জেলা

হাওড়া স্টেশন থেকে এবার নগদ ৩৮ লক্ষ টাকা উদ্ধার!জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে

হাওড়া স্টেশন থেকে এবার নগদ ৩৮ লক্ষ টাকা উদ্ধার!জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে
Key Highlights

বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে গ্রেফতার দুই ব্যক্তি। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, তা জানতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই টাকার উৎস কী সে ব্যাপারে তারা এখনও পর্যন্ত কোনও নথি দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন, কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে তারা এই টাকা নিয়ে এসেছিলেন।

আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হলেওই দুজনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের ব্যাগ পরীক্ষা করে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

আটক হওয়া দুই ব্যক্তিই ভিন রাজ্যের, তাদের তুলে দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের হাতে

আটক ব্যক্তিরা হলেন, রুস্তম আনসারি (৩৯) এবং শুভম ভার্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, কিছুদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।

এদিন আটক দু'জনকে এবং উদ্ধার হওয়া টাকা কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এদের জিজ্ঞাসাবাদ করবেন।


Howrah South Point Foundation | ৫০ বছর ধরে প্রতিবন্ধী ও দুস্থ শিশুদের অভিভাবক হাওড়া সাউথ পয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আন্ড কম্যুনিটি ডেভেলপমেন্ট সেন্টার!
Summer Plants | গরমে ঘরে যেন জ্বলছে আগুন! আবহওয়া শীতল করতে এসি নয়, লাগান গাছ! গরমে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে এই গাছগুলো!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
R Praggnanandhaa | বিশ্বের এক নম্বর দাবাড়ুকেও চমক দিচ্ছে সাদামাটা ১৮ বছরের তরুণ! কে এই প্রজ্ঞানন্দ?
অপরাজেয় সুভাষচন্দ্র বসুর জীবনী | Biography of Subhas Chandra Bose, Indian Nationalist Leader in bengali
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar