জেলা

হাওড়া স্টেশন থেকে এবার নগদ ৩৮ লক্ষ টাকা উদ্ধার!জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে

হাওড়া স্টেশন থেকে এবার নগদ ৩৮ লক্ষ টাকা উদ্ধার!জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে
Key Highlights

বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে গ্রেফতার দুই ব্যক্তি। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, তা জানতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই টাকার উৎস কী সে ব্যাপারে তারা এখনও পর্যন্ত কোনও নথি দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন, কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে তারা এই টাকা নিয়ে এসেছিলেন।

আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হলেওই দুজনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের ব্যাগ পরীক্ষা করে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

আটক হওয়া দুই ব্যক্তিই ভিন রাজ্যের, তাদের তুলে দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের হাতে

আটক ব্যক্তিরা হলেন, রুস্তম আনসারি (৩৯) এবং শুভম ভার্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, কিছুদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।

এদিন আটক দু'জনকে এবং উদ্ধার হওয়া টাকা কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এদের জিজ্ঞাসাবাদ করবেন।


Maoists | ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি’! শান্তি আলোচনায় বসতে চায় মাওবাদীরা!
Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Medical Students | হবু ডাক্তারদের মধ্যে বেড়েছে ড্রপ আউট-সুইসাইডের প্রবণতা! মারাত্মক তথ্য দিলো ন্যাশনাল মেডিক্যাল কমিশন
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Amazon-Flipkart | মিক্সার গ্রাইন্ডার থেকে গিজার সবই নকল! আমাজন ও ফ্লিপকার্টের গুদাম অভিযানে চক্ষু ছানাবড়া পুলিশের
Nirmala Sitharaman: জন্মদিনে জানুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের অজানা কাহিনী!