বিদেশে পাড়ি যশ-নুসরত, তুমুল ভাইরাল তারকা জুটির এয়ারপোর্টের ছবি

Monday, March 28 2022, 3:10 pm
highlightKey Highlights

বিদেশে পাড়ি দিলেন ‘যশরত'। তাদের এই বিদেশ সফরে কী সঙ্গী হচ্ছে ছোট্ট ঈশান?


কোথায় চললেন যশ-নুসরত? সোমবার দুপুরে সময় মিলিয়ে এয়ারপোর্ট লুকের ছবি পোস্ট করেছেন যশ-নুসরত। তবে তাঁরা কোথায় পাড়ি দিয়েছেন তা এখনও জানা যায়নি। এই তারকা দম্পতি এবার কোথা থেকে তাদের পরবর্তী ছবি শেয়ার করেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবাই।

ফের বিদেশে পাড়ি দিলেন ‘যশরত', তাঁদের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে মিলেছে তারই ইঙ্গিত

ছেলের বয়স এখনও এক বছরও হয়নি। কিন্তু কাজের জন্য মাঝে-মধ্যেই নানা জায়গায় যেতে হয় নুসরত জাহানকে। শহরে শুটিং থাকলেও বাড়ির বাইরেই থাকতে হয় যশ এবং নুসরতকে। তবে যতটা সময় বাড়িতে থাকেন, তা দুই সন্তানের জন্য বরাদ্দ বলেই নানা সময়ে জানিয়েছেন তাঁরা। 

Trending Updates

এদিন অভিনেত্রী নুসরতের পরনে ছিল কালো টাইটস, সঙ্গে কালো রঙা ক্রপ টপ ও সাদা জ্যাকেট। হাতে লম্বা ব্যাগ, খোলা চুল। অন্যদিকে এয়ারপোর্টে দাঁড়িয়েই কফির কাপে চুমুক দিতে ব্যস্ত যশ। তাঁর পরনে কালো টি-শার্ট ও ব্লু ডেনিম। ছবিতে যশ-নুসরতের সঙ্গে দেখা যায়নি ছোট্ট ঈশানের। তা থেকেই অনুমান ছোট্ট ঈশানকে বাড়িতে রেখেই পাড়ি দিয়েছেন দু'জনে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File