দেশ

Rules From 1st October | ২০০০ নোট বিনিমযয়ের সময়সীমা বাড়লো! ১লা অক্টোবর থেকে বদল একাধিক নিয়মে! দেখুন এক নজরে!

Rules From 1st October |  ২০০০ নোট বিনিমযয়ের সময়সীমা বাড়লো! ১লা অক্টোবর থেকে বদল একাধিক নিয়মে! দেখুন এক নজরে!
Key Highlights

আরবিআই বদলেছে ২০০০ নোট বিনিময়ের তারিখ। ১লা অক্টোবর থেকে লাগু হবে জন্ম শংসাপত্রের ব্যবহারের পরিবর্তন থেকে ট্যাক্সের নিয়ম।

আগামীকাল থেকে শুরু হবে নয়া মাস। আর প্রত্যেক  মাসের মতো অক্টোবর মাসের প্রথম তারিখ অর্থাৎ ১লা অক্টোবর থেকেও লাগু হবে একাধিক নিয়ম। এই নিয়মগুলি থেকে যে পরিবর্তনগুলি হবে, তা মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলতে পারে। এই নিয়মগুলির মধ্যে রয়েছে  ২০০০ নোট বিনিময়(2000 Note Exchange) থেকে শুরু করে জন্ম শংসাপত্রের ব্যবহারে পরিবর্তন। আর কী কী বদল হবে অক্টোবর মাস থেকে দেখে নিন এক নজরে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন । Birth and Death Registration Act :

২০২৩ সালের ১লা অক্টোবর থেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন গোটা দেশে কার্যকর হবে। অর্থাৎ ১ অক্টোবর থেকে জন্মের শংসাপত্রের গুরুত্ব অনেকটাই বাড়তে চলেছে। স্কুল-কলেজে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকায় নাম যোগ করা, আধার রেজিস্ট্রেশন, বিবাহ নিবন্ধন বা সরকারি চাকরির আবেদন করার সময় গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হবে বার্থ সার্টিফিকেট। ১লা অক্টোবর থেকে সব প্রয়োজনীয় সরকারি কাজেই বাধ্যতামূলক দেখাতে হবে এই নথি। জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধি সংশোধনের পিছনে মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় ও রাজ্য স্তরে জন্ম ও মৃত্যুর ডেটাবেস তৈরি করা। এই নিয়ম কার্যকর হওয়ার পরে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সহজেই নিজেদের মধ্যে জন্ম ও মৃত্যুর পরিসংখ্যান ভাগ করে নিতে পারবে। 

উল্লেখ্য, গত ১লা অগাস্ট লোকসভায় ও ৭ই অগাস্ট রাজ্য়সভায় এই বিল পাশ হয়। এরপরেই কেন্দ্রীয় সরকার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ঘোষণা করা হয় ১লা অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর করা হবে। জন্ম ও মৃত্যুর নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে, ভারতের রেজিস্ট্রার জেনারেলকে নিবন্ধিত জন্ম ও মৃত্যুর একটি জাতীয় ডাটাবেস বজায় রাখার ক্ষমতা দেওয়া হয়েছে। এর জন্য সমস্ত রাজ্য থেকে একজন চিফ রেজিস্ট্রার এবং একজন রেজিস্ট্রার নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। জাতীয় ডাটাবেসে নিবন্ধিত জন্ম ও মৃত্যুর তথ্য ভাগ করে নেবেন তাঁরা। মুখ্য নিবন্ধক রাজ্য স্তরে একটি অভিন্ন ডেটাবেস তৈরি করবেন।  ব্লক স্তরে এই কাজটি হবে রেজিস্ট্রারের মাধ্যমে। এই আইন দেশে জন্ম ও মৃত্যুর একটি জাতীয় ডাটাবেস তৈরি করতে সাহায্য করবে এবং রেশন কার্ড, ভোটার আইডি কার্ডের মতো অনেক ডেটা বেস তৈরি করতে সহায়তা করবে।

অনলাইন গেমিংয়ের উপর ২৮% ট্যাক্স । 28% Tax on Online Gaming :

অগাস্ট মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনণ (Finance Minister Nirmala Sitharaman) ঘোষণা করেছিলেন, যে ১লা অক্টোবর থেকে অনলাইন গেমিংয়ের উপর ২৮ শতাংশ কর কার্যকর হবে। সেই অনুযায়ী আগামীকাল থেকে অনলাইন গেমিংয়ের উপর ২৮% ট্যাক্স বসবে। অর্থাৎ  যদি একটি গেম ১০০০ টাকাতে খেলা হয় এবং কেউ ৩০০ টাকা জিতে নেয়। তারপর যদি খেলোয়াড় আবার ১৩০০ টাকার বাজি ধরে, জিতে নেওয়া টাকার পরিমাণের উপর জিএসটি চার্জ করা হবে না।

নয়া ২০% টিসিএস নিয়ম । New 20% TCS Rule :

টিসিএস  (TCS)-এর নতুন রেট ১লা অক্টোবর থেকে প্রযোজ্য হবে। অর্থাৎ যাঁরা আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা, বিদেশি স্টক, মিউচুয়াল ফান্ড, বিদেশে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। যদি কেউ একটি আর্থিক বছরে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করেন, তাহলে তার ওপর টিসিএস প্রযোজ্য হবে। অর্থ মন্ত্রকের মতে বিদেশ ভ্রমণের সময় আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারকারী ভ্রমণকারীদের উপর টিসিএস ধার্য করা হবে না।

 ২০০০ নোট বিনিময় । 2000 Note Exchange :

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) বা আরবিআই এর তরফে আগে ঘোষণা করা হয়েছিল, ৩০সে সেপ্টেম্বর ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date)। গত ১৯সে মে ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হয়। এরপর থেকে  ২০০০ নোট বিনিময়(2000 Note Exchange) করার জন্য হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয় জনসাধারণের মধ্যে। ব্যাঙ্কে দীর্ঘ লাইন দেখা যায়। এরপর আরবিআই জানায়, ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date) ৩০ সে সেপ্টেম্বর। যদিও ২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) বদলি নিয়ে কানাভুসো শোনা যাচ্ছিলো। এবার সেইমতোই ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date) নিয়ে বড় ঘোষণা করলো আরবিআই।

আজ, ৩০ সে সেপ্টেম্বর শনিবার দুপুরের পর ২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) নিয়ে সিদ্ধান্ত জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই জানায়, ২০০০ টাকার নোট বিনিময়ের শেষ তারিখ (2000 Note Exchange Last Date) পরিবর্তন করা হয়েছে। ৩০ সে সেপ্টেম্বরের বদলে ২০০০ নোট বিনিময়ের তারিখ (2000 Note Exchange Date) ৭ই অক্টোবর করা হয়েছে। অর্থাৎ  ২০০০ নোট বিনিময়(2000 Note Exchange) এর জন্য আরও ৭দিন বেশি সময় দিচ্ছে আরবিআই। 

আরবিআই সার্কুলারে জানিয়েছে, ২০০০ টাকার নোট আগের মতোই আইনি টেন্ডার থাকবে। এর স্পষ্ট অর্থ হল এটি লেনদেনের জন্য ব্যবহার করা যেতে পারে। একইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২০০০ টাকার নোটের ৯৬ শতাংশ ফেরত এসেছে অর্থাৎ সেগুলি সাধারণ মানুষের হাত থেকে ব্যাঙ্কের কাছে ফিরে এসেছে। তবে ৭ই অক্টোবরের পর, কারোর কাছে ২০০০ টাকার নোট থাকলে তা আর ব্যাঙ্কে জমা করা বা পরিবর্তন করা যাবে না। তখন আরবিআই-এর ১৯ টি আঞ্চলিক অফিস থেকে এটি পরিবর্তন করতে হবে। কিন্তু একবারে ২০,০০০ টাকার বেশি ভ্যালুর নোট পরিবর্তন করা যাবে না। যার সহজ অর্থ হল ২০০০ টাকার মাত্র ১০টি নোট একবারে বদল করা যাবে।