WB Govt | ভোটের আগে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য অতিরিক্ত পদের ঘোষণা নবান্নের!
Wednesday, January 21 2026, 5:11 pm

Key Highlightsরাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে WBCS (এক্সিকিউটিভ) ক্য়াডারে একটা বড় রদবদল দেখা যেতে বলেছে।
সামনেই বিধানসভা নির্বাচন। ভোটার আগেই ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) ক্যাডারের অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চপদ তৈরি করল রাজ্য সরকার। মঙ্গলবার নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের যুগ্ম সচিব এবং বিশেষ সচিব স্তরে মোট ১৪০টি নতুন পদ তৈরি হবে। যার জেরে এবার বিশেষ সচিব পদে আসন বাড়ল বাড়তি ৪০টি। অন্যদিকে, যুগ্ম সচিব বা জয়েন্ট সেক্রেটারি পদে জুড়ে গেল অতিরিক্ত ১০০টি পদ। এছাড়াও যুগ্ম সচিব স্তরের ৪০ শতাংশ পদকে রূপান্তর করে অতিরিক্ত সচিব স্তরে উন্নীত করা হল।
- Related topics -
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- টিএমসি
- তৃণমূল কংগ্রেস
- রাজ্য সরকার
- রাজ্য
- রাজ্য পুলিশ
- রাজ্য কমিশন
- রাজ্যের মন্ত্রীসভা


