Axiom Mission 4 Live | পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি!

Tuesday, July 15 2025, 11:13 am
highlightKey Highlights

রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়ে ইতিহাস তৈরী করলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ২৫শে জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন শুভাংশু-সহ আরও ৩ মহাকাশচারী। এরপর সেখানে টানা ১৮ দিন থেকে অবশেষে ভারতীয় সময় ১৫ই জুলাই পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। স্পেসএক্স এর তৈরি ড্রাগন ক্যাপসুল খুলতেই এক গাল হাসি নিয়ে বেরিয়ে আসেন শুভাংশু শুক্লা।


বিকেল ৪.০০, ১৫ই জুলাই : ফিরলেন শুভাংশু শুক্লা, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি!

পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা। তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি।

দুপুর ৩.৫৫, ১৫ই জুলাই : এক গাল হাসি নিয়ে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা!

খুললো ড্র্যাগন ক্যাপসুলের দরজা। একে একে বেরিয়ে এলেন মহাকাশচারীরা। এক গাল হাসি নিয়ে বেরিয়ে এলেন শুভাংশু শুক্লা। ১৮ দিন পরে মাধ্যাকর্ষণে ফিরে প্রথম পা ফেলতে গিয়ে টলে গেলেন তিনি।

দুপুর ৩.৪০, ১৫ই জুলাই : প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার ড্র্যাগন ক্যাপসুল!

প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার ড্র্যাগন ক্যাপসুল। আর কিছুক্ষণ পরই খুলবে দরজা।

দুপুর ৩.১০, ১৫ই জুলাই : পৃথিবীতে ফিরে এলেন শুভাংশু শুক্লারা!

মহাকাশে ১৮ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরে এলেন শুভাংশু শুক্লারা।ঐতিহাসিক মহাকাশ অভিযানের পরে Axiom-4-এর ক্রুদের সঙ্গে পৃথিবীতে নেমে এলেন ভারতীয় নভোচর শুভাংশু।

দুপুর ২.৫৫, ১৫ই জুলাই : পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো ড্র্যাগন ক্যাপসুল!

ডিওরবিট বার্ন প্রক্রিয়া সম্পূর্ণ করে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলো ড্র্যাগন ক্যাপসুল।

দুপুর ২.৪৫, ১৫ই জুলাই : বাকি আর পনেরো মিনিট! প্রশান্ত মহাসাগরে নামবেন শুভাংশুরা!

শুভাংশু শুক্লাকে নিয়ে ড্র্যাগন ক্যাপসুলের মাটি ছুঁতে আর বাকি পনেরো মিনিট। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের কাছে প্রশান্ত মহাসাগরের বুকে স্প্ল্যাশডাউন করবে ড্র্যাগন ক্যাপসুল।

দুপুর ২.৩৫, ১৫ই জুলাই : দুপুর ৩টে নাগাদ পৃথিবীতে প্রবেশ করবেন শুভাংশুরা!

আর কিছুক্ষণের অপেক্ষা। তার পরেই পৃথিবীর মাটি ছোঁবে শুভাংশুরা। সব ঠিকঠাক থাকলে আজ দুপুর ৩টে নাগাদ প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে স্পেসেক্সের ‘ড্র্যাগন’।

সন্ধ্যা ০৮.২৩, ১৪ই জুলাই : কতক্ষনে ঘরের ছেলে ঘরে ফিরবেন? শুভাংশুদের প্রত্যাবর্তনের সময় জানালো NASA

একের পর এক ধাপ পেরিয়ে তাঁদের পৃথিবীতে আসতে সময় লাগবে প্রায় ২২ ঘণ্টা। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলের গতিবেগ থাকবে ২৮ হাজার কিলোমিটার/ঘণ্টা। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ ক্যালিফর্নিয়া উপকূলে অবতরণ করবে মহাকাশযান। সঙ্গে আনবে ৫৫০ পাউন্ড (২৫০ কেজি) এরও বেশি জিনিসপত্র।

রাত ০৯.৩৬, ১৩ই জুলাই : রাত পোহালেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশুরা, প্রত্যাবর্তন সরাসরি সম্প্রচার করবে NASA

স্পেস স্টেশনে ফেয়ারওয়েল এবং সেখান থেকে আনডকিং পুরোটাই সরাসরি সম্প্রচার করবে নাসা। রবিবার থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হবে ফেয়ারওয়েল অনুষ্ঠান। সোমবার দুপুরে শুরু হবে আনডকিং প্রক্রিয়া।নাসার ওয়েবসাইট এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সরাসরি দেখানো হবে সম্পূর্ণ প্রক্রিয়া।

রাত ১১.০০, ১২ই জুলাই : ১৪ই জুলাই পৃথিবীতে পা রাখবেন শুভাংশুরা, কোথায নামবে ড্রাগন মহাকাশযান? জানালো ISRO

ISRO বিবৃতি জারি করে জানিয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে ১৫ জুলাই পৃথিবীতে ফিরবেন শুভাংশুরা। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রাম ম্যানেজার স্টিভ স্টিচ জানিয়েছেন, ১৪ জুলাই, বিকেল ৪.৩০টের সময় ISS থেকে আনডকিং করবে ড্রাগন মহাকাশযান। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে সেটি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্যে স্প্ল্যাশডাউনের পর ৭ দিনের ‘রিহ্যাবিলিটেশন’এ থাকবেন মহাকাশচারীরা।

সকাল ১১.৩৯, ১১ই জুলাই : কবে পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা? দিনক্ষণ জানালো NASA

এক প্রেস কনফারেন্সে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ জানালেন, “আমরা Axiom 4 মিশনের গতিবিধি প্রতিমুহূর্তে পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী, ওই মিশনের আনডক করার তারিখ ১৪ জুলাই।”

৫ই জুলাই, সকাল ১১.০১: মহাশুন্যে ভেসে ভেসেই রাকেশ শর্মার রেকর্ড ভাঙলেন শুভাংশু! কতক্ষন কাটলো মহাকাশে?

৪১ বছর আগে প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে মহাকাশে পৌঁছন রাকেশ শর্মা। সেসময় ৭ দিন ২১ ঘণ্টা তিনি মহাশুন্যে ভেসেছিলেন। ২০২৫এ সেই রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন তথা বেসরকারি মহাকাশ মিশন অ্যাক্সিয়ম ৪এর অন্যতম সদস্য শুভাংশু শুক্লা। গত ৩ জুলাই তাঁর মহাকাশে থাকার মেয়াদ ৭ দিন ২১ ঘণ্টা পেরিয়ে গিয়েছে।

১লা জুলাই, দুপুর ০২.০২ : পৃথিবীতে কবে ফিরবেন শুভাংশু ও Axiom মিশন ৪-র টিম? জানা গেলো তারিখ!

প্রায় ২৮ ঘণ্টার যাত্রা শেষ করে ভারতীয় সময় চারটে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছেন শুভাংশু শুক্লা-সহ Axiom-4 মিশনের টিম। সেখানে ১৪ দিন থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করবেন তাঁরা। কিন্তু পৃথিবীতে ফিরবেন কবে? জানা গিয়েছে, শুভাংশুদের ১৪ দিন বাদে অর্থাৎ ১০ জুলাই আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ফেরার কথা রয়েছে। সব ঠিকঠাক থাকলে সে দিনই মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসতে পারেন বলে সূত্রের খবর।

২৮শে জুন, রাত ০৯.১৬ : শুভাংশু শুক্লার সাথে কথোপকথন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মহাকাশ থেকে কী বার্তা দিলেন শুভাংশু?

শুভাংশুর প্রতি মোদির বার্তা, “আজ মাতৃভূমি থেকে বহু দূরে আছেন আপনি, কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যে শুভ আছে, আপনার যাত্রাও একটি যুগের শুভারম্ভ।” পরিবর্তে শুভাংশু বলেন, "আপনার এবং ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি এখানে সুস্থ এবং সুরক্ষিত আছি। ভালো অনুভব করছি, এটা একেবারে নতুন অনুভূতি। এই যাত্রা কেবল আমার একার নয়, গোটা দেশেরও।”

২৮শে জুন, সকাল ১১.৪১ : রীতি মেনে করছেন 'ডিনার', গবেষণার ফাঁকে চলছে শরীরচর্চাও, গত ২৪ ঘন্টায় আর কী কী করলেন শুভাংশু?

শুক্রবার সকালে কিছুক্ষন গবেষণার কাজের পর শারীরিক ক্লান্তি কাটাতে জিম করেন শুভাংশু। দুপুরে মধ‌্যাহ্নভোজও সারেন অন্যদিনের নিয়মে। পুরনো রীতি মেনে মহাকাশ কেন্দ্রের মহাকাশচারীদের সাথে নৈশাহার করেন তিনি। শুক্লা জানিয়েছেন আটঘন্টা ঘুমিয়ে ফেলেছেন তিনি।

২৬শে জুন, রাত ১১.৩০ : স্পেস স্টেশনে পা রেখেই আবেগপ্রবণ শুভাংশু, পাঠালেন বিশেষ বার্তা, কী বললেন ভারতীয় নভোচর?

এদিন মহাকাশে প্রথম পা রেখে স্পেস স্টেশন থেকে ভারতীয় নভোচর জানালেন, ”আমার মাথাটা হালকা লাগছে। কিন্তু আগামী ১৪ দিন যা যা আমাদের করতে হবে তার তুলনায় এটা কিছুই নয়। এ এক গর্ব ও উত্তেজনাময় মুহূর্ত। আমাদের মহাকাশযাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” আগামী ১৪ দিন নানারকম পরীক্ষা নিরীক্ষা করবেন শুভাংশুরা।

২৬শে জুন, রাত ৮.২৩ : শুভাংশু শুক্লা-মহাকাশচারী নম্বর ৬৩৪!

মহাকাশচারী নম্বর ৬৩৪! অ্যাক্সিওম মিশন ৪-র স্বাগত অনুষ্ঠানে মিশন কমান্ডার পেগি হুইটসন মিশন পাইলট শুভাংশু শুক্লাকে তার প্রথম মহাকাশযাত্রা উপলক্ষে তার নভোচারী পিন উপহার দিলেন!

২৬শে জুন, সন্ধ্যা ৬.২০ : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা শুভাংশু শুক্লার!

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা শুভাংশু শুক্লার! অবশেষে ISS-এ ঢুকে গেলেন শুভাংশু ও বাকি নভোচরেরা!

২৬শে জুন, বিকেল ৫.১৩ : 'ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা..', ছেলে মহাকাশ স্টেশনে পৌঁছতেই কী বললেন শুভাংশুর মা?

সমস্ত ডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মহাকাশচারী শুভাংশু শুক্লার মা বললেন, ‘ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি অত্যন্ত গর্বের বিষয়। আমরা ভীষণ আনন্দিত। এর জন্য প্রতিদিন প্রার্থনা করেছি। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তাঁরা যাতে তাঁদের দায়িত্ব ভালোভাবে পালন করে সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসে।’

২৬শে জুন, বিকেল ৫.১১ : শুভাংশুর বাবা-মায়ের সঙ্গে দেখা করবেন যোগী আদিত্যনাথ!

ছেলে পৌঁছেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। স্ক্রিনে চোখ স্থির শুভাংশুর বাবা-মায়ের। আজই তাঁরা দেখা করতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।

২৬শে জুন, বিকেল ৪.৩০ : শেষ ডকিং প্রক্রিয়া, স্টেশনে পৌঁছলেন শুভাংশুরা!

শুভাংশু-সহ চারজন মহাকাশচারীর বেরোনোর জন্য ড্রাগনের হ্যাচ খুলতে শুরু করেছে। মহাকাশ স্টেশনের ভেতরে যাওয়ার জন্য চার মহাকাশচারী প্রস্তুতি নিচ্ছেন।

২৬শে জুন, বিকেল ৪.১০ : কাউন্টডাউন শুরু, কিছুক্ষণের মধ্যেই মহাকাশ স্টেশনে পা রাখবে শুভাংশুরা!

কাউন্টডাউন শুরু, কিছুক্ষণের মধ্যেই মহাকাশ স্টেশনে পা রাখবে শুভাংশুরা।বুধবার দুপুরে আমেরিকার ফ্লোরিডা থেকে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা-সহ চার মহাকাশচারী। এখন মহাকাশ স্টেশন থেকে মাত্র ৬০০ ফুট দূরে রয়েছে ড্রাগন।

২৬শে জুন, বেলা ১২.৩০ : “নবজাতক শিশুর মতো দাঁড়ানো,হাঁটা শিখছি “, মহাকাশের অভিজ্ঞতা ভাগ করলেন শুভাংশু!

মহাকাশ থেকে প্রথম বার্তা দিলেন দেশের গর্ব শুভাংশু। গ্রুপ ক্যাপটেন বলেন, “কেমন আছ সবাই, মহাকাশ থেকে নমস্কার। এখানে সঙ্গী নভোচরদের সঙ্গে দারুণ উত্তেজিত বোধ করছি।“ তিনি আরও বলেন, “এখন আমি শূন্য অভিকর্ষের সঙ্গে যুঝছি। নবজাতক শিশুর মতো সোজা হয়ে দাঁড়ানো, হাঁটা, নিজেকে নিয়ন্ত্রণ করা, খাওয়া ইত্যাদি শিখছি। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”

২৬শে জুন, সকাল ৯.৩০ : মহাকাশ স্টেশনে পৌঁছেই কী কী করতে হবে নভোচরদের?

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 'ডক' করবেন শুভাংশু শুক্লা সহ আরও ৩ নভোচর। মহাকাশ স্টেশনে পৌঁছে ড্রাগন ক্যাপসুলকে ডক করার প্রস্তুতির সাথে সাথে শুভাংশু শুক্লা স্পেস স্টেশনের গতিপথ, কক্ষপথের পরামিতি এবং গতিবিধি পর্যবেক্ষণ করবেন। ডকিং সফল হলে মাইক্রোগ্র্যাভিটি সম্পর্কিত প্রায় ৬০টি পরীক্ষা চালাবে অ্যাক্সিওম ৪ ক্রু। ৭টি পরীক্ষা নিরীক্ষা চালাবেন শুভাংশু শুক্লা।

২৫শে জুন, রাত ৮.১৫ : শুভাংশুর ব্যাগে করে মহাকাশে পৌঁছলো মায়ের হাতের ‘আমরস’-হালুয়া, স্পেস স্টেশনে যেন একটুকরো ভারত!

পৃথিবী থেকে ৪০০ কিমি দূরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। শুভাংশুর ব্যাগে করে মহাকাশে পৌঁছেছে মায়ের হাতের মালিহাবাদি আম দিয়ে তৈরি ‘আমরস’, হালুয়া সহ নানা প্রিয় খাবারদাবার। সূত্রের খবর, নাসা এবং অক্সিওমের দেওয়া নিয়মাবলী মেনেই আমরস বানিয়েছেন শুভাংশুর মা।

২৫শে জুন, দুপুর ৩.৪৫ : পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলেন শুভাংশুরা, ভারতীয়দের উদ্দেশ্যে কী বার্তা দিলেন নভোচর?

মহাকাশে পৌঁছেই দেশবাসীর জন্য বার্তা দিলেন শুভাংশু শুক্লা। উৎক্ষেপণের পর ফ্যালকন ৯ রকেটের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্পেসএক্স ড্রাগন মহাকাশযান পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে, তারপরই ভারতীয় নভোচারী শুভাংশু শুক্লা বলেন, 'আমরা পৃথিবীর কক্ষপথে ঘুরছি। এটি ভারতের মানব মহাকাশ কর্মসূচির সূচনা। জয় হিন্দ, জয় ভারত।'

রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিলেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। ভারতীয় সময় ২৫শে জুন, ঠিক বারোটা বেজে এক মিনিটে স্পেসএক্স এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিলেন শুভাংশু সহ ৩ মহাকাশচারী। তাঁদের গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখানেই থেকে নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে। শুভাংশু শুক্লা ভারতের নিজস্ব স্পেস মিশন ‘গগনযান’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File