খেলাধুলা

Ind vs Eng Test Series | ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে বিরাট কোহলির বদলী ম্যাচ খেলবেন রিঙ্কু সিংহ?

Ind vs Eng Test Series | ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে বিরাট কোহলির বদলী ম্যাচ খেলবেন রিঙ্কু সিংহ?
Key Highlights

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে খেলবেন না বিরাট কোহলি। তাঁর পরিবর্ত এখনও ঘোষণা করেনি ভারত। এর মাঝেই রিঙ্কু সিংহকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্টে দলে নেওয়া হল।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট (Ind vs Eng Test) ম্যাচ সিরিজের শুরুর আগেই বড় চিন্তা ভারতীয় ক্রিকেট দলের। ব্যক্তিগত কারণে নিজেকে প্রথম দুই ম্যাচের জন্য দল থেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। অর্থাৎ ভারত বনাম ইংরেজি টেস্ট সিরিজ (Ind vs Eng test series) এর প্রথম দুটো ম্যাচ খেলবেন না বিরাট। এরপরেই তাঁর জায়গা কে পরিপূরণ করবে তা নিয়ে উঠেছে নানান জল্পনা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও পর্যন্ত বিরাটের পরিবর্তের নাম ঘোষণা করেনি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটাররা এক নিশ্বাসে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম নিচ্ছেন। এছাড়াও এই তালিকায় উঠে আসছে আরও তিন ক্রিকেটারের নাম।

রিঙ্কু সিং :

ইতিমধ্যেই  ভারতীয় এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছ বাঁ হাতি ক্রিকেটারকে। আহমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচটি হবে। বুধবার থেকে শুরু হবে সেই ম্যাচ। এর আগে মঙ্গলবার জানিয়ে দেওয়া হল রিঙ্কুকে নেওয়া হয়েছে ভারতীয় এ দলে। তবে তার পর থেকেই জল্পনা চলছে রিঙ্কুকে নিয়ে। সবাই যখন ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ (England vs India Test Series) এ বিরাট কোহলির পরিবর্ত হিসেবে খেলোয়াড়ের নাম খুঁজছেন, তখন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া কেকেআর তারকা রিঙ্কুর নাম বলছেন। সীমিত ওভারের ক্রিকেটে রিঙ্কু সিং গত কয়েকমাসে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ভারতীয় দলের হয়েও খেলা হয়ে গিয়েছে রিঙ্কুর।

প্রথম শ্রেণীর ক্রিকেটে রিঙ্কু উত্তরপ্রদেশের হয়ে ৬৫ ইনিংসে ৫৭.৫৭ গড়ে ৩১০৯ রান করেছেন, যার মধ্যে সাতটি সেঞ্চুরি এবং ২০টি হাফ সেঞ্চুরি রয়েছে। ভারত এ এবং ইংল্যান্ড লায়ন্সের মধ্যে প্রথম ম্যাচটি ড্র হয়েছিল। ইংল্যান্ড লায়ন্স ৫৫৩ রানের বড় ইনিংস তৈরি করে। এরপর তারা ডিক্লেয়ার করে ইনিংস। কিটন জেনিংস ১৫৪ রান এবং জশ বোহানন ১২৫ রান করেন। অহমেদাবাদে ব্যাটিং সহায়ক পিচের পুরো সুবিধা নেন তাঁরা। অর্থোডক্স বোলার মানব সুথার প্রথম ইনিংসে চার উইকেট নেন।

সরফরাজ খান:

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট (Ind vs Eng Test) এ বিরাটের বদলে আর যে ক্রিকেটারদের নাম উঠে আসছে সেখানে নাম রয়েছে সরফরাজ খানের। ভারত ‘এ’ দলের হয়ে ভাল খেলে তিনিও বিরাটের স্থানের দাবিদার। প্রথম টেস্টে ৯৬ এবং পরের টেস্টে দ্বিতীয় ইনিংসে ৫৫ রান করেছেন। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরেও একটি অর্ধশতরান রয়েছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর ধরে রান করেছেন। জাতীয় দলের দরজা এখনও খোলেনি। নির্বাচকেরা তাঁকে একটা সুযোগ দিতে পারেন।

রজত পাটীদার:

ভারত ‘এ’ দলের হয়ে সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন রজত পাটীদার। পর পর দু’টি টেস্টে শতরান করেছেন। সাদা বলের ক্রিকেটে ভাল খেলে পরিচিত হলেও ইদানীং লাল বলের ক্রিকেটে নজর কেড়ে নিয়েছেন। ভারত বনাম ইংরেজি টেস্ট সিরিজ (Ind vs Eng test series) এর জন্য দলে নেওয়া হলে রজত পাটীদার মিডল অর্ডারে বিকল্প হতে পারেন পাটীদার।

চেতেশ্বর পুজারা:

 ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ (England vs India Test Series) এ বিরাটের স্থানে নতুনদের কাউকে সুযোগ দিতে না চাইলে নির্বাচকেরা ভরসা রাখতে পারেন পুরনো মুখেই। সে ক্ষেত্রে সবার আগে আসে পুজারার নাম। রঞ্জিতে ভাল খেলে জাতীয় দলে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। সম্প্রতি ২৪৩ রান করেছিলেন ঝাড়খণ্ডের বিরুদ্ধে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানও পূর্ণ করেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট থেকে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট কোহলি। সোমবার বোর্ড একটি বিবৃতিতে সে কথা জানিয়েছে। এরপরেই তাঁর পরিবর্ত খেলোয়াড় খোঁজা শুরু। এর মাঝেই রিঙ্কু সিংহকে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু’টি বেসরকারি টেস্টে দলে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, বিরাটের পরিবর্ত হিসাবে এমন কাউকে দলে নেওয়া হবে যিনি ওই দলে রয়েছেন। সেই কারণেই রিঙ্কুকে দলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২৫ সে জানুয়ারি থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট। হায়দরাবাদে হবে সেই টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে বিশাখাপত্তনমে। সেই টেস্ট শুরু ২রা ফেব্রুয়ারি থেকে। এই দুই টেস্টে খেলবেন না বিরাট কোহলি। বাকি তিনটি টেস্ট হবে রাজকোট, রাঁচী এবং ধর্মশালাতে।


Hair Mask | গরমে তাপ, ধুলো থেকে রক্ষা করুন চুল! বাড়িতে বানানো হেয়ার মাস্ক ব্যবহার করে রুক্ষ-শুষ্ক চুলকে করে তুলুন প্রাণোজ্জ্বল!
World Asthma Day | অ্যাজমা বা হাঁপানি হলে কি সারাজীবন নিয়ে যেতে হবে ইনহেলার? সুস্থ্য থাকতে কী কী করবেন? জানুন হাঁপানি রোগ সম্পর্কে খুঁটিনাটি!
Stomach Health | গরমকালে এই কয়েকটা জিনিস মেনে চললেই আর হবে না পেট গরম! জানুন পেটের হাল ভালো রাখতে কী খাবেন, কী খাবেন না!
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
মহাপ্রভু শ্রীচৈতন্য | চৈতন্যদেবের জীবনকাহিনী | Lifestory of Chaitanya Mahaprabhu in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি ও ভিডিও | Best Yoga Poses With Photo & Videos in Bangla