এবার দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা রাশিয়ার। সমগ্র ইউক্রেন দখলে ব্যর্থ হওয়ায় অধিকৃত এলাকাতেই সরকার তৈরির চেষ্টা রাশিয়ার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন কেটে যাওয়ার পর সমগ্র ইউক্রেন দখলের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে রাশিয়ার। ইউক্রেনের যে অঞ্চলগুলি নিজেদের দখলে আনতে পেরেছে রাশিয়া (Russia), সেখানে নিজেদের সরকার তৈরি করার চেষ্টা করছে তারা। অধিকৃত অঞ্চলগুলি রাশিয়ার অধীনে আনার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে, কেনাবেচা করতে রুশ মুদ্রা রুবল ব্যবহার করতে হবে।
গত ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমণ করে। তারপর থেকে লাগাতার প্রতিআক্রমণ চালিয়েছে ইউক্রেন। তবুও ইউক্রেন দখল করা হয়নি রাশিয়ার। সূত্রের খবর, দোনবাস (Donbas) অঞ্চল অর্থাৎ ডোনেৎস্ক ও লুহানস্ক জয় করার ব্যাপারে নিশ্চিত রাশিয়া। আগামী কয়েকদিনের মধ্যেই আক্রমণের তীব্রতা বাড়িয়ে দোনবাস দখল করতে চায় তারা।
৯ই মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহিদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে ছুটি থাকে রাশিয়া। হাতে আর মাত্র ৪ দিন। আগামী ৯ই মে-র মধ্যেই আক্রমণের গতি বাড়িয়ে সাফল্য পেতে চাইছে পুতিনের সরকার। প্রসঙ্গত, ২০১৪ সালে একই ভাবে ইউক্রেনের অধীনে থাকা ক্রিমিয়া অঞ্চল নিজেদের দখলে নিয়েছিল রাশিয়া।
ভাগে ভাগে গোটা ইউক্রেন (Ukraine) দখল করব আমরা।