Health Insurance | হাসপাতালের বেড, সিরিঞ্জ সকলের খরচ বহন করবে রিলায়েন্সের এই বিশেষ স্বাস্থ্যবিমা! মিলবে বিদেশে চিকিৎসা করার ক্ষেত্রে সুবিধাও!

Wednesday, July 12 2023, 10:24 am
highlightKey Highlights

বিপদের সময়ে সাহায্য করবে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স’ । এই স্বাস্থ্যবিমা দেবে বেশি কভারেজ থেকে শুরু করে বেশি সময় আরও নানান ক্ষেত্রে সুবিধা।


ক্রমশ বেড়ে চলেছে দেশের জনসংখ্যা। পৃথিবীর জনসংখ্যাই পেরিয়েছে ৮০০ কোটির সীমা। যার মধ্যে জনসংখ্যার নিরিখে চিনকে টপকে প্রথমস্থানে অর্থাৎ বিশ্বের সবথেকে বেশি জনবহুল দেশ হয়েছে ভারত (India)। ক্রমশ বৃদ্ধি পাওয়া জনসংখ্যা নিয়ে বেশ চিন্তায় বিশেষজ্ঞরা। কারণ জনসংখ্যা প্রভাব ফেলে দেশের অর্থনীতি, শিক্ষা, বাসস্থান, খাদ্য, পরিবেশ এবং বিশেষত স্বাস্থ্য ব্যবস্থার ওপর। বিশেষজ্ঞেরা অনুমান, আগামী ৭৫ বছরের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা আজকের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে ভারতের জনসংখ্যা দ্বিগুণ হতে সময় লাগবে ৭৬ বছর।

বিশ্বের সবথেকে বেশি জনবহুল দেশ হয়েছে ভারত
বিশ্বের সবথেকে বেশি জনবহুল দেশ হয়েছে ভারত

যেখানে এমনিতেই ভারতের স্বাস্থ্য ব্যবস্থা সেরকম উন্নত নয়, সেখানে বাড়তে থাকা জনসংখ্যা হয়ে উঠেছে নয়া চিন্তার কারণ। রীতিমতো এই জনসংখ্যার চাপে পিষ্ট হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা। সম্প্রতি করোনা (Corona) মহামারীর সময়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রায় সকলেরই ধারণা হয়েছে। একসঙ্গে অসংখ্য মানুষ অসুস্থ্য হয়ে পড়ে চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে চিকিৎসকদের। ফলে জনসংখ্যা আরও বৃদ্ধি পেলে এবং আবারো একসঙ্গে অনেক লোক অসুস্থ হলে সামলানো বেশ মুশকিল হবে। চিকিৎসা পাওয়ার জন্য প্রত্যেক রোগীকে অনেকটা বেশি সময় অপেক্ষা করতে হবে। এমনকী গুরুতর রোগে আক্রান্ত রোগীদেরও জরুরি পরিষেবা পেতে বহুক্ষণ অপেক্ষা করতে হতে পারে বলে আশঙ্কা। তারওপর যদি সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা না মেলে তাহলে বেসরকারি হাসপাতালে ছুটতে হবে। তবে সেখানেও রয়েছে বড় সমস্যা। চিকিৎসা পরিসেবা পেতে অনেক ক্ষেত্রেই খুব কম সময়ের মধ্যে দিতে হয় বিশাল পরিমাণ টাকা।

জনসংখ্যার চাপে পিষ্ট হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা
জনসংখ্যার চাপে পিষ্ট হতে চলেছে স্বাস্থ্য ব্যবস্থা

তবে জনসংখ্যা বৃদ্ধি হলেও যাতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে হয়রান না হতে হয় তার জন্য প্রত্যেক নাগরিকের হেলথ ইনস্যুরেন্স (Health Insurance) আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। এরকম পরিস্থিতিতে একমাত্র স্বাস্থ্যবিমাই পারবে বিপদ থেকে মুক্তি দিতে। নানান কোম্পানি নানা রকমের স্বাস্থ্যবিমার স্কিম প্রচার করে। তবে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স’ (Reliance Health Infinity Insurance) এই স্বাস্থ্যবিমার সাহায্যে সংকটকালীন সময়ে হাসপাতাল খরচের কথা চিন্তা না করেই খুব সহজে উন্নতমানের চিকিৎসা ও কনসালটেনশনের সুবিধা নিতে যে কেউ। ফলে চট জলদি জেনে নিন 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'র বিশেষ কিছু বৈশিষ্ট্য।

প্রত্যেক নাগরিকের হেলথ ইনস্যুরেন্স আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে
প্রত্যেক নাগরিকের হেলথ ইনস্যুরেন্স আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে

বেশি কভার । More Cover :

বর্তমানে একটু সামান্য গুরুতর রোগ হলেই তার চিকিৎসা খরচ পরে আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত তো বটেই অনেক সময় বিত্তশালী পরিবারের ক্ষেত্রেও এই চিকিৎসাবাবদ খরচ টানা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে বড় উপকার করতে পারে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'। এই স্বাস্থ্যবিমা দ্বারা ৫ কোটি টাকা পর্যন্ত সাম ইন্সুরেড (Sum Insured) পাওয়া যেতে পারে। এমনকি এই স্বাস্থ্যবিমা দ্বারা আরও দেড় কোটি টাকা কভার পাওয়া যাবে। অর্থাৎ সব মিলিয়ে ৬.৫ কোটি টাকার কভার পাওয়া যাবে।

'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'  দ্বারা পাওয়া যেতে পারে৫ কোটি টাকা পর্যন্ত সাম ইন্সুরেড 
'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'  দ্বারা পাওয়া যেতে পারে৫ কোটি টাকা পর্যন্ত সাম ইন্সুরেড 

বেশি সময় । More Time :

'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স' স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ১৩ মাসের পলিসি ডিউরেশন (Policy Duration) পাওয়া যাবে। ২৪ মাসের পলিসির ক্ষেত্রে পাওয়া যাবে ২৬ মাসের ডিউরেশন। উল্লেখ্য, বর্তমানে বেশিরভাগ স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোম্পানিগুলি ১২ মাস থেকে ২৪ মাসের কভারেজ দিয়ে থাকে। তবে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'র এই সময় সীমা বেশি।

এই স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ১৩ মাসের পলিসি ডিউরেশন পাওয়া যাবে
এই স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ১৩ মাসের পলিসি ডিউরেশন পাওয়া যাবে

বিদেশেও চিকিৎসা । Treatment Abroad :

বর্তমানে অনেকেই প্রায়শই বিদেশ ভ্রমণ করেন। তবে এই সময়ও হতে পারে বিপদ। এক্ষেত্রে শারীরিক সমস্যা হলে বিদেশের হাসপাতালে চিকিৎসা পরিষেবা করানো ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে বিদেশে ক্রমশ বাড়তে থাকা বিল হয়ে ওঠে নতুন চিন্তার কারণ। এই অবস্থাতেও বিপদ থেকে বাঁচাবে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স’। এই স্বাস্থ্যবিমার বিশেষ ফিচার দ্বারা বিদেশে চিকিৎসা পরিষেবার খরচ চিন্তা কমবে। । এমনকী বিদেশে প্ল্যানড ট্রিটমেন্ট করতে গেলেও এই বিমা সাহায্য করবে।

'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স' দ্বারা বিদেশে চিকিৎসা পরিষেবার খরচ চিন্তা কমবে
'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স' দ্বারা বিদেশে চিকিৎসা পরিষেবার খরচ চিন্তা কমবে

বিপদের সময় অর্থের অভাব হবে না । There Will Be No Shortage of Money in Times of Danger :

চিকিৎসার পর কত বিল হবে তা জানা যায়না। তবে অনেকসময়ই বিল হাতে আসার পর দেখা যায় পলিসিতে থাকা সমপরিমাণ অর্থ বিল হয়েছে। এক্ষেত্রে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স’ পলিসি নিজে থেকেই পূর্ণ শতাংশ অর্থের যোগান দিয়ে দেবে। অর্থাৎ যদি আপনার পলিসিতে ৫০ লক্ষ টাকার কভারেজ থাকে। আর আপনি পুরোটাই খরচ করে ফেলেন, তাহলে এই স্বাস্থ্যবিমা ফের ৫০ লক্ষ টাকা ‘রিফিল’ করে দেবে।

'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স’ পলিসি নিজে থেকেই পূর্ণ শতাংশ অর্থের যোগান দিয়ে দেবে
'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স’ পলিসি নিজে থেকেই পূর্ণ শতাংশ অর্থের যোগান দিয়ে দেবে

মা ও সন্তানের ক্ষেত্রে বিশেষ সুবিধা । Special Benefits for Mother and Child :

গর্ভবতী মায়েদের জন্যও বিশেষ কভারেজ প্রদান করে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'' । এক্ষেত্রে নর্ম্যাল ও সি-সেকশন ডেলিভারির (Normal and C-section Delivery) জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ, সদ্যোজাতের টিকাকরণের জন্য ১ লক্ষ টাকার কভারেজ দেওয়া হয়। এতো বেশি কভারেজ দেওয়া ছাড়াও ওয়েটিং পিরিয়ডও মাত্র ১২ মাস।

গর্ভবতী মায়েদের ও সদ্যোজাতের জন্য বিশেষ কভারেজ প্রদান করে এই স্বাস্থ্যবিমা
গর্ভবতী মায়েদের ও সদ্যোজাতের জন্য বিশেষ কভারেজ প্রদান করে এই স্বাস্থ্যবিমা

স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য খরচ । Other Health Related Expenses :

সাধারণত হেলথ ইনস্যুরেন্স পলিসি ডাক্তারের খরচ মেটায় না। তবে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'' ওপিডি-তে ডাক্তারের ফি, নানা পরীক্ষা-নিরীক্ষা, ডেন্টাল ট্রিটমেন্টেরও খরচ বহন করে। শুধু তাই নয়, হাসপাতালে বেড, সিরিঞ্জ, গ্লাভসের খরচও মিটিয়ে দেবে এই হেলথ ইনস্যুরেন্স।

হাসপাতালে বেড, সিরিঞ্জ, গ্লাভসের খরচও মিটিয়ে দেবে এই হেলথ ইনস্যুরেন্স
হাসপাতালে বেড, সিরিঞ্জ, গ্লাভসের খরচও মিটিয়ে দেবে এই হেলথ ইনস্যুরেন্স

উপরোক্ত বৈশিষ্ট্য ছাড়াও এই স্বাস্থ্যবিমার ওয়েটিং পিরিয়ড তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড দু' বছর বা এক বছরে নামিয়ে আনা যেতে পারে। পাওয়া যাবে এক দাবিতেই দু'বার মূলধন ব্যবহারের সুযোগও। ফলে সব মিলিয়ে বলাই চলে, জনসংখ্যার চাপে রোগের চরিত্রে বদল এলেও বা বিপদে আর্থিক সাহায্য করতে এক নম্বর হতে পারে 'রিলায়েন্স হেলথ ইনফিনিটি ইনস্যুরেন্স'।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File