বার্সেলোনার পথে কি পা বাড়াচ্ছেন লিওনেল মেসি?
সম্প্রতি একটি গুঞ্জন বিশ্ব ফুটবলে উঠেছে এবং তা হলো, প্যারিস সাঁ জাঁ'কে বিদায় জানাতে চলেছেন লিওনেল মেসি। তাঁকে পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করেছে বার্সেলোনা।
আগামী বছর ঘরের ছেলেকে ঘরে ফেরাতে কোনও রকম খামতি রাখতে নারাজ কাতালানরা। এই মরসুম শেষে পিএসজি'র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। চুক্তি বাড়ানোর উপায় থাকলেও মেসি তা করেন কি না, সেই দিকে নজর রয়েছে গোটা ফুটবল বিশ্বের। তবে, এই ধরনের গুজবকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পিএসজি'র সভাপতি নাসির আল-খালিফি। বরং বার্সেলোনার উপর ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাতারি ব্যবসায়ী খালিফি ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েছিলেন সম্প্রতি।
এই বছর একাধিক নতুন ফুটবলারকে সই করিয়েছে বার্সেলোনা। বার্য়ান মিউনিখের প্রাক্তন তারকা রবার্ট লেওয়ানডস্কি, জুলেস কুন্ডে, রাফিনহার মতো একাধিক ফুটবলারকে সই করিয়েছে। বায়ার্নের আর্থিক প্রতিকূলতার মধ্যেও এই সইগুলোকে কটাক্ষ করে পিএসজি সভাপতি বলেছেন, "প্রচুর ঋণ এবং ম্যাজিকাল ফাইনান্সিয়াল ডিল সহজ উপায় নয়। আমাদের লং টার্মে ভাবতে হবে শর্ট টার্মে নয়।"
এই মুহূর্তে জাতীয় দলের শিবিরে রয়েছেন মেসি। চলমান ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। হান্ডুরাসের বিরুদ্ধে জয়ের পর মেসি বলেছেন, "বিশ্বকাপ আসছে মানে বিপুল প্রত্যাশা, প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা।
তবে একই সঙ্গে এটি শান্ত থাকারও সময়। এখনও কিছুটা সময় আছে। ক্লাব ফুটবলে আমাদের ভাল খেলতে হবে, যেন বিশ্বকাপের আগে সঠিক জায়গায় থাকতে পারি। দলগত ভাবে আমরা ভাল খেলছি এবং বিশ্বকাপ পর্যন্ত এমনটাই খেলতে চাই।"
- Related topics -
- খেলাধুলা
- লিওনেল মেসি
- ফুটবল
- বার্সেলোনা
- আর্জেন্টিনা