Indian Economy: বাজার খুলতেই টাকার দামের সর্বকালীন পতন

Monday, June 13 2022, 9:55 am
highlightKey Highlights

ট্রেন্ডিং সেশন চলাকালীন ভারতীয় টাকার দাম নিম্নমুখী হতে হতে ৭৭.৯৩ টাকায় পৌঁছেছে। বর্তমান ভারতীয় অর্থণৈতিক পরিস্থিতি নিয়ে বেজায় চিন্তিত বিশেষজ্ঞরা।


আরও একবার হ্রাস পেল ভারতীয় টাকার মূল্য। ১৩ই জুন ৩৬ পয়সা নামল টাকার দাম। বাজার খোলার পর টাকার দাম ডলারের তুলনায় কমে দাঁড়িয়েছে ৭৮.২৯-য়। এই প্রথম ডলারের নিরিখে ৭৮ টাকার গণ্ডি পেরিয়ে গেল টাকার মূল্য। যা নিঃসন্দেহে চিন্তার কারণ। দেশের অর্থনীতির রক্তক্ষরণ অব্যাহত। 

বারবার টাকার দামের পতন ঘটার পিছনে রয়েছে একাধিক কারণ। এক ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুর্বল অভ্যন্তরীণ বাজার (Weak Domestic Market), অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার ফুলে-ফেঁপে ওঠা এবং বিদেশি পুঁজি কমে যাওয়ার জন্য দেশীয় মুদ্রার উপর প্রভাব পড়ছে। আগামী কয়েক সপ্তাহে এই চাপ আরও বাড়তে  পারে।

US Dollar
US Dollar
Trending Updates

মার্চের শুরুতেই ৭৭ টাকায় পৌঁছেছিল ডলারের দাম। গত ২৭শে মে যা ৭৭ টাকা ৭৩ পয়সায় পৌঁছায়। এবার আরও পড়ল টাকার দাম। মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি নতুন করে রেপো রেট বাড়িয়েছে আরবিআই (Reserve Bank of India)। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে। রিজার্ভ ব্যাংক রেপো রেট বাড়ানোর পর থেকে দেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদ বাড়াবে বলেই ধরে নেওয়া যায়। কয়েকটি ব্যাংক সেই পক্রিয়া শুরুও করে দিয়েছে। এর ফল প্রভাব পড়বে ঋণের কিস্তিতে। এর ফলে বিনিয়োগকারীদের হাতে অর্থের জোগান কমছে। এই সপ্তাহে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে ২১ পয়সা। সব মিলিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File