IPL Auction 2025 Live | অজি পেসার স্পেনসার জনসনকে ২.৮ কোটি টাকায় কিনলো KKR!
চলছে আইপিএল ২০২৫ এর নিলাম। প্রথম দিনে ৭২ জন প্লেয়ারের ভাগ্য নির্ধারিত হওয়ার পর আজ নিলামের দ্বিতীয় দিন। এখানে চূড়ান্ত জানা যাবে প্রতিটা দল।
দল পেলেন না মুস্তাফিজ়ুর রহমান, উমরান মালিকও।
বেস প্রাইস ২ কোটি টাকায় মুম্বইতে গেলেন মিচেল স্যান্টনার। গত বছর চেন্নাই সুপার কিংসে ছিলেন তিনি।
বেস প্রাইস ১ কোটিতেই উনাদকাটকে দলে ফেরাল সানরাইজ়ার্স হায়দরাবাদ।
অজি পেসার স্পেনসার জনসনকে কিনল কেকেআর। ২.৮ কোটি টাকায় কিনল কেকেআর৷ স্পেনসার জনসন অস্ট্রেলিয়ান বাঁহাতি জোরে বোলার৷
কলকাতা নাইট রাইডার্স নিজেদের পুরনো নাইটকে কিনে নিল। দীর্ঘদিন বাদে ঘরে ফিরলেন মণীশ পান্ডে। ৭৫ লক্ষ টাকায় মণীশ পান্ডেকে কিনল কেকেআর।
তরুণ আল্লাহ গজানফারকে নিয়ে তোলপাড়, কেকেআর এবং মুম্বইয়ের টক্কর৷ বাজি জিতল মুম্বই৷
আকাশদীপকে ৮ কোটি টাকায় কিনে নিল লখনউ সুপার জায়ন্টসা।
দীপক চাহারকে ৯.২৫ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
ভুবনেশ্বর কুমারকে নিয়ে জমজমাট লড়াই বিডিং মঞ্চে আরসিবি কিনল ১০.৭৫ কোটি টাকায়৷ প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ন্টস৷ কিন্তু শেষবেলায় বাজিমাত বেঙ্গালুরুর৷
তুষার দেশপান্ডেকে ৬.৫০ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
আরসিবি কিনল ক্রুনাল পান্ডিয়াকে, দাম উঠল ৫.৭৫ কোটি টাকায়।
৪.২০ কোটি টাকায় নীতিশ রানা গেলেন কেকেআরে।
পঞ্জাব কিংস ৭ কোটি টাকা দিয়ে কিনল মার্কো জেনসনকে৷
১.৫০ কোটি টাকায় কেকেআর কিনল রোভমান পাওয়েলকে৷
বিক্রি হলেন না অজিঙ্ক রাহানে।
আইপিএল ২০২৫ এর দ্বিতীয় দিনের নিলাম শুরু হল কেন উইলিয়ামসনকে দিয়ে৷ কিন্তু কোনও ফ্রাঞ্চাইজি বিড খুললেন না ২ কোটি টাকায়৷
আইপিএল ২০২৫ এর নিলামের দ্বিতীয় দিনের নিয়ম
দ্বিতীয় দিনে ১৩ নম্বর সেট থেকে ১৭ নম্বর সেটের নিলাম হবে। এরপর দলগুলো প্লেয়ার বাছাই করে তালিকা দেবে। সেই তালিকা থেকে প্লেয়ার বাছা হবে নিলাম টেবলে তোলার জন্য
দ্বিতীয দিনের নিলামে কোন দলের কাছে আছে কত টাকা?
চেন্নাই সুপার কিংস- ১৫.৬০ কোটি
দিল্লি ক্যাপিটালস- ১৩.৮০ কোটি
গুজরাট টাইটান্স- ১৭.৫০ কোটি
কলকাতা নাইট রাইডার্স- ১০.০৫ কোটি
লখনৌ সুপার জায়ান্টস- ১৪.৮৫ কোটি
মুম্বই ইন্ডিয়ান্স- ২৬.১০ কোটি
পাঞ্জাব কিংস- ২২.৫০ কোটি
রাজস্থান রয়্যালস- ১৭.৩৫ কোটি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৩০.৬৫ কোটি
সানরাইজ়ার্স হায়দরাবাদ- ৫.১৫ কোটি
- Related topics -
- এক নজরে
- আজকের খবর
- শহর কলকাতা
- রাজ্য
- রাজ্য সরকার
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- দেশ
- ভারত
- রাজনীতি
- রাজনৈতিক
- খেলাধুলা
- আইপিএল ২০২৫
- আইপিএল
- আইপিএল