Jammu and Kashmir | জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত ৪ জন, আহত অন্ততঃ ৬

Sunday, August 17 2025, 6:04 am
Jammu and Kashmir | জম্মু কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়ের জেরে মৃত ৪ জন, আহত অন্ততঃ ৬
highlightKey Highlights

শনিবার রাতে এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন আহত হয়েছেন।


সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাজবাঁধ এলাকার জরঘাঁটি গ্রামে মেঘভাঙা বৃষ্টির জেরে ধস নামে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে সেখানকার বাড়ি ঘর এবং জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ধসের জেরে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। এলাকায় পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এলাকায় সতর্কতা জারি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File