনের বাজারে একেবারেই নতুনত্ব প্রযুক্তি নিয়ে ফের নজর কাড়তে চলেছে এই ফোন কোম্পানি।
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File