সেলিব্রিটি

'চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না ঐন্দ্রিলা', আপাতত হাসপাতালে থেকেই মিরাক্কেলের আশায় দিন গুনছেন প্রেমিক সব্যসাচী

'চিকিৎসায় আর সাড়া দিচ্ছে না ঐন্দ্রিলা', আপাতত হাসপাতালে থেকেই মিরাক্কেলের আশায় দিন গুনছেন প্রেমিক সব্যসাচী
Key Highlights

১৬ দিন ধরেই জীবনযুদ্ধ চলছে। ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পর অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছেন সব্যসাচী চৌধুরী।

কেটে গিয়েছে প্রায় ১৬ দিন। এতদিন ধরে ক্রমাগত হাওড়ার একটি বেসরকারি হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর পাশে সর্বদা রয়েছেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। একমুহূর্ত ও চোখের আড়াল করছেন না অভিনেত্রী কে।

গত ১ নভেম্বর থেকেই মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন ঐন্দ্রিলা শর্মা, এখন তাঁর শারীরিক অবস্থা কেমন জানুন

"ঐন্দ্রিলা আছে… প্রচণ্ডভাবে আছে…", নিজের হাতে কাছের মানুষকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়েছিলেন সব্যসাচী চৌধুরী। গত বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় যেমন ফিরিয়ে এনেছিলেন বন্ধুকে। এবারও মিরাকলের অপেক্ষায় তিনি। গত ১ নভেম্বর থেকেই হাওড়ার বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে, এখনও হাসপাতালেই ঠায় বসে রয়েছেন 'মহাপাঠ তারাপীঠ' খ্যাত অভিনেতা (Sabyasachi Chowdhury)। গত ১৬ দিন ধরেই হাওড়ার বেসরকারি হাসপাতালে থাকছেন সব্যসাচী। Aindrila Sharma -র শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর অদ্ভুতভাবে শান্ত হয়ে গিয়েছিলেন তিনি। কষ্টে আছেন, তা প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে উঠেছিল। তাঁর চোখের সামনে হয়ত ফিরে আসছিল ঐন্দ্রিলায় মায়ায় ভরা মুখ। তবু হার মানেননি সব্যসাচী। বর্তমানে অভিনেত্রীর পাশেই আছেন তিনি।

বুধবার রাতে যখন ঐন্দ্রিলা শর্মার স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়ায়, তখন কিন্তু চুপ থাকেননি অভিনেতা। বরং আবারও প্রতিবাদ করেছেন। তাঁর ফেসবুক পোস্ট, "আরও একটু থাকতে দাও ওকে.. .এসব লেখার অনেক সময় পাবে...।" এই সময় ডিজিটাল-কে রাতেই সব্যসাচী জানিয়েছিলেন যে ঐন্দ্রিলার অবস্থা অতি সংকটজনক। ওইদিন দুপুর থেকেই নাকি চিকিৎসায় সেভাবে সাড়া দিচ্ছিলেন না বন্ধু। যদিও রাতে হাসপাতালের তরফে জানানো হয়, Aindrila Sharma ফাইট করে চলেছেন। সহযোদ্ধা হয়ে তখনও পাশে সব্যসাচী।

সব্যসাচী চৌধুরীর লড়াইকে কিন্তু কুর্নিশ জানিয়েছে গোটা বাংলা। ভালোবাসার নজির গড়ে ফেলেছেন তিনি। নেটিজেনরাও প্রশ্ন করছেন, 'এভাবেও ভালোবাসা যায়?' মৃত্যু এবং ঐন্দ্রিলার মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছেন সব্যসাচী চৌধুরী। একসঙ্গে কাজ করতে করতেই পরস্পরের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছেন ঐন্দ্রিলা এবং সব্যসাচী। আজ আবারও মৃত্যুর সঙ্গে যখন ঐন্দ্রিলা লড়াই করছেন, তখন পাশে রয়েছেন সেই সব্যসাচী। এখনও লড়ে যাচ্ছেন তিনি।



Kasba Rape Case | কসবা-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের! মামলা করলেন আরজিকর ধর্ষণ ও খুন-কাণ্ডে প্রথম জনস্বার্থ মামলাকারী!
Weather Update | আজ থেকেই বাড়বে বৃষ্টিপাত! আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস!
Kasba Law College | করা হয় ধর্ষণের মুহূর্তের ভিডিও, মারা হয় হকি স্টিক দিয়ে! কসবা গণধর্ষণ-কাণ্ডে নির্যাতিতার ওপর চলে অকথ্য অত্যাচার!
Puri Lord Jagannath | বর্বর শবরদের ‘ট্রাইবাল গড’ থেকে রাজ-পুরী! ৯০০ বছর পরেও নীচবর্ণের হাতে পুজো পান ভক্তের ভগবান প্রভু জগন্নাথ
Vehicles Rule | নভেম্বর থেকে পেট্রোল বা ডিজেল পাবে না প্রায় ২ লক্ষেরও বেশি গাড়ি! কেন এই সিদ্ধান্ত?
Axiom Mission 4 Live | পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!
Ahmedabad Plane Crash Live Update | দেহ শনাক্ত ২৬০, বাকিদের দেহ কোথায় গেল? আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা