আরজি কর কান্ড-কলকাতা 'সিটি অব জয়' না 'সিটি অব ভয়'? প্রশ্ন জনতার । ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত!
কলকাতার সরকারি হাসপাতাল আর জি করে তরুণী-পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করার ঘটনায় তোলপাড় গোটা রাজ্য তথা দেশ। ইতিমধ্যেই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। দুর্নীতির মামলায় ২রা সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছে আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার ৩ ঘনিষ্ঠকে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক থেকে শুরু করে আম জনতা,সেলিব্রিটি, রাজনৈতিক দলগুলি।
আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুন কান্ড - ৬ সেপ্টেম্বর, বিকেল ৫.১৭ :আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, ফের সঞ্জয় রায়ের জেল হেফাজত। ২০ সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়ের জেল হেফাজত।
আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুন কান্ড - ৬ সেপ্টেম্বর, বিকেল ৪.৪১ : আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ শিয়ালদা কোর্ট। সিবিআইয়ের তদন্তকারী অফিসার না আসায় ক্ষুব্ধ বিচারক। '
আরজি কর চিকিৎসক ধর্ষণ ও খুন কান্ড - ৬ সেপ্টেম্বর, বিকেল ৪.২৭ : ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক। ৯ সেপ্টেম্বর, সোমবার আর জি করকাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন, ৮ সেপ্টেম্বর, রবিবার ফের রাত দখলের ডাক।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, বেলা ৩.৩৩ : এয়ারপোর্টের কাছে মিলন পল্লির আবাসনে সন্দীপ ঘোষের শ্যালিকার ফ্ল্যাটে ইডি-র তল্লাশি। সন্দীপের শ্যালিকা অর্পিতা বেরা মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক। তাঁর স্বামী প্রীতিন বেরা SSKM-র চিকিৎসক।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, বেলা ২.০৩ : সুভাষগ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করল ইডি। সেমিনার হলের ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়কে। আরজি কর মেডিক্যালের অধ্যক্ষ হওয়ার পর, সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে। নিজেকে সন্দীপ ঘোষের PA বলে পরিচয় দিতেন প্রসূন চট্টোপাধ্যায়।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, বেলা ১.৩৭ : ক্যানিংয়ে সন্দীপ ঘোষের আলিশান বাংলোর হদিশ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মধ্য নারায়ণনপুর গ্রামে মিলল সন্দীপ ঘোষের আলিশান বাংলোর হদিশ।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, বেলা ১.০৩ : আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ক্যামাক স্ট্রিটেও তল্লাশি।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ১১.৩২ : সন্দীপ ঘোষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। তার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ১১.৩০ : হুগলির চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়িতেও হানা, তালাবন্ধ থাকায় ফিরতে হল ইডি-কে।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ১১.০৮: বৈদ্যবাটির নার্সারি পাড়াতেও চলছে ইডি-র তল্লাশি। স্থানীয়দের দাবি, কুণাল বেসরকারি সংস্থার কর্মী।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ১০.৩৭ : মাদুরদহের আবাসনে লন্ড্রি ব্য়বসায়ী অঙ্কুর রায়ের ফ্ল্যাটেও ইডির তল্লাশি।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ৮ : সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের সুভাষগ্রামে বাড়িতেও ইডি।
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ৭.৩২ : হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহর বাড়িতেও ইডির তল্লাশি অভিযান
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ৭.০৯ : আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডি অভিযান
আরজি কর দুর্নীতি কান্ড - ৬ সেপ্টেম্বর, সকাল ৬.৩৭ : সন্দীপ ঘোষের বাড়ি থেকেই মিলেছে, তাঁর বিরুদ্ধে পুলিশে দায়ের হওয়া অভিযোগের আসল নথিপত্র।
৫সেপ্টেম্বর, বেলা ২.৪৪ : কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল। বিনীত গোয়েলের হয়ে মামলার নোটিশ গ্রহণের নির্দেশ সরকারি আইনজীবীকে। নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
৫সেপ্টেম্বর, বেলা ২.০১ : আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ শিল্পী সনাতন দিন্দার। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন। দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন তিনি।
৫সেপ্টেম্বর, বেলা ১২.৫১ : মাথাভাঙায় রাত দখল কর্মসূচিতে হামলা, ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ৩ জনেরই নাম ছিল অভিযোগপত্রে। তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয়েছিল আন্দোলনকারীদের। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হয় রাস্তায় লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। ছবি প্রকাশ্যে এলেও ঘটনায় দলীয় যোগ অস্বীকার করল তৃণমূল।
৫সেপ্টেম্বর, সকাল ৮.৫১ : আর জি কর কাণ্ডের প্রতিবাদে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ মেডিক্যাল কাউন্সিলের ২ সদস্যের। এরপরই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে অনুরোধ করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশনের রাজ্য় শাখা। পাশাপাশি আরও পাঁচ সদস্যকে সাসপেন্ড করতেও আর্জি জানিয়েছে রাজ্য আইএমএ।
৫সেপ্টেম্বর, সকাল ৭.৪৫: সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসকে বদলি, পাঠানো হল কাকদ্বীপে। স্বাস্থ্যভবনের সিদ্ধান্তে খুশির হাওয়া বর্ধমান মেডিক্যাল কলেজে।
৫সেপ্টেম্বর, সকাল ৭.১৬ : পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন নির্যাতিতার পরিবার। দেহ কেন হাইজ্যাক, কেন টাকা অফার? জুনিয়র ডাক্তারদের প্রতিবাদে সামিল হয়েই পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলল চিকিৎসকের পরিবার।
৩ সেপ্টেম্বর, বিকেল ৫.২৫: দীর্ঘ বৈঠকের পর লালবাজার থেকে বেরলেন জুনিয়র চিকিৎসকদের ২২জনের প্রতিনিধি দল। তাঁদের তরফে অনিকেত মাহাতো জানালেন, বিনীত গোয়েলের কাছে সিপির পদত্যাগের দাবি করা হয়েছে। তার কারণও বলা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছেন সিপি। তবে জানিয়েছেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তিনি। যদিও চিকিৎসকদের প্রশ্নের সদুত্তর সিপি দিতে পারেননি বলেই দাবি জুনিয়র চিকিৎসকদের। তবে তুলে নিচ্ছেন অবস্থান। আন্দোলন চলবে হাসপাতালে।
৩ সেপ্টেম্বর, দুপুর ৩.৪০: বেন্টিঙ্ক স্ট্রিটে বসে পড়লেন আন্দোলনকারী চিকিৎসকরা। তাঁদের বার্তা নিয়ে লালবাজারে যাচ্ছেন ২২ জন জুনিয়র চিকিৎসক।
৩ সেপ্টেম্বর, দুপুর ৩.৩০: সিপি বিনীত গোয়েলের পদত্যাগ সহ একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিতে লালবাজারের দিকে এগোচ্ছে চিকিৎসকদের প্রতিনিধিদল।
৩ সেপ্টেম্বর, দুপুর ২.৫০: বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত মিছিল করছেন জুনিয়র চিকিৎসকরা। মানববন্ধন করে লালবাজারের দিকে এগোচ্ছেন। তারপর নিজেদের দাবি নিয়ে লালবাজারে যাবেন ২২ আন্দোলনকারী চিকিৎসক।
৩ সেপ্টেম্বর, দুপুর ২.৩০: অবশেষে জুনিয়র চিকিৎসকদের দাবি মানল কলকাতা পুলিশ। খুলে দেওয়া হল ব্যারিকেড।
৩ সেপ্টেম্বর, বেলা ১২.০১: মঙ্গলবার ফের আন্দোলনরতদের সঙ্গে কথা বলা হল পুলিশের তরফে। তাঁদের অবস্থান তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে মিছিল।
সোমবার বিকেল থেকে ২২ ঘণ্টা অবস্থানের পর মিলেছে বেন্টিঙ্ক স্ট্রিট পর্যন্ত মিছিলের অনুমতি। সেখান থেকে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে যাবেন ২২ আন্দোলনকারী চিকিৎসক।\
২ সেপ্টেম্বর, দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের কাছে গ্রেফতার আরজি কর কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ সহ গ্রেফতার তার ঘনিষ্ঠ আরও ৩জন।
২ সেপ্টেম্বর, সকাল ১০.৪০ : সোমবার সকালে ফের সিবিআই দপ্তরে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে পর পর ১৫ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিন সকাল ১০.৪০ নাগাদ CGO কমপ্লেক্সে পৌঁছন তিনি
৩০ আগস্ট, সকাল ১১.৫০ : ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ।এদিন সকাল পৌনে এগারোটায় CGO কমপ্লেক্সে পৌঁছে যান সন্দীপ ঘোষ। CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৪তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।
৩০ আগস্ট, সকাল ৯.৫৫ : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে লাঠিচার্জের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নোটিস দিল জাতীয় মানবাধিকার কমিশন। দু'সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে।
২৯ আগস্ট, বেলা ২.৫১ : আরজি করের মর্গে হাজির হলেন সিবিআইয়ের গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুরে সিবিআইয়ের একটি প্রতিনিধি দল মৃতদেহ সংরক্ষণের বিভাগ পরিদর্শন করে। আরজি করের হাসপাতালের মর্গ থেকে দেহ লোপাটের অভিযোগের তদন্ত করতেই এদিন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা আসেন বলেই সূত্রের খবর। এর আগে আরজি কর হাসাতালের জরুরি বিভাগের বিল্ডিং, সেমিনার হলে তদন্ত চালায় সিবিআই।
২৯ আগস্ট, বেলা ১২.৫০: আর জি কর হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগে বিপুল দুর্নীতি হয়েছে বলে খবর সিবিআইয়ের হাতে। আর জি করে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও পুর নিয়োগ দুর্নীতির বেশ কিছু মিলও পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা।
২৯ আগস্ট, সকাল ১১.৪২: সংবাদ প্রতিদিনের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আরজি কর ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রে তিনজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে সিবিআই। এমনকি সঞ্জয় নাকি ঘটনার পরে কারও এক পরামর্শেই চতুর্থ ব্যাটালিয়নে ফিরে গিয়েছিল এবং পরে সেখানেই সে জামাকাপড়,জুতো ধুয়ে ফেলেছিল। সিবিআইয়ের সন্দেহ, ঘটনার খবর পেয়ে সেখানে নিজের ঘনিষ্ঠদের পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছিলেন সন্দীপ।
২৮ আগস্ট, সন্ধ্যে ৬.০০: আর জি কর-কাণ্ডের জেরে IMA থেকে সাসপেন্ড করা হল সন্দীপ ঘোষকে। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর IMA-র জাতীয় সভাপতির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল IMA-র ডিসিপ্লিনারি কমিটি।
২৮ আগস্ট, বিকেল ৪.২৪ : রেয়াপাড়া হাসপাতালে আহত কর্মীদের দেখতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২৮ আগস্ট, বিকেল ৪.০১ : পূর্ব মেদিনীপুরের বনধে্র সমর্থনে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। সেই অবরোধ ভাঙতে রেয়াপাড়াতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ঘটনায় আহত হন ৫ জন।
২৮ আগস্ট, দুপুর ৩.৩১ : বনধ সফল করতে বন্ধ করে দেওয়া হলে মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের গেট। বিজেপি কর্মীরা সেখানে পতাকা নিয়ে স্লোগান তুলতে থাকেন বলে খবর।
২৮ আগস্ট, দুপুর ২.৩১: কল্যাণী ৪২ নম্বর রেলগেটে শিয়ালদা রানাঘাট শাখার মেন লাইনে অবরোধ বিজেপির। হাজারদুয়ারি আপ এক্সপ্রেস আটকে দিল বিজেপি কর্মীরা ও নেতৃত্বরা। পুলিশ প্রশাসনের সঙ্গে একাধিকবার ধস্তাধস্তি হয়।
২৮ আগস্ট, দুপুর ২.২৯: বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা সেন্ট্রাল অ্যাভ্যিনিউর বিজেপি অফিস থেকে মিছিল করে এমজি রোডের ক্রসিংয়ে গিয়ে বসে বিক্ষোভ দেখান। এরপর পুলিশ সেই অবস্থান বিক্ষোভ সরিয়ে দেয়।
২৮ আগস্ট, দুপুর ২.২৭: বাংলা বনধের সমর্থনে বাগুইআটি মোড়ে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। শতাধিক বিজেপি কর্মী সমর্থক ছিল মিছিলে। এদিকে বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
২৮ আগস্ট, বেলা ১২.৫০ : মুর্শিদাবাদে বনধের বিরোধিতায় তৃণমূলের বাইক মিছিল। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়কের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের ইয়াকুব আলির নেতৃত্বেই শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী।
২৮ আগস্ট, বেলা ১২.২০ : মানকুন্ডু স্টেশনের রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার। লাঠিচার্জ পুলিশের। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। ভোগান্তি যাত্রীদের।
২৮ আগস্ট, বেলা ১২.০৭ : বাঁকুড়াতেও বনধ ঘিরে অশান্তি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির। বনধ সমর্থকদের সাথে পুলিশের বচসা ধস্তাধস্তি শুরু হয়। জোর করে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে বড়জোড়া চৌরাস্তার মোড়র কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করতে গেলে বিজেপি কর্মীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২৮ আগস্ট, বেলা ১২.০৫ : বুনিয়াদপুরে বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্ধকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ। ঘটনায় মাথা ফাটল দুই বিজেপি নেতার। মোট আহত ৫-৬ জন।
২৮ আগস্ট, বেলা ১২.০২ : বেহালা ব্লাইন্ড স্কুলের সামনে কয়েক জন বিজেপি কর্মীকে বেহালা থানার পুলিশ আটক করল।
২৮ আগস্ট, সকাল ১০.৩৩ : কলকাতার মুচিপাড়া বাজার উত্তপ্ত। রাস্তায় বেরিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বনধের সমর্থনে রাস্তায় নেমে যে সকল দোকান খোলা ছিল তা বনধের আর্জি জানান তিনি। এদিকে পথে নামে তৃণমূলও। তৈরি হয় উত্তেজনা। শুরু হয় হাতাহাতি।
২৮ আগস্ট, সকাল ৯.১৩ : বনধে উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। বিজেপি নেতার দাবি, গুলি চালিয়েছে তৃণমূল।
২৮ আগস্ট, সকাল ৮.৫৪ : শ্যামবাজার মেট্রো স্টেশন অবরোধ করতে আসে বিজেপি কর্মী-সমর্থকরা। তৎক্ষণাৎ কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ।
২৮ আগস্ট, সকাল ৮.৩৯: কৃষ্ণনগরেও রেললাইনে নেমে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। বন্ধ রেল চলাচল।
২৮ আগস্ট, সকাল ৮.৩৮: রায়গঞ্জে বনধ ঘিরে ধুন্ধুমার। পুলিশকে শাড়ি পরানো হবে, এই দাবি তুলে পথে শাড়ি নিয়েই বিক্ষোভ বিজেপির কর্মী-সমর্থকদের।
২৮ আগস্ট, সকাল ৮.১২: সোনারপুরে ট্রেন অবরোধ ঘিরে পুলিশ-বিজেপি কর্মীদের হাতাহাতি। সোনারপুরে রেল লাইনের উপর শুয়ে ট্রেন অবরোধ। জোর করে অবরোধ তুলল পুলিশ। ঘটনায় গ্রেফতার কমপক্ষে ১৫ বিজেপি নেতা কর্মী।
২৮ আগস্ট, সকাল ৮.০১:টালা ব্রিজে বনধ সফল করতে অবরোধ বিজেপি কর্মীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী-সমর্থকরা।
২৮ আগস্ট, সকাল ৭.৫৮ : বিজেপি কর্মী সমর্থকদের তরফে রাজ্য সরকারের খাদ্য ভবনে ঝুলিয়ে দেওয়া হয় তালা। বনধ সফল করতে সরকারি কর্মচারীদেরকে কাজে যোগদান না করার কথা বলা হয় বিজেপির তরফে।
২৮ আগস্ট, সকাল ৭.৫৭ : সাতসকালেই তুমুল সংঘর্ষ মালদহে। বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তৃণমূলের কর্মী সমর্থকদের। দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়।
২৮ আগস্ট, সকাল ৭.৫৪ : জোর করে বনধ পালন করানোর চেষ্টা বিজেপির। বারাসতে চাপাডালি মোড়ে বিজেপির কর্মী-সমর্থকরা জোর করে দোকান বন্ধ করিয়ে দেয়। রাস্তায় বেরনো গাড়িগুলি ভাঙচুর করে।
২৮ আগস্ট, বুধবার ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিজেপি। আরজি কর কাণ্ডের প্রতিবাদ ও মঙ্গলবার নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেই এই বনধের বিজেপির। তবে, রাজ্য সরকার জানিয়েছে, এই বনধের বিরোধিতা করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।
২৭ আগস্ট, সন্ধে ৬.২৪: বুধবার বিজেপির ডাকে রাজ্যজুড়ে ১২ ঘণ্টার ধর্মঘট নিয়ে একাধিক নির্দেশিকা নবান্নর। আলাপন বন্দ্যোপাধ্যায় সাফ জানান, কোনোভাবে ধর্মঘট মানা হবে না। এদিকে বাংলাকে সচল রাখতে সমস্ত প্রশাসনিক বন্দোবস্ত থাকবে, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। পাশাপাশি কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানান, আন্দোলনকারীরা কোনও নিয়ম না মেনে তাণ্ডব চালিয়েছে।
২৭ আগস্ট, বেলা৩.৪৪: বুধবার রাজ্যে ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক সুকান্ত মজুমদারের।
২৭ আগস্ট, বেলা৩.৩০: প্রিন্সেপ ঘাটে পুলিশ কিয়স্কে হামলা আন্দোলনকারীদের।
২৭ আগস্ট, বেলা ২.০৫: দক্ষিণ কলকাতার টার্ফ ভিউ রোডে জমায়েত। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশ ছুড়ল জলকামান। চলছে লাঠিচার্জ, টিয়ার গ্যাস
২৭ আগস্ট, বেলা ১.৫৪: সাঁতরাগাছিতে ট্রেন থেকে পাথর ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পালটা পুলিশের জলকামানও অব্যাহত। সংঘর্ষে হাওড়ার চণ্ডীতলার আইসির মাথা ফাটল।
২৭ আগস্ট, বেলা ১.২০: পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি বিক্ষোভকারীদের। সংঘর্ষে মাথা ফাটল RAF-এর জওয়ানের।
২৭ আগস্ট, বেলা ১.০৪: হাওড়া ব্রিজেও বিক্ষোভকারী-পুলিশের হাতাহাতি। ছোড়া হল জলকামান।
২৭ আগস্ট, বেলা ১২.৫৭: নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার সাঁতরাগাছিতে। ব্যারিকেড ভেঙে এগোলেন বিক্ষোভকারীরা। পালটা লাঠিচার্জ শুরু করলো পুলিশ।
২৭ আগস্ট, বেলা ১২.৪২: কলেজ স্কোয়ারের মিছিলে নেতৃত্ব দিচ্ছেন অর্জুন সিং।
২৭ আগস্ট, সকাল ১১.৫৫ :' পশ্চিমবঙ্গ পুলিশের তরফে বলা হল, 'গতরাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ, এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করছিলেন বলে আমাদের কাছে নির্দিষ্ট এবং অকাট্য তথ্যপ্রমাণ রয়েছে। শান্তিরক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওঁদের গ্রেফতার করা হয়েছে এবং ওঁদের পরিবারের সদস্যদের সেটা জানিয়েও দেওয়া হয়েছে।'
২৭ আগস্ট, সকাল ১১.৪৭: দুর্গাপুর স্টেশনে নবান্নমুখী লোকজনের আটকানোর অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে যে জিআরপি আটকানোর চেষ্টা করে।
২৭ আগস্ট, সকাল ১১.৩৯: নবান্ন অভিযানের আগে ‘অফিসে’ এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল ১১ টার কিছুটা পরে নবান্নে চলে আসেন মুখ্যমন্ত্রী।
২৭ আগস্ট, সকাল ১১.৩০: কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিলো পুলিশ। এমনিতেই কোনা এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ দিয়ে গাড়ি ঘোরানোর কথা আগেই বলা হয়েছিল। এবার সাঁতরাগাছিতে গার্ডরেল দিয়ে দিল পুলিশ।
২৭ আগস্ট, সকাল ১১.২৫: কার্যত নেই কোনও বাস, হেঁটেই হাওড়া ব্রিজ পার করতে হচ্ছে। নবান্ন অভিযানের জেরে হাওড়া স্টেশনে সকাল থেকে কার্যত বাসের দেখা নেই।
২৭ আগস্ট, সকাল ১১.১৪: একাদশবারের জন্য সিজিও কমপ্লেক্সে এলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
২৭ আগস্ট, সকাল ১০.৫৪ : হেস্টিংয়ে কড়া নিরাপত্তার কড়াকড়ি।
২৭ আগস্ট, সকাল ১০.৫০ : হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, র্যাফ এবং কমব্যাট ফোর্স। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
২৭ আগস্ট, সকাল ১০.৩৮ : নবান্ন অভিযানের মিছিল রুখতে হাওড়া ব্রিজ-সহ পাঁচটি জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল তৈরি করা হয়েছে। হাওড়া থেকে নবান্ন যাওয়ার জন্য যে রাস্তা ব্যবহার করতে হয়, সেখানে লোহার ব্যারিকেড আছে। সেগুলি রাস্তায় ঝালাই করে দেওয়া হয়েছে।
২৭ আগস্ট, সকাল ১০.৩৮ : ব্যারিকেড বসানো হয়েছে-১) হাওড়া ব্রিজে ওঠার মুখেই। ২) মহাত্মা গান্ধী রোড এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থল। ৩) দ্বিতীয় হুগলি সেতুর সব র্যাম্প। ৪) হাওড়া ময়দান - জিটি রোড মোড়। ৫) সাঁতরাগাছি গ্যারাজ মোড়। ৬) ফোরশোর মোড় (রামকৃষ্ণপুর ঘাট মোড়)। ৭) লক্ষ্মীনারায়ণতলা (আন্দুল রোড)। ৮) ১১ ফার্লং গেট (খিদিরপুর রোড)। ১২) টার্ফ ভিউ রোড (এজেসি বসু রোড)।
'২৭ আগস্ট: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-র ডাকে আজ নবান্ন অভিযান। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই অভিযান। তবে অভিযোগ উঠেছে যে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-র মুখোশের আড়ালে রয়েছে এবিভিপি এবং বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির। তবে পুলিশ কোনওরকম ঝুঁকি নিচ্ছে না। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা কলকাতা।
২২ আগস্ট,বেলা ১২.১৬: অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়েরের আগেই ময়নাতদন্ত! অবাক বিচারপতি।
২২ আগস্ট,বেলা ১২.০২: ‘গোটা ঘটনার প্রতিটি মিনিটের টাইমলাইন আছে আমার কাছে।’ বললেন সিব্বল।
২২ আগস্ট, বেলা ১২.০১ : মৃতার সহকর্মী, সিনিয়র চিকিৎসকরাও ভিডিওগ্রাফির দাবি করেছিলেন। তাহলে ওঁরাও জানত, কিছু লুকিয়ে ফেলা হতে পারে।
২২ আগস্ট, বেলা ১২.০০ : সিনিয়র আইনজীবী গীতা লুথরা সওয়াল করেন, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত। তাঁদেরকে ভয় দেখানো হচ্ছে। তদন্তকারীদের কাছে সিল বন্ধ খামে তাঁরা কয়েকজনের নাম দিয়েছেন বলে তাঁরা দাবি করেছেন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “কারা ভয় দেখাচ্ছেন? কাদের দ্বারা ভীত?”আইনজীবী জানান, যাঁরা ঘটনার প্রতিবাদে মুখ খুলেছিলেন, তাঁদেরকেই টার্গেট করা হচ্ছে।
২২ আগস্ট, সকাল ১১.৩৪ : চিকিৎসকদের ৩৬ ঘণ্টা ডিউটি নিয়ে সওয়াল করেন বিচারপতি। বিচারপতি এক আইনজীবী এদিন সওয়াল করেন, জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে দীর্ঘ সময় ধরে কাজ করেন। সেটা ৩৬ ঘণ্টা, ৪৮ ঘণ্টাও ছাড়িয়ে যায়। কীভাবে এক জন চিকিৎসক ৩৬ ঘণ্টা টানা ডিউটি করতে পারেন। যিনি করছেন তাঁর কোনও কোনও শারীরিক ক্ষমতা অবশিষ্ট থাকে না। যৌন নিগ্রহ তো অনেক দূরের কথা, সামান্য নিগ্রহই প্রতিরোধ করার ক্ষমতা আর তাঁর শরীরে থাকে না।
২২ আগস্ট, সকাল ১১.৩০ : আজ আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি। সিল বন্ধ খামে আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি শুরু হলো।
২১ আগস্ট, বেলা ১২.৪৩ : সুপ্রিম কোর্টের তরফে কর্মবিরতি প্রত্যাহারের আবেদনের প্রেক্ষিতে বৈঠক ডাকল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন, IMA। মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানির পরেই দেশব্যাপী রেসিডেন্ট ডাক্তারদের ভিডিয়ো কনফারেন্সে বৈঠক ডাকেন RDA সংগঠনের নেতারা। সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী, এখনই কর্মবিরতি প্রত্যাহার করছে না চিকিৎসক সংগঠন।
২১ আগস্ট, সকাল ১০.১১ : হাসপাতালে হাজির CISF-এর ডিআইজি কুমার প্রতাপ সিং। ডেপুটি সুপারের সঙ্গে হাসপাতালে ফোর্স ডেপ্লয়মেন্ট নিয়ে বৈঠকে বসেছেন ডিআইজি। কোথায় কোথায় কীভাবে মোতায়েন হবে ফোর্স সেই সংক্রান্ত বিষয়ে।
২১ আগস্ট, সকাল ৯.৩৩ : সন্দীপের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ আখতার আলি।আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির।
২১ আগস্ট, সকাল ৮.৪৬ : সন্দীপকে ঘোষকে তলব কলকাতা পুলিশের। নির্যাতিতার নাম পরিচয় ফাঁসের অভিযোগ তার বিরুদ্ধে। প্রসঙ্গত, গতকালও তলব করা হয়েছিল সন্দীপকে।
২০ আগস্ট, বেলা ১.২৮: সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ।
২০ আগস্ট, সকাল ১১.৪৬: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যামামলার তদন্ত প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে আইনজীবীরা। কেন প্রথম আত্মহত্যা বলা হল, কেন এফআইআর দায়ের করতে এত দেরি, নির্যাতিতার নাম-ছবি কীভাবে প্রকাশ্যে এল? কেনই বা হাসপাতালে ডাক্তারদের জন্য ন্যূনতম আলাদা বিশ্রামকক্ষ থাকবে না? বৃহস্পতিবারের মধ্যে সিবিআই-এর কাছে স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি।
২০ আগস্ট, সকাল ১১.৪৫: রাত ১১টা ৪৫ মিনিটে প্রথম অভিযোগ দায়ের কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের। কপিল সিবল জানালেন, রাত ১১টা ৪৫ মিনিটে প্রথম অভিযোগ দায়ের হয়েছে বাবার তরফে। ক’টার সময় দেহ হস্তান্তর করা হয়েছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের। সিবলের উত্তর, রাত ৮:৩০ টায় দেহ হস্তান্তর করা হয়েছে। সুপ্রিম কোর্টের বক্তব্য, দেহ হস্তান্তরে তিন ঘন্টা পর এফআইআর দায়ের করা হল কেন?
২০ আগস্ট, সকাল ১১.২০: সুরক্ষার প্রোটোকল তৈরি হওয়া উচিত: প্রধান বিচারপতি। এটা শুধুমাত্র একটি খুনের মামলা নয়। টেরিফিক। গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়। তরুণ চিকিৎসক, ইন্টার্ন, বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে সুরক্ষা নিয়ে প্রশ্ন। কোনও ডিউটি রুম নেই। সুরক্ষার জন্য একটা প্রোটোকল তৈরি হওয়া উচিত। শুধু খাতায়-কলমে থাকলে হবে না, এমন প্রোটোকল তৈরি করতে হবে: প্রধান বিচারপতি।
২০ আগস্ট, সকাল ১১.০৪ : সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে শুনানি, উপস্থিত কপিল সিবল, অভিষেক মনু সিংভিরা। এজলাসে উপস্থিত রয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতা।
২০ আগস্ট, সকাল ১০.৫৮ : সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের!সুপ্রিম কোর্টে মামলা শুরুর আগেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করল কলকাতা পুলিশ।
২০ আগস্ট, সকাল ৮.০০ : আরজি কর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় সিট গঠন করল লালবাজার। ১৫ জন সদস্য নিয়ে তৈরি হয়েছে এই স্পেশাল ইভেন্টিগেশন টিম। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার নেতৃত্ব তৈরি হয়েছে এই দল।
২০ আগস্ট, সকাল ৭.৪৩ : সন্দীপ ঘোষকে ফের তলব সিবিআই -র। এই নিয়ে পরপর পাঁচদিন সিবিআই দফতরে হাজিরা দিতে চলেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
১৯ আগস্ট, সন্ধ্যে ৭.০৫ : তিলোত্তমা খুন-ধর্ষণের রাতে আর জি কর থেকে বেরিয়ে সোনাগাছিতে যান, ভোরে ‘দিদিকে’ ফোন অভিযুক্তের!
১৯ আগস্ট, বিকেল ৫.০১ : সিবিআই-র দুটি দল ভাগ হয়ে দু’দিকে পৌঁছেছে। নির্যাতিতার বাড়ির উদ্দেশ্যে একটি দল গিয়েছে। অপর দলটি পৌঁছেছে লালবাজার। সূত্রের খবর, কেস ডায়রি ছাড়া পুলিশের কাছে আর কোনও তথ্য প্রমাণ রয়েছে কি না সেই জিজ্ঞাসাবাদের জন্য়ই পৌঁছেছে তারা।
১৯ আগস্ট, বেলা ০২.৫০ : লালবাজারে তলবে সাড়া দিতে যাচ্ছেন চিকিৎসক কুণাল সরকার, সুবর্ণ গোস্বামী। আর তাঁদের সঙ্গে দল বেঁধে ডাক্তাররা। ডাক্তারদের লালবাজার অভিযান।
১৯ আগস্ট, বেলা ০১.৩৭ : আর জি কর কাণ্ডে প্রতিবাদে পথে এবার হাইকোর্টের আইনজীবীরা। মিছিলে রয়েছেন তিন জন প্রাক্তন এজি।
১৯ আগস্ট, বেলা ১২.০০ : ৩৭ ঘণ্টা জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। সোমবার সকালে আবারও সিবিআই দফতরে পৌঁছলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
১৯ আগস্ট, সকাল ১১.৫৮ : আর জি কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতা কুণাল ঘোষ। তদন্তকারীদের হাতে তিনি বেশ কিছু তথ্য তুলে দেবেন বলে জানিয়েছেন। তিনি জানান, আরজি করের চিকিৎসক-পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তাঁর কাছে ছিল। তদন্তের স্বার্থে সেই সমস্ত তথ্য সিবিআইকে দিতে চান তিনি।
১৯ আগস্ট, সকাল ৯.৫৫ : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনা নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট।
১৮ই আগস্ট, সন্ধ্যে ৬.৪০ : যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এখনও প্রতিবাদ চলছে। এবার পথে নামলেন মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস। সামাজিক মাধ্যমে আগেই প্রতিবাদ করেছিলেন ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী। এ ছাড়াও প্রীতম কোটাল, প্রবীর দাসের মতো ফুটবলারও আওয়াজ তুলেছেন।
১৮ই আগস্ট, বিকেল ৪.৫৩ : যুবভারতীর ভিআইপি গেটের ২০০ মিটার দূরেই শান্তিপূর্ণ প্রতিবাদে সামিল হয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা। কিন্তু তারপরও পুলিশের লাঠিচার্জ। ফুটবল সমর্থকদের তাড়া করে পুলিশ। সমর্থকদের অনেককেই আটক করা হয়। মহিলাদের উপরও লাঠিচার্জ করার অভিযোগ।
১৮ই আগস্ট, বিকেল ৪.৪০ : ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের সঙ্গে প্রতিবাদে সামিল মহমেডান স্পোর্টিংও। সকলেরই প্রশ্ন, এত পুলিশ এখানে কেন, তা হলে খেলা কেন করা গেল না?
১৮ই আগস্ট, বেলা ১.৫৪ : আর জি কর-কাণ্ডে এক্স হ্যান্ডেলে পোস্টের জেরে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করল লালবাজার।রবিবারই বিকাল চারটের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
১৮ই আগস্ট, বেলা ১.৪৪ : আজকের ডুরান্ড ডার্বি বাতিলের করা নিয়ে সমালোচনা ও জাস্টিস ফর তিলোত্তমা এই দাবিকে সামনে রেখে পথে নামল ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকেরা। শুধু ইস্টবেঙ্গল ও মোহনবাগান সদস্যরা ছাড়াও প্রচুর সাধারণ মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে এই পদযাত্রায় অংশ নেন।
১৮ই আগস্ট, বেলা ১২.৩০ : চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও কুণাল সরকারকে তলব। তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। রবিবারই দুই বিশিষ্ট চিকিৎসককে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
১৮ই আগস্ট, সকাল ৯.৫২ : আর জি কর হাসপাতালের সামনে জারি ১৬৩ ধারা। কোনও জমায়েত, বিক্ষোভ মিছিলে স্পষ্ট নিষেধাজ্ঞা। বেলগাছিয়া মোড়, শ্যামবাজারের জন্যও একই নিয়ম। সকাল থেকেই অন্যদিনের থেকে তুলনায় বেশি সংখ্যক পুলিশ মোতায়েন আর জি করের সামনে।
১৭ই আগস্ট, বিকেল ৪.১১ : আরজি কর হাসপাতালকাণ্ডের জের, বাতিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ। রবিবারের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব ছিল না, কারণ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আরও একবার তাঁর দায় এসে পড়ত রাজ্য পুলিশের ওপরই। শনিবার ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকের পরই জানিয়ে দেওয়া হয়, এই ম্যাচ হচ্ছে না।
১৭ই আগস্ট, বেলা ১১.৩৭ : চতুর্থবার আর জি করে গেল সিবিআই। তাঁদের সঙ্গে রয়েছে থ্রিডি স্ক্যানার মেশিন। আধুনিক প্রযুক্তির এই মেশিন ঘটনাস্থল থেকে সূক্ষ প্রমাণও সংগ্রহ করতে পারে।
১৭ই আগস্ট, সকাল ৮.৩৭ : আর জি কর-কাণ্ডে সিকিউরিটি সুপারভাইজার-সহ ১০ জনকে তলব। ঘটনার রাতে কোন কোন রক্ষী কর্মরত ছিলেন। কার কোন কোন ফ্লোরে ডিউটি ছিল, তা জানতে ডিউটি রোস্টার নিয়ে সুপারভাইজারকে তলব করেছে সিবিআই।
১৭ই আগস্ট, সকাল ৮.২৮ : আর জি কর কাণ্ডের প্রতিবাদই আজ দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। শনিবার সকাল ৭টা থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে দেশব্যাপী চিকিৎসকদের ২৪ ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে। চালু থাকছে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস। রবিবার সকাল ৭ টা পর্যন্ত চলবে চিকিৎসকদের কর্মবিরতি। মূলত ওপিডি এবং ইলেকটিভ সার্ভিস বন্ধ থাকছে।
১৭ই আগস্ট, সকাল ৬.৩৯ : রাতভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে। শুক্রবার দুপুরে মাঝরাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে যায় সিবিআই আধিকারিকরা।
১৬ই আগস্ট, সন্ধে ৬.৫০: আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আজ সিবিআই মাঝরাস্তা থেকে তুলে নিয়ে যায় সিজিও কমপ্লেক্সে। এবার তার স্ত্রী সঙ্গীতা পালকে সরাল স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, তিনি আর জি কর হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক চিকিৎসক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) পদে ছিলেন। যদিও স্বাস্থ্যভবনের দাবি, এটা রুটিন বদলি। এদিন আরও অনেক শিক্ষক-চিকিৎসককেই বদলি করা হয়েছে।
১৬ই আগস্ট, বিকেল ৫.৩৩: প্রতিবাদে এবার পথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা। কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল প্রেসিডেন্সির প্রাক্তনীদের। পথে নামলেন সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন পড়ুয়ারাও। পা মেলালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, চিত্রপরিচালক অরিন্দম শীল, প্রতীম ডি গুপ্তা, সংগীতকার বিক্রম ঘোষরা।
১৬ই আগস্ট, বিকেল ৫.০২: CBI-কে ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যে কিনারা করতে না পারলে সোমবার দিল্লিতে ধরনা কর্মসূচি হবে, ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে ঘোষণা মমতার।
১৬ই আগস্ট, বেলা ৩.৩০ : সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেল CBI ! সিবিআই সন্দীপ ঘোষকে ডেকেছিল বলে এদিনই কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন সন্দীপের আইনজীবী। তবে সিবিআইয়ের ডাকে সাড়া দেননি সন্দীপ।
১৬ই আগস্ট, বেলা ২.১২ : বিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শ্যামবাজারে তুমুল উত্তেজনা। শ্যামবাজারে পৌঁছলেন অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ-সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁরা। জানা গিয়েছে, আটক করা হয়েছে রুদ্রনীল-সহ একাধিক বিজেপি কর্মীদের।
১৬ই আগস্ট, বেলা ১.০৫: শ্যামবাজারে ধরনামঞ্চ বাধার চেষ্টা বিজেপির। পুলিশ বাধা দিতেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অভিযোগ, মহিলাদের টেনে-হিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়।
১৬ই আগস্ট, বেলা ১২.৪৫: শ্যামবাজারের ধরনা মঞ্চ খুলে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বিজেপি।
১৬ই আগস্ট, বেলা ১২.১৪: আর জি করে আন্দোলনরতদের উপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট। রাজ্য প্রশাসনকে ব্যর্থ বলে তোপ প্রধান বিচারপতির।
১৬ই আগস্ট, সকাল ১১.২০: আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। নিশানায় আর জি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ ঘোষ।
১৬ই আগস্ট, সকাল ১১.১০: হাজরা মোড়ে SUCI কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
১৬ই আগস্ট, সকাল ১১.০৫: আর কি কর কাণ্ডের প্রতিবাদে আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূলের সুখেন্দুশেখর রায়। এবার নারী নিরাপত্তায় আরও কড়া আইন লাগুর দাবিতে কেন্দ্রকে চিঠি লিখলেন তিনি।
১৬ই আগস্ট, সকাল ১১.০২: শ্যামবাজারে বিজেপির ধরনামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
১৬ই আগস্ট, সকাল ১০.৪০: আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব দেশ-বিদেশের চিকিৎসকরা। মুম্বইয়ে পথে নামলেন ডাক্তাররা।
১৬ই আগস্ট, সকাল ৯.৩৬: ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক জায়গায় ওভারহেডের তারে কলাপাতা ফেলার অভিযোগ। রেললাইনে বসে চলছে বিক্ষোভ।
১৬ই আগস্ট, সকাল ৯.০৬: কলকাতার বুকে বিশেষ প্রভাব নেই ধর্মঘটে। স্বাভাবিক বাস-অটো পরিষেবা।
১৬ই আগস্ট, সকাল ৯.০১: আর জি কর হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলার ঘটনায় গ্রেফতার বেড়ে ১৯। মূলত ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত তিনটি মামলা দায়ের হয়েছে। সেগুলো উল্টোডাঙ্গা, টালা ও শ্যামপুকুর থানায়।
১৬ই আগস্ট, সকাল ৮.৫৫: সকাল থেকেই রাস্তায় এসইউসিআই কর্মী-সমর্থকরা।
১৬ই আগস্ট, সকাল ৮.২০: আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে SUCI।