Deepfake Video | ডিপফেক ভিডিওর জেরে আতঙ্কিত বিনোদন জগৎ! সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডাকল কেন্দ্র!

Tuesday, November 21 2023, 11:44 am
highlightKey Highlights

সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পরে রশ্মিকা মান্দানা- ক্যাটরিনা- কাজলের ডিপফেক ভিডিও। এআই ব্যবহৃত এই ঘটনায় কড়া পদক্ষেপ নিলো কেন্দ্র। গুগুল,মেটা, ইউটিউবের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক।


একদিকে যেখানে ভারতের বিনোদন জগত থেকে আসছে এমি অ্যাওয়ার্ডস (Emmy Awards) এর মতো খ্যাত এবং বিশেষ সম্মান পুরস্কার, সেখানে অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর ভয়ে কাঁপছেন সেই জগতেরই সেলেবরা। সম্প্রতি এআই-র সাহায্য নিয়ে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে একের পর এক ডিপফেক ভিডিও (Deepfake Video)। প্রথমে রশ্মিকা মান্দানা এবং পরে কাজল। ডিপফেক ভিডিও মেকার (Deepfake Video Maker) দিয়ে সেলিব্রিটিদের ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এই ঘটনার শিকার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi)। এবার এই নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক (Union Ministry of Electronics and IT)।

ডিপফেক ভিডিও  আতঙ্কের জেরে ফেসবুক, গুগল, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে বৈঠকে ডাকলো কেন্দ্র 
ডিপফেক ভিডিও আতঙ্কের জেরে ফেসবুক, গুগল, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে বৈঠকে ডাকলো কেন্দ্র 

রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজল গত কয়েক দিনে একের পর এক বলিউড অভিনেত্রী ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও ডিপফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখা যায়। প্রথমে রশ্মিকা মান্দানার ডিপফেক (Rashmika Mandanna Deepfake) ভিডিও তোলপাড় করে দেয় সোশ্যাল মাধ্যম। ৮ই অক্টোবর ইনস্টাগ্রামে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেল নামে একজন মহিলা দ্বারা পোস্ট করা তার ভিডিওটিকেই ডিপফেক ভিডিও মেকার (Deepfake Video Maker) এআই দিয়ে তাতে জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানার মুখ বসানো হয় বলে অভিযোগ। এরপর দিল্লির মহিলা কমিশন নোটিস পাঠানোর পর এফআইআর জারি করে দিল্লি পুলিশ (Delhi Police)। ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় জারি করা হয়েছে অভিযোগ। উল্লেখ্য, রশ্মিকা মান্দানার ডিপফেক (Rashmika Mandanna Deepfake) ভিডিও নেটদুনিয়ার পাতায় ছড়িয়ে পড়ার পর কড়া আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন তাঁর অনুরাগী থেকে শুরু করে বিনোদন জগতে তাঁর সহকর্মীরাও। সেই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে বিজয় দেবেরাকোন্ডা, নাগা চৈতন্যের মতো তারকারা। তবে গোটা ঘটনা বেশ ভয়াবহ বলে জানান 'শিকার' অভিনেত্রী রশ্মিকা মান্দানা।

এই ঘটনার কয়েকদিনের মধ্যেই 'টাইগার ৩' ছবির একটি লুক থেকে ক্যাটরিনার 'ডিপফেক' ছবি তৈরি করে ভাইরাল করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। সেই ঘটনার অভিযুক্তের ধরা পড়ার আগেই ফের আরেক ডিপফেক ভিডিও  (Deepfake Video)! এবার 'শিকার' কাজল! একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সরের পোশাক বদলের ভিডিওতে তার মুখের জায়গায় বসানো হয় অভিনেত্রী কাজলের মুখ। নিজে কাজল ডিপফেক (Kajol Deepfake) দেখে বেশ চিন্তায় পড়েন। প্রথমে অনেকে ভিডিওটি আসল ভাবলেও অনেকে বুঝতে পারেন রশ্মিকা ক্যাটরিনার ভিডিওটির মতোই এটি কাজলের ডিপফেক (Kajol Deepfake)! এআই দ্বারা তৈরী ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন প্রধানমন্ত্রীও। সম্প্রতি তিনি বলব, একটি ভিডিওতে দেখা যায় প্রধানমন্ত্রীকে গান করতে।

সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে রশ্মিকা মান্দানা ডিপফেক-ক্যাটরিনা ও কাজলের ডিপফেক ভিডিও
সম্প্রতি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে রশ্মিকা মান্দানা ডিপফেক-ক্যাটরিনা ও কাজলের ডিপফেক ভিডিও

তবে এবার ডিপফেক ভিডিও নিয়ে সতর্ক হয়েছে কেন্দ্র সরকার। এবার ডিপফেক ভিডিয়ো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Union Electronics and Information Technology Minister Rajeev Chandrasekhar) জানান, আগামী ২৪ সে নভেম্বর ডিপফেক ভিডিয়ো নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ার সবকটি প্ল্যাটফর্মের আধিকারিকদের বৈঠকে তলব করা হয়েছে। যার মধ্যে গুগল (Google), ফেসবুক (Facebook), ইউটিউব-(YouTube)এর মতো প্ল্যাটফর্মগুলিও রয়েছে। ইতিমধ্যে এই প্ল্যাটফর্মগুলিকে ডিপফেক ভিডিয়ো নিয়ে সতর্কও করা হয়েছে। এই সমস্ত প্ল্যাটফর্মে থাকা সমস্ত ডিপফেক ভিডিয়ো অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সেগুলি সরিয়ে দেওয়া না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে তথ্য ও প্রযুক্তি আইনের অধীনে মামলাও করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ডিপফেক ভিডিও কী?

ডিপফেক ভিডিও হল এমন  একটি কর্মকাণ্ড, যেখানে প্রযুক্তির বলে একজনের দেহাংশের ছবির সঙ্গে অন্যজনের দেহাংশের ছবি মিশিয়ে একটি দৃশ্যপট তৈরি করা হয়। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কারও ভুল ছবি বা ভিডিও বানানো হয়। ডিপফেক তারই অতি উন্নত প্রযুক্তি। এর মাধ্যমে মুখের মাংসপেশির ব্যবহার, স্বর সবই নকল করা হয়। ছবি বা ভিডিওতে একজনের দেহে অন্যজনের মুখ বসিয়ে দেওয়া হয় এক পদ্ধতিতে। একে ফেস সোয়াপিং বলা হয়। তবে ফটোশপ কিন্তু ডিপফেক নয়। আধুনিক ডিপ লার্নিং অ্যালগরিদম, এআই দিয়ে পুঙ্খানুপুঙ্খুভাবে নকল করা হয় এই পদ্ধতিতে। এক্ষেত্রে ২টি মেশিন লার্নিং মডেল একসঙ্গে এই কাজ করে।

ডিপফেকের শিকার হতে পারেন যে কেউ ফলে ভিডিও মেকার থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিল্লি পুলিশের
ডিপফেকের শিকার হতে পারেন যে কেউ ফলে ভিডিও মেকার থেকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিল্লি পুলিশের

প্রসঙ্গত, কমেডির জন্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডস জিতেছেন বীর দাস (International Emmy Awards 2023)। বিশ্ব দরবারে ভারতের সম্মান আরও বাড়িয়ে দিয়ে নেটফ্লিক্স কমেডি শো স্ট্যান্ডআপ স্পেশাল 'বীর দাস: ল্যান্ডিং ' (Veer Das: Landing) পেয়েছে এই সম্মাননা। পাশাপাশি ভারতীয় টেলিভিশনে অবদানের জন্য বিশেষ সম্মান পেয়েছেন টেলিসোপ ক্যুইন একতা কাপুরও। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দিল্লি ক্রাইম সিজন ২’ -এর জন্য এমিতে মনোনয়ন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী শেফালি শাহ এবং ‘রকেট বয়েজ’ ছবির জন্য মনোনীত হয়েছিলেন জিম সর্ভে। তবে তারা কেউই পুরস্কার পাননি। তবে বিশ্ব দরবারে এমির মতো সম্মাননা পুরুষকে মনোনীত এবং পুরস্কার জিতে ভারতের নাম উজ্জ্বল করেছে বিনোদন জগৎ। কিন্তু সেই বিনোদন জগৎই এখন ঢেকে ডিপফেক ভিডিওর ভয়াবহ আঁধারে। দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, এই ডিপফেক ভিডিওর শিকার হতে পারেন যে কেউ। কেবল সেলিব্রিটিদের ক্ষেত্রেই নয়, সাধারণ যে কারুর  ডিপফেক ভিডিও বানানো যেতে পারে। ফলে এক্ষেত্রে সচেতন হতে হবে এবং খুঁটিয়ে ভিডিও বারবার দেখতে হবে।চোখের পাতা ফেলা, দৃষ্টি, ঠোঁটের নড়াচড়ার প্যাটার্নের অস্বাভাবিকতা লক্ষ্য করলে সাবধান হওয়া প্রয়োজন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File