Breaking News | বিরোধীদের অভিযোগ উঠতেই বিএলও অ্যাপে আনা হল বড় বদল! এল ‘এডিট‘ অপশন!
Key Highlightsখবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!
সন্ধ্যা ০৬.১০, ১লা ডিসেম্বর : বিরোধীদের অভিযোগ উঠতেই বিএলও অ্যাপে আনা হল বড় বদল!
৯৯ শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়ার পরও এখনও SIR প্রক্রিয়া নিয়ে উঠছে একের পর এক অভিযোগ। বিজেপির দাবি, ভুয়ো নাম ঢোকাতে চাপ দেওয় হচ্ছে ব্লক লেভেল অফিসারদের। এই আবহেই বিএলও অ্যাপে আনা হল বড় বদল। সেই অ্যাপে এবার এল ‘এডিট‘ অপশন। বিএলও-রা একবার নাম এন্ট্রি করে ফেললে সেটি আর বদলানোর কোনও উপায় ছিল না এতদিন। এবার নির্বাচন কমিশন এমন ব্যবস্থা চালু করল যে ইআরও-রা ওই অ্যাপে এডিট করতে পারবে। অর্থাৎ বিএলও-দের কোনও ভুল হলে ইআরও-রা তা পরিবর্তন করতে পারবে।
দুপুর ০৩.৩০, ১লা ডিসেম্বর : ‘যত নাম তোলা হয়েছে সব অডিট করতে হবে’, বাংলায় SIR নিয়ে দাবি বিজেপির!
এননিউমারেশন ফর্মের সব তথ্য ডিজিটাইজ করা হচ্ছে। বাংলায় ইতিমধ্যেই ১.২৫ কোটি এন্ট্রি হয়েছে। এ বার সমস্ত তথ্য অডিটের দাবি করল বিজেপি। তাদের অভিযোগ, ব্যাপক অনিয়ম হচ্ছে। তাই যত নাম তোলা হয়েছে সব অডিট করতে হবে।
দুপুর ০২.০০, ১লা ডিসেম্বর : কেরালার মুখ্যমন্ত্রীর বাড়িতে বোমা হামলার হুমকি!
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে বোমা হামলার হুমকি। সোমবার সকালে একটি ইমেলে দাবি করা হয়, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তিরুবনন্তপুরমের পলায়ম এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে বোমা রাখা আছে। এরপপরই সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি।
বেলা ০১.০০, ১লা ডিসেম্বর : মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা। বাইরে ধুন্ধুমার BLO-দের!
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। তাঁর দাবি, SIR প্রক্রিয়ায় প্রভাব খাটাচ্ছে তৃণমূল। এর পরেই বাইরে জড়ো হন তৃণমূলপন্থী BLO-দের একাংশ। বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। উঠছে ‘গো ব্যাক’ স্লোগানও।
বেলা ১২.৫০, ১লা ডিসেম্বর : 'ফান্ড রিলিজ করলেই BLO-দের ৬০ হাজার টাকা করে দেব’ : অভিষেক
বাংলার ২ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কমিশনের চিঠি লেখার অনুরোধ করলেন তিনি। অভিষেকের কথায়, ‘কমিশন চিঠি লিখুক। ফান্ড রিলিজ করলেই BLO-দের ৬০ হাজার টাকা করে দেব।’
বেলা ১১.৪১, ১লা ডিসেম্বর : শীতকালীন অধিবেশন শুরু হতেই হট্টগোল, মুলতুবি লোকসভা!
'নাটক করবেন না' বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। তার পরেই সোমবার শীতকালীন অধিবেশন শুরু হতেই হট্টগোল শুরু করে দেন বিরোধীরা। শেষ পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেন স্পিকার।
বেলা ১১.৩৫, ১লা ডিসেম্বর : SSC মামলা: রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ শীর্ষ আদালতের!
স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার মূল রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। প্রয়োজনে মামলাকারী কলকাতা হাইকোর্টে আর্জি জানাতে পারেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা।
সকাল ১০.৩৭, ১লা ডিসেম্বর : ‘সংসদ আপনাদের হতাশা দেখানোর জায়গা নয়, কাজ করুন’, বিরোধীদের কটাক্ষ মোদির!
শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে চাইছে বিরোধীরা। এঅবস্থায় সোমবার মোদি বলেন, ‘সংসদ আপনাদের হতাশা দেখানোর জায়গা নয়, কাজ করুন।’
সকাল ০৯.১০, ১লা ডিসেম্বর : বায়ুদূষণ নিয়ে কড়া পদক্ষেপ, মুম্বইয়ে লাগু একাধিক বিধিনিষেধ!
মুম্বইয়ের বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণমান ‘খারাপ’ থেকে ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। তার পরেই একাধিক বিধিনিষেধ লাগু করল মুম্বই পুরসভা। ধুলো হতে পারে এমন সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০টিরও বেশি নির্মাণ প্রকল্পে বন্ধের নোটিসও পাঠিয়েছে পুরসভা।








