প্রকল্প

সবলা প্রকল্প | WB Sabala prakalpa

সবলা প্রকল্প | WB Sabala prakalpa
Key Highlights

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১৮ বছর বয়স পর্যন্ত কিশোরীদের কথা মাথায় রেখে নিয়ে এসেছেন 'সবলা প্রকল্প'। আসুন জেনে নেওয়া যাক তাঁর পরিকল্পিত এই প্রকল্প কিভাবে রাজ্যবাসীকে সাহায্য করছে।

ভূমিকা | Introduction of Sabala prakalpa

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রূপায়িত সবলা প্রকল্প হল দক্ষতা বৃদ্ধি করার একটি অভিনব কর্মসূচি । প্রধানত এই প্রকল্পটি কিশোরী মেয়েদের জন্য অঙ্গনওয়ারি কেন্দ্রে চালু করা হয়। ১১ থেকে ১৮ বছর বয়সী সমস্ত কিশোরীরা উক্ত প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য, জীবনের দক্ষতা, বৃত্তিমূলক দক্ষতা, পাশাপাশি স্বাস্থ্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতাকে বৃদ্ধি করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। পরিপূরক পুষ্টির ব্যবহার করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত খাবার অঙ্গনবাড়ি কেন্দ্রের মাধ্যমে কিশোরীদের সরবরাহ করে।

প্রকল্পের শুভারম্ভ | The launch of Sabala prakalpa

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০১১ সালের জুলাই মাস থেকে এই প্রকল্পটি চালু করা হয়। .১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে সুবিধা পেয়ে থাকে। তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পেয়ে থাকছে।

প্রকল্পের উদ্দেশ্য | Purpose of Sabala prakalpa

সবলা প্রকল্পেটি চালু করা হয় মূলত মেয়েদের পুষ্টি, উন্নয়নগত অবস্থান এবং স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে। এর পাশাপাশি এটিও খেয়াল রাখা হয় যাতে মেয়েরা পিছিয়ে না পড়ে এবং জীবনের সব ক্ষেত্রে উন্নতি সাধন করতে পারে। মূলত এই উদ্দেশ্য নিয়েই সবলা প্রকল্প অগ্রসর হয়েছিল। এভাবে অপুষ্টি দূর করার পাশাপাশি স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা ,কৈশর জনিত প্রজনন ও যৌনস্বাস্থ্য, পরিবার এবং শিশু সুরক্ষা এবং যত্নের ব্যাপারে সচেতনতা তৈরি করা হয়েছে কিশোরী মেয়েদের মধ্যে ।

গৃহকর্মেও জীবনের নানা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করার পাশাপাশি কিশোরীদের জন্য বৃত্তিমুখী প্রশিক্ষণ এবং বিদ্যালয় বহির্ভূত লেখাপড়া প্রদান করার কাজ চলছে এই প্রকল্পের মাধ্যমে । তাহলে এক কথায় বলা যেতে পারে সবলা প্রকল্পের লক্ষ্য হল ১১ থেকে ১৮ বছর বয়সী কিশোরীদের পুষ্টি ও স্বাস্থ্যের স্থিতিশীলতা, বাড়ির দক্ষতা, জীবন দক্ষতা এবং বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে নারীশক্তির ক্ষমতা প্রতিষ্ঠা করা । মেয়েদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বাস্থ্যবিধি এবং বিদ্যমান জনসেবা সম্পর্কে গাইডেন্স সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য ও প্রদান করা হবে। স্কুল ছাত্রীদের বাইরের প্রথাগত শিক্ষা বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষার দিকেও প্রবাহিত করে শিক্ষার মানকে আরও উন্নত করা।

কারা আবেদন করতে পারবেন | Who are the eligible for Sabala prakalpa

সাত টি জেলা যথাক্রমে কোচবিহার, জলপাইগুড়ি, নদিয়া, পুরুলিয়া, কলকাতা, মালদা এবং আলিপুরদুয়ার জেলা থেকে ১১থেকে ১৮ বছর বয়সী কিশোরী মেয়েরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।

সবলা প্রকল্পের জন্য আবেদনকারীর যে যোগ্যতা থাকা প্রয়োজন | Eligibility for Sabala prakalpa

আবেদনকারীর কিশোরীর বয়স যদি ১১ থেকে ১৮ বছরের মধ্যে হয়, তাহলে সেই কন্যাও এই প্রকল্পের সব রকম সুবিধা লাভ করতে পারে। তবে নিম্নে বর্ণিত যোগ্যতাগুলো পূরণ করা একান্ত প্রযোজ্য ।

  1. সবলা প্রকল্পের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই অবিবাহিতা হতে হবে।
  2. কিশোরীর বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে হতে হবে।
  3.  সবলা প্রকল্পের অধীনে যে যে সুবিধাগুলি নথিভুক্ত আছে সেই সব সুবিধাগুলি প্রাপ্ত করার জন্য আবেদনকারীকে স্কুলে পাঠ্যরত হতে হবে। 
  4. কেবলমাত্র পশ্চিমবঙ্গের সাতটি জেলা যথাক্রমে কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি,পুরুলিয়া, মালদা এবং আলিপুরদুয়ার এই সাতটি জেলার বসবাসকারী মেয়েরা ই এই সুবিধা লাভ করতে পারবে।

সবলা প্রকল্পের সুবিধাগুলি | Benefits of Sabala prakalpa

  1. সবলা প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত ১১ থেকে ১৮ বছর বয়সী মেয়েরা বিনামূল্যে অঙ্গনওয়ারি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পেতে সক্ষম। 
  2. এই প্রকল্পের মাধ্যমে কিশোরীরা পুষ্টিকর খাদ্যের পাশাপাশি জীবন সম্পর্কিত সম্যক জ্ঞান , বৃত্তিমূলক দক্ষতা এবং স্বাস্থ্যের যত্ন ও পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ক সচেতনতা সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে। 
  3. সবলা প্রকল্পের অধীনে যে কিশোরীরা অন্তর্ভুক্ত তারা সরকারের কাছ থেকে একটি ‘কিশোরী কার্ড’ প্রাপ্ত করে থাকে , যাতে স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য প্রদান করা থাকবে।

প্রকল্পটির সুবিধা পেতে যোগাযোগ করতে হবে | Contact details for Sabala prakalpa

সবলা প্রকল্পের সব রকম সুবিধা পাওয়ার জন্য অঙ্গনওয়ারি কেন্দ্রে (Anganwadi Center) অথবা ব্লকের সিডিপিও (Block CDPO)-র সাথে যোগাযোগ করা বাঞ্ছনীয় ।

এ যাবৎ প্রকল্পটির লক্ষ্যপূরণ | Target for Sabala prakalpa

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা যথা কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে ১১-১৮বছর বয়সী কিশোরী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলার উদ্দেশ্য নিয়ে । ১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে বর্তমানে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে। ।

আনুমানিক ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে; এ ছাড়াও কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০। বিগত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা বা স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত কিশোরীদের সবলা প্রকল্প দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে। প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত কিংবা প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত বা ভর্তি হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশ কিশোরীই রয়েছে কন্যাশ্রী প্রকল্পের আওতায়।

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

Sabala prakalpa জন্য যোগাযোগ কীভাবে করব?

সবলা প্রকল্পের জন্য অঙ্গনওয়ারি কেন্দ্রে (Anganwadi Center) অথবা ব্লকের সিডিপিও (Block CDPO) যোগাযোগ করতে হবে।

Sabala prakalpa এর সুবিধা কি?

সবলা প্রকল্পের মাধ্যমে ১১ থেকে ১৮ বছরের মেয়েদের অঙ্গনওয়ারি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে। এছাড়াও এই প্রকল্পের অধীনে কিশোরী মেয়েদের স্কুল থেকে জীবনের দক্ষতা, বৃত্তিমূলক দক্ষতা,পরিষ্কার-পরিচ্ছন্ন এবং নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার শিক্ষা দেওয়া হবে।

সবলা প্রকল্প কোথায় কোথায় লাগু করা হয়েছে?

সবলা প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই কোচবিহার, পুরুলিয়া, নদিয়া, জলপাইগুড়ি, মালদা, আলিপুরদুয়ার এবং কলকাতায় লাগু করা হয়েছে।

সবলা প্রকল্পের জন্য কিশোরীর কী কী যোগ্যতা থাকতে হবে?

সবলা প্রকল্পের জন্য স্কুল পাঠ্যরত মেয়েদের বয়স ১১ থেকে ১৮ বছর পর্যন্ত হতে হবে।

এখনও পর্যন্ত কতজন কিশোরী এই প্রকল্পের সুবিধা লাভ করেছে ?

এখনো পর্যন্ত রাজ্যে কিশোরীদের ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে এই প্রকল্পে সুবিধা লাভ করেছে।