মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী ও কন্যার রাশিয়ায় প্রবেশে জারি নিষেধাজ্ঞা

Wednesday, June 29 2022, 9:48 am
highlightKey Highlights

রাশিয়ায় 'পাল্টা' চাল। সুযোগ-সময় বুঝে বাইডেনের পরিবারকে রাশিয়ার প্রবেশের নিষেধাজ্ঞা জারি হয়েছে।


রাশিয়া মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করার প্রতিক্রিয়া হিসাবে মার্কিন রাষ্ট্রপতি জো বিডেনের স্ত্রী ও কন্যাকে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বিডেনের স্ত্রী জিল এবং কন্যা অ্যাশলে সহ দেশের স্টপ লিস্টে ২৫টি নাম যুক্ত করা হচ্ছে।

এটি (ইউএস US) রুসোফোবিক কোর্স গঠনের জন্য দায়ী হিসেবে চিহ্নিত চারজন সিনেটরের প্রবেশ নিষিদ্ধ করেছে: রিপাবলিকান মিচ ম্যাককনেল, সুসান কলিন্স, বেন সাসে এবং ডেমোক্র্যাট কার্স্টিন গিলিব্র্যান্ড।

তালিকায় ফ্রান্সিস ফুকুইয়ামা সহ বিশিষ্ট শিক্ষাবিদদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁর বই দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান যে উদার গণতন্ত্রের বিস্তারকে সমাজের চূড়ান্ত উন্নয়ন চিহ্নিত করতে পারে তার জন্য উল্লিখিত।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকেই রাশিয়ার উপরে কূটনৈতিক চাপ বাড়াতে শুরু করেছে আমেরিকা। লাগাতার নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। গত এপ্রিলেই পুতিনের প্রাক্তন স্ত্রী, দুই কন্যা ছাড়াও সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের পরিবারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা। সেই সঙ্গে ন্যাটো সামরিক জোটের দেশগুলিও রাশিয়াকে কোণঠাসা করতে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই পালটা চাপ তৈরির খেলায় নেমেছে মস্কো।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File