জেলা

হাওড়া স্টেশন থেকে এবার নগদ ৩৮ লক্ষ টাকা উদ্ধার!জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে

হাওড়া স্টেশন থেকে এবার নগদ ৩৮ লক্ষ টাকা উদ্ধার!জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে
Key Highlights

বিপুল পরিমাণে নগদ অর্থ-সহ হাওড়া স্টেশন থেকে আরপিএফের হাতে গ্রেফতার দুই ব্যক্তি। উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আটত্রিশ লক্ষ টাকা।

উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ টাকা কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, তা জানতে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই টাকার উৎস কী সে ব্যাপারে তারা এখনও পর্যন্ত কোনও নথি দেখাতে পারেননি। প্রাথমিক জেরায় তারা জানিয়েছেন, কলকাতার বাজার থেকে সোনার গয়না কেনার উদ্দেশ্যে তারা এই টাকা নিয়ে এসেছিলেন।

আরপিএফ সূত্রে খবর বৃহস্পতিবার বিকেল নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ নম্বর এবং ৫ নম্বর গেটের কাছে দুই যুবককে পিঠে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক অবস্থায় বের হতে দেখা যায়। কর্তব্যরত আরপিএফ জওয়ানদের সন্দেহ হলেওই দুজনকে হাতেনাতে পাকড়াও করেন। তাদের ব্যাগ পরীক্ষা করে নগদ ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা পাওয়া যায়।

আটক হওয়া দুই ব্যক্তিই ভিন রাজ্যের, তাদের তুলে দেওয়া হয়েছে আয়কর আধিকারিকদের হাতে

আটক ব্যক্তিরা হলেন, রুস্তম আনসারি (৩৯) এবং শুভম ভার্মা (২০)। রুস্তমের বাড়ি বিহারের বক্সার জেলায় এবং শুভমের বাড়ি উত্তরপ্রদেশের বালিয়া জেলায়। উল্লেখ্য, কিছুদিন আগেও হাওড়া স্টেশন থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল।

এদিন আটক দু'জনকে এবং উদ্ধার হওয়া টাকা কলকাতার ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা এদের জিজ্ঞাসাবাদ করবেন।


Gujarat High Court | ফের "বোমা-হুমকি" গুজরাট হাই কোর্টে! ইমেল পেয়েই তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও ডগ স্কোয়াড
Ukraine | ৩৬১টি ড্রোন নিয়ে রাশিয়ার তৈল শোধনাগারে হামলা চালাল ইউক্রেন, পুড়ে ছাই ফ্যাক্টরি
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও
RG Kar Doctor Death | অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষ খাইয়ে খুন? আরজি কর হাসপাতালের চিকিৎসককের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
Krishnanagar | পিস্তলের সঙ্গে ঈশিতার জন্যে ব্রেসলেটও এনেছিল দেশরাজ, কৃষ্ণনগর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের
Modem Balkrishna | ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত মাও নেতা মোদেম বালকৃষ্ণ, মাথার দাম ছিল ১ কোটি টাকা!
'অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Biography of Sarat Chandra Chattopadhyay