চোট সারিয়ে অধিনায়ক রোহিত শর্মা আবার কবে দলে যোগ দেবেন তার ইঙ্গিত মিললো বোর্ডের তরফ থেকে

Wednesday, January 19 2022, 4:17 pm
highlightKey Highlights

দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগেই চোটগ্রস্ত হন রোহিত শর্মা। ফলে রোহিতের পক্ষে প্রোটিয়া সফর সম্ভব হয়নি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের নব নির্বাচিত ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক রোহিত শর্মা।


৬ ফেব্রুয়ারি ২০২২ থেকে ঘরের মাঠেই ক্যারিবিয়ান সিরিজের শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে সিরিজের প্রস্তুতি নেবার সময় চোটগ্রস্ত হয়েছিলেন ভারতের নব নির্বাচিত ওয়ানডে এবং টি-২০ অধিনায়ক রোহিত শর্মা। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মাঠে নামতে পারেন রোহিত শর্মা

প্রসঙ্গত প্রাকটিস করতে গিয়ে বাঁ দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। চোট সারিয়ে সুস্থ হয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই তিনি পুনরায় দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এপ্রসঙ্গে এক বোর্ড কর্তা জানিয়েছেন 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রোহিতের রিহ্যাব সঠিক পথেই এগোচ্ছে। আশা করা যায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ও সম্পূর্ণভাবে ফিট হয়ে যাবে। আহমেদাবাদে প্রথম ওয়ানডে খেলার আগে হাতে এখনও তিন সপ্তাহ রয়েছে।'

Trending Updates
 টি-২০ অধিনায়ক রোহিত শর্মা
 টি-২০ অধিনায়ক রোহিত শর্মা

 এই সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। ৬-১২ ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। ১৫-২০ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে টি-২০ সিরিজের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File