দেশ

ইউক্রেন ফেরত মেডিকেল স্টুডেন্টরা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের

ইউক্রেন ফেরত মেডিকেল স্টুডেন্টরা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন না, নির্দেশ কেন্দ্রের
Key Highlights

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এনএমসি কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যাপারে অনুমতি দেয়নি।

এখনও জারি আছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জের। ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পাঠ শেষ করার সুযোগ মেলার সম্ভাবনা আপাতত নেই। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের হাতে নেই।

গত ২৪শে ফেব্রুয়ারি, রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউক্রেনে যুদ্ধ বেধে যায়। ফলবশত ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে বেশিরভাগই ডাক্তারি পড়ুয়া।

পাঠ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা ভবিষ্যৎ নিয়ে ব্যাপক দোলাচলে পড়েন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে নিয়ে নেওয়ার আশ্বাস দেন। তবে সে জন্য প্রয়োজন কেন্দ্রের ছাড়পত্রের। কিন্তু শেষ খবর অনুযায়ী, তেমন কোনও সংস্থান কেন্দ্রের হাতে নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকার।

অর্থাৎ, যুদ্ধের কারণে পড়া থামিয়ে দেশে ফিরে আসা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কাটছে না। যুদ্ধকালীন পরিস্থিতিতে যে হেতু তাঁদের পড়া ছেড়ে ফিরে আসতে হয়েছে, তাই এ দেশের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য এককালীন একটি সুবিধা দেওয়া হোক। এই দাবিতে রাজধানী দিল্লিতে ৫ দিনের অনশন কর্মসূচি পালন করেছেন পড়ুয়ারা।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পওয়ার জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে প্রায় ২০ হাজার পড়ুয়া ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছেন। 'ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬' এবং 'ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট, ২০১৯'- অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভারতের মেডিক্যাল কলেজগুলোতে ভর্তি করিয়ে নেওয়ার কোনও সংস্থান নেই। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (NMC) এ ব্যাপারে কোনও পড়ুয়াকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ভারতের কোনও মেডিক্যাল কলেজে ভর্তি করানোর ব্যাপারে অনুমতি দেয়নি।


SSC | ভুল তথ‍্য দিয়ে চাকরি বাগানোর চেষ্টা! SSC-তে বাতিল ১৫০ জনের আবেদনপত্র!
Dharmendra | বাড়ি ও শ্মশানে আচমকাই ভিড় ধর্মেন্দ্রর পরিবারের! তবে কি প্রয়াত কিংবদন্তি অভিনেতা?
Nathu La-Changur | ম্যানুয়াল পারমিট বন্ধ, নাথু লা-ছাঙ্গুর পারমিট মিলবে অনলাইনে-ঘোষণা সিকিম প্রশাসনের
Bihar | মাতৃদুগ্ধে মিশছে বিষাক্ত ইউরেনিয়াম! বিপদে বিহারের শিশুরা, কী বলছে সমীক্ষা?
Uttarakhand | আলমোড়ার স্কুল থেকে উদ্ধার ১৬১টি বিস্ফোরক জিলেটিন স্টিক! ফের নাশকতার ছক?
Sealdah Flyover | শিয়ালদহ উড়ালপুলের মেরামতি হবে, বসানো হবে স্টিল প্লেট, দোকানগুলো সরবে কোথায়?
Kakdwip | জারি হয়েছিল লুক আউট নোটিস, কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে গ্রেপ্তার আইনজীবী