ব্যাঙ্কগুলির ক্ষেত্রে RBI এর জারি করা নিয়ম না মানার জেরে ফের বাতিল আরও একটি ব্যাঙ্কের লাইসেন্স

Monday, November 20 2023, 10:49 am
highlightKey Highlights

দেশের ব্যাঙ্কগুলির জন্য প্রায়শই একাধিক নির্দেশ জারি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যা প্রত্যেকটি ব্যাঙ্ককেই মানতে হয়। তবে, এই নিয়ম না মানায় ফের একটি ব্যাঙ্ককে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে RBI।


Reserve Bank of India দেশের ব্যাঙ্কগুলির জন্য প্রায়শই একাধিক নির্দেশ জারি করে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি ব্যাঙ্ককেই ওই নির্দেশগুলি মেনে চলতে হয়। তবে, বর্তমানে আরও একটি ব্যাঙ্ককে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুধু তাই নয়, জানা গিয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কটির লাইসেন্সও বাতিল করা হবে বলে।

বাতিল করা হল লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স, গ্রাহকরা সতর্ক হন

গত আগস্ট মাসে পুণেতে অবস্থিত রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই রেশ বজায় রেখেই বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাতিল করে দিল লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্সও।

এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সমবায় ব্যাঙ্কের হাতে বর্তমানে পর্যাপ্ত মূলধন নেই। যে কারণে তাদের আয়েরও সম্ভাবনা নেই। এমতাবস্থায়, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে যে, মহারাষ্ট্রের সোলাপুরে এই সমবায় ব্যাঙ্কটি অবস্থিত।

RBI-এর পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের দাখিল করা পরিসংখ্যান অনুযায়ী, ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের থেকে ৯৯ শতাংশের বেশি আমানতকারী পুরো অর্থ ফেরত পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এমতাবস্থায়, গত ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ১৯৩.৬৮ কোটি টাকা দিয়েছে ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন।

RBI-এর তরফে আরও জানানো হয়েছে যে, “বর্তমানে ব্যাঙ্কের হাতে পর্যাপ্ত মূলধন নেই। পাশাপাশি, আর আয়ের সুযোগও নেই।” এছাড়াও, ইতিমধ্যেই লক্ষ্মী সমবায় ব্যাঙ্ক লিমিটেডের কাজকর্ম বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে। গত ২২ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়ে গিয়েছে। এমতাবস্থায়, এই ব্যাঙ্ক এখন থেকে কোনো অর্থ জমা নিতে পারবে না বা টাকাও দিতে পারবে না। অর্থাৎ, সব ধরণের আর্থিক লেনদেন বন্ধ হয়ে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File