সেলিব্রিটি

অনেক অনুরোধ পরেও বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণাকে !

অনেক অনুরোধ পরেও বিমানে উঠতে দেওয়া হল না ঋতুপর্ণাকে !
Key Highlights

বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ মিনিট। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পৌঁছেছেন ৫.১২ মিনিটে। প্রায় ৪০ মিনিট ধরে অনুরোধ, বচসা, কান্নাকাটি করার পরেও বিমানে উঠতে দেওয় হয় নি তাঁকে।

টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এক বিশেষ মুখের অধিকারী। শ্যুটিং-এর গন্তব্য ছিল আহমেদাবাদ। সেখানে দিন-রাতের শ্যুট করতেই তাঁর এই যাত্রা। কিন্তু পুরোটাই মাঠে মারা গেল বিমান কর্তৃপক্ষের গাফিলতিতে! এমনই অভিযোগ করেছেন নায়িকা।

এবিষয়ে ঋতুপর্ণা স্বয়ং জানিয়েছেন, আহমেদাবাদের বিমান ধরার জন্য যাত্রীদের গেট নং ১৯-এ বোর্ডিংয়ের সময় ভোর ৪.৫৫ সময় দেওয়া হয়েছিল। দেরি হলেও তিনি পৌঁছোন ৫.১০ থেকে ৫.১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে এবং তাঁকে দেখতে না পেয়ে নির্দিষ্ট সময়ে নাকি তাঁর নাম ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। ফোনেও যোগাযোগ করেছে। কিন্তু নায়িকার ফোনে কোনও ফোন আসেনি বলে তিনি জানান। এ দিকে, সঠিক সময়ে শ্যুটিংয়ে না গেলে প্রযোজকের সমস্যা হবে। বন্ধ হয়ে যাবে শ্যুট। তাই সেই সময় তিনি ক্রমাগত বিমানবন্দরের কর্মীদের তাঁকে বিমানে উঠতে দেওয়ার অনুরোধ জানাতে থাকেন। এ ভাবে টানা ৪০ মিনিট তাঁর সঙ্গে কথা হয় কর্মীদের। কিন্তু কেউ তাঁর সমস্যা বুঝতেই চাননি! বিমান ধরতে না পারার কষ্টে কেঁদেও ফেলেন অভিনেত্রী। তবু কোনও হেলদোল দেখা যায়নি কর্মীদের।

মাত্র ৫০ পা দূরে বিমান দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি। কিন্তু যেতে পারছি না। অথচ আমার বোর্ডিং পাস থেকে শুরু করে সিট নম্বর সব মজুত। কিছু দিন আগেই আমায় সংস্থার পক্ষ থেকে সম্মানসূচক পাসপোর্টও দেওয়া হয়েছে। নয় নয় করে বেশ কয়েকবার এই সংস্থার বিমানে চড়ে যাতায়াতও করেছি। কোনও দিন এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি!

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

Aadhaar Card | থাকবে না নাগরিকদের নাম-ঠিকানা, বদলে যাচ্ছে আধার কার্ডের ডিজাইন!
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Teacher Recruitment | রাজ্যে ১৩ হাজারের বেশি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ! আবেদন করা যাবে বুধবার থেকেই!
Delhi Blast | ‘সুইসাইড বম্বিং আদতে শহিদ অভিযান’! আত্মঘাতী হামলার আগে ভিডিয়ো উমরের!
Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!
Bihar Cabinet | দশমবারের জন্যে মূখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, BJP-র হাতে বিহারের মন্ত্রিসভা!
SSC | প্রকাশ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা, নাম নেই যোগ্য চাকরিপ্রার্থীদেরই!