Breaking News | ওড়িশায় কাজ সেরে ফেরার পথে তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণ! প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা

Saturday, November 1 2025, 5:36 pm
highlightKey Highlights

খবরের দুনিয়ার প্রতিটি দিক – রাজ্য, দেশ, বিশ্ব, খেলা, বিনোদন ও আরও অনেক কিছুর তাজা ব্রেকিং খবর সরাসরি বেঙ্গলBYTE-এ!


রাত ১০.৫৪, ১লা নভেম্বর: শবরীমালা মন্দিরের সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার বোর্ডের আরেক আধিকারিক!

আগেই প্রধান অভিযুক্ত উন্নিকৃষ্ণন পোত্তিকে গ্রেফতার করেছিল SIT। এবার এ ঘটনায় শবরীমালার ত্রাবাঙ্কোর দেবস্বম বোর্ডের (টিডিবি) প্রাক্তন কর্তা সুধীশ কুমারকে হেফাজতে নিয়েছে বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, চুরির ঘটনায় মূল অভিযুক্ত তথা স্পনসর উন্নিকৃষ্ণন পট্টিকে নিয়োগ করেছিলেন সুধীশ।

রাত ১০.১৪, ১লা নভেম্বর: ওড়িশায় কাজ সেরে ফেরার পথে তরুণীকে অজ্ঞান করে গণধর্ষণ! প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা

Trending Updates

গত বৃহস্পতিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই তরুণী। রাস্তায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই তরুণীর চোখেমুখে কিছু একটা স্প্রে করে দেয়। তরুণী সংজ্ঞা হারালে রাস্তার ধারে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাঁকে গণধর্ষণ করে চম্পট দেয় অভিযুক্তরা। নির্যাতিতার অভিযোগ, সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। এ ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাত ০৯.৩৩, ১লা নভেম্বর: SIR-আইনকে চ্যালেঞ্জ মমতাবালা ঠাকুরের, আমরণ অনশনের হুমকি মতুয়াদের

শনিবার সংশোধিত ‘অভিবাসন ও বিদেশি নাগরিক’ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, এই নতুন আইন সংবিধান বিরোধী। এদিন তিনি বলেন, "যে ১১টি নথি চাওয়া হচ্ছে, তা অধিকাংশ মানুষের কাছে নেই। এই প্রক্রিয়া মতুয়ারা মানবে না। তাই সকলে আমরণ অনশনের পথ বেছে নিতে চলেছে।’

সন্ধ্যা ০৭.১১, ১লা নভেম্বর: বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বিমান!- হুমকি পেয়েই মুম্বই বিমানবন্দরে জরুরী অবতরণ ইন্ডিগো বিমানের

বিমান সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “১ নভেম্বর ২০২৫ তারিখে জেদ্দা থেকে হায়দরাবাদগামী ইন্ডিগোর উড়ান ৬ই৬৮এ একটি নিরাপত্তা হুমকি আসে এবং বিমানটিকে মুম্বইতে ঘুরিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট প্রোটোকল মেনে আমরা তখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি এবং বিমানটির পরবর্তী উড়ানের ছাড়পত্র দেওয়ার আগে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা করা হয়।”

সন্ধ্যা ০৬.৫৪, ১লা নভেম্বর: দু’দশকের টেনিসজীবনকে বিদায়, ৪৫ বছর বয়সে ব়্যাকেট নামালেন কিংবদন্তি রোহন বোপান্না

৪৫ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ভারতের টেনিস কিংবদন্তি রোহন বোপান্না। প্যারিস মাস্টার্স ১০০০এ আলেকজান্ডার বুবলিক-এর সঙ্গে জুটি বেঁধে জীবনের শেষ প্রতিযোগিতা খেললেন বোপান্না। ৪৩ বছর ১১ মাস বয়সে অস্ট্রেলিয়া ওপেন গ্র্যান্ডস্লাম জিতে পুরুষদের মধ্যে সবথেকে বেশি বয়সে গ্র্যান্ডস্লাম জেতা প্রথম প্লেয়ার হয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File