Russia Ukraine War: রাশিয়ার হাতে ৯ রুশ সেনাকে ফিরিয়ে দিল ইউক্রেন!
Key Highlightsজেলেনস্কি আগেই জানিয়েছিলেন যে, ইভানকে রাশিয়া মুক্তি দিয়েছে। কিন্তু তিনি কী ভাবে ছাড়া পেলেন, সে বিষয়ে জেলেনস্কি কিছু বলেননি। যেটা অবাক করছে সকলকে।
ইংরেজিতে একটা কথা আছে - 'Give and Take'। বর্তমানে গোটা বিশ্বের নজর যেখানে ইউক্রেন- রাশিয়া যুদ্ধের দিকে, সেখানে এই দুই দেশ নিজেদের মধ্যে দেয়া-নেয়া করে নিল। কথাটা শুনতে অবাক লাগলেও, এটাই বাস্তব। ইউক্রেন সেনার হাতে আটক ন’জন রুশ সেনাকে ফিরিয়ে দিল কিভ। পরিবর্তে ফেরত পেল মেলিটোপোল শহরের মেয়রকে। ইউক্রেনের স্থানীয় এক সংবাদ সংস্থাকে বুধবার এমনটাই জানালেন কিভের এক প্রশাসনিক কর্মকর্তা। গত সপ্তাহে রুশ সেনার হাতে বন্দি হন মেলিটপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ।
ইভান ফেডোরোভকে রাশিয়ার হাত থেকে ছাড়িয়ে আনা হয়েছে। তার বদলে ন’জন রুশ সেনাকে ফিরিয়েও দেওয়া হয়েছে। এই সেনাদের জন্ম ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে হয়েছে। তারা প্রত্যেকেই প্রায় শিশু।

প্রসঙ্গত, আজ (১৭ই মার্চ, ২০২২) কিভ-মস্কো সঙ্ঘাত ২২ দিনে পা দিল। ইতিমধ্যেই ক্রেমলিনের আগ্রাসনের মুখে পড়ে বিপর্যস্ত ইউক্রেন। ইউক্রেনের ১০টি শহর রুশ সেনার দখলে চলে গেছে। আর যুদ্ধ নিয়ে একাধিকবার আলোচনায় বসেছে দুই দেশ। কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, ২২ দিনের সঙ্ঘাতে ইউক্রেনের হাতে নিহত হয়েছেন প্রায় সাত হাজার রুশ সেনা।
- Related topics -
- আন্তর্জাতিক
- বর্তমান পত্রিকা
- রাশিয়া
- ইউক্রেন
- ব্রেকিং নিউজ








