Russia-Ukraine Conflict | ৬৪ কিমি দীর্ঘ সেনা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রাশিয়া!

Tuesday, March 1 2022, 6:52 am
highlightKey Highlights

রাশিয়া যে আরও বড়সড় হামলার ছক কষা শুরু করে দিয়েছে তারই একটি ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে।


রুশ সেনাদের কিভ এবং খারকিভে বারংবার প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে। তাদের দিকভ্রান্ত করে ফাঁদে ফেলার জন্য কিভ এবং খারকিভে ঢোকার রাস্তাগুলির চিহ্ন মুছে ফেলা হয়েছে। এমনকি জায়গায় জায়গায় ইউক্রেনীয় সেনা এবং নাগরিকদের বাধার মুখে পড়তে হচ্ছে রুশ সেনাদের। ফলে আরও বড় হামলা চালানোর জন্য বিশাল কনভয় নিয়ে কিভ এবং খারকিভের উপর আঘাত হানতে চাইছে রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন সংঘাত
রাশিয়া-ইউক্রেন সংঘাত

ম্যাক্সার টেকনোলজি প্রকাশিত একটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ রাশিয়ার একটি সেনা কনভয় ইউক্রনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে এবং ইউক্রেনের উত্তরে দেখা গিয়েছে সেই কনভয়।

Trending Updates
ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেনের প্রেসিডেন্ট)
ভলোদিমির জেলেনস্কি (ইউক্রেনের প্রেসিডেন্ট)

ইউক্রেনীয় শহর ইভানকিভেও প্রায় ছ’কিলোমিটার দীর্ঘ রুশ সেনার কনভয় সেভচেঙ্কার রাস্তা ধরে কিভের দিকে এগোচ্ছে। সেই কনভয়ে ট্যাঙ্ক, সেলফ প্রপেলড আর্টিলারি, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে।

ভ্লাদিমির পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট)
ভ্লাদিমির পুতিন (রাশিয়ার প্রেসিডেন্ট)

সোমবার (২৮শে ফেব্রুয়ারি, ২০২২) যখন রেলারুশে দু’দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক চলছিল তখনও কিভ-সহ ইউক্রেনের বহু শহরে একের পর এক বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গিয়েছে। এমনকি রাশিয়া পরমাণু হামলারও হুমকি দিয়েছে। যা নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বিরুদ্ধ স্বর আরও জোরালো হয়েছে। আন্তর্জাতিক মহলও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File