সেলিব্রিটি

কলকাতা এয়ারপোর্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ঋতুপর্ণা সেনগুপ্তের, টুইটারে ক্ষমা চাইলো Indigo

কলকাতা এয়ারপোর্টের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ঋতুপর্ণা সেনগুপ্তের, টুইটারে ক্ষমা চাইলো Indigo
Key Highlights

কলকাতা এয়ারপোর্টের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশের পরই এবার অভিনেত্রীর করা টুইটে অভিনেত্রীর কাছে ক্ষমা চাইলেন উড়ান সংস্থা Indigo

বাংলা সিনেমার নম্বর ওয়ান অভিনেত্রী হিসেবে পরিচিত ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যুটিং-এর কারণে প্রতিনিয়তই তাঁকে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করতে হয়। ঠিক তেমনি গত মঙ্গলবার সকালে তাঁর যাওয়ার কথা ছিল আহমেদাবাদের মৌলিতে। কিন্তু বিমানবন্দরে পৌঁছে  এমন এক ঘটনার স্বীকার হন অভিনেত্রী যা তিনি কল্পনাও করতে পারেননি। 

ঘটনার দিন ঠিক কী ঘটেছিল? সোশ্যাল মিডিয়ায় কী জানান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

অভিনেত্রী জানান গত মঙ্গলবার ভোরের ফ্লাইট ছিল তাঁর। কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইটি ছাড়ার কথা ছিল ভোর ৫.৪০ মিনিটে। যেটি পৌঁছনোর কথা আহমেদাবাদে সকাল ৭.৫৪ –তে। অভিনেত্রীর বোর্ডিং সময় ছিল ৪.৫৫। কিন্তু, অভিনেত্রী বিমানবন্দরের গেট নম্বর ১৯ এ যখন পৌঁছন ঘড়ির কাঁটায় তখন বাজে ৫.১০ থেকে ৫.১২। ততক্ষণে বোর্ডিং সম্পন্ন হয়ে গিয়েছে বলে উড়ান সংস্থার কর্তৃপক্ষের তরফ থেকে অভিনেত্রীকে জানানো হয়। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর অভিযোগ যদিও তিনি স্পষ্টই দেখতে পেয়েছে ভিতরে ফ্লাইটটি প্রায় ৪০ মিনিটের উপর দাঁড়িয়েছিল এবং লোকজন যাতায়াতও করছিলেন সেখানে। সকাল সকাল এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে অভিনেত্রী ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়। 

অভিনেত্রী তাঁর টুইটার ও ফেসবুকে নিজের এই অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। ওই উড়ান সংস্থার বিরুদ্ধে তিনি প্রশ্ন তুলেছিলেন, তিনি তাঁর প্রযোজনা সংস্থাকে কী জবাব দেবেন যারা তাঁর জন্য আহমেদাবাদে অপেক্ষা করছেন? এমনকি তাঁর পাংচুয়ালিটি নিয়ে যে প্রশ্ন উঠল তাঁর ক্ষতিপূরণও কারা দেবে?

তাঁর  এই পোস্টের পরই ঋতুপর্ণার টুইটের নীচে কমেন্ট করেন ওই উড়ান সংস্থা। কমেন্টে লেখেন, “আমরা দুঃখিত এমন একটি ঘটনা ঘটার জন্য। আমার অনেকক্ষণ ধরে আপনাকে ফোন করার চেষ্টা করছি তবে ফোনে পাচ্ছি না। আপনি আপনার সময় মতো যোগযোগ করুন যাতে আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারি।”


Madhyamik 2024 | ৮০ দিনের মাথায় প্রকাশ মাধ্যমিক ২০২৪-এর ফলাফল! ৬৯৩ নম্বর পেয়ে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন! পাশের হারে কলকাতাকে টেক্কা দিয়ে এগিয়ে জেলা!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
Largest Airport | প্রায় ২.৯ লক্ষ কোটি টাকা খরচ করে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বানাবে দুবাই! ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনগুলি জানেন?
West Bengal Weather | চতুর্থ দফা তাপপ্রবাহের স্পেলের মধ্যে বৃষ্টির পূর্বাভাস! আগামী সপ্তাহেই বঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি!
Short Trip in West Bengal | পকেটে কম চাপ দিয়ে কমদিনেই ঘুরে আসতে পারেন এইসব জায়গায়! পাহাড় থেকে সমুদ্র, সেরা অফবিট ডেস্টিনেশনের খোঁজ থাকলো এখানে!
International Labour Day | বিশ্ব জুড়ে কেন পালিত হয় শ্রমিক দিবস? জানুন ১লা মে-র মাহাত্ম্য!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla