সালমানের নতুন সিনেমার টিজার মুক্তি পেল 'পাঠান' প্রেক্ষাগৃহে!

Wednesday, January 25 2023, 8:22 am
highlightKey Highlights

'পাঠান' পর্দায় দেখা যাচ্ছে, টিজারে পূজা হেগড়ের সঙ্গে সালমান খানের রোম্যান্স দেখানো হয়েছে।


দীর্ঘ প্রতীক্ষা, এবং বহু বিতর্কের পর অবশেষে শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন। প্রায় প্রতিটি সিনেমা হলে দর্শকের লম্বা লাইন। ভক্তরা তাদের প্রিয় তারকাকে দেখতে অধীর আগ্রহে বসে আছেন।

'পাঠান' শুরু হওয়ার আগেই পর্দায় হাজির বলিউডের 'ভাইজান'। সালমানের নতুন সিনেমা 'কিসি কা ভাই কিসি কি জান'-এর টিজার প্রকাশিত হয়েছে। সল্লু মিয়া ভক্তদের আগেই জানিয়েছিলেন যে ২৫শে জানুয়ারি তাই নতুন সিনেমার টিজার মুক্তি পাবে। আর এদিন দর্শকরা প্রথমেই ভাইজানকে দেখে খুব আনন্দিত। রীতিমত শিস বাজিয়ে হাততালি দিয়ে হৈ হয় হচ্ছে পুরো সিনেমা হলে।

লম্বা চুল আর সানগ্লাস চোখে হাজির ভাইজান। আর সিনেমা হলের প্রিন্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিজারে কখনও অ্যাকশন হিরো হিসেবে ধরা পড়েছেন দাবাং সালমান, আবার কখনও চমকে গেছেন অভিনেতা। চলতি বছরের ২৩ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। ছবিটির নাম প্রথমে রাখা হয়েছিল 'কাভি ঈদ কাভি দিওয়ালি।' কিন্তু বিতর্ক এড়াতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File