বহুরানি’ আলিয়া যেন 'মধ্যমণি ‘,এক ফ্রেমে ধরা দিল গোটা কাপুর খানদান

Sunday, April 17 2022, 9:29 am
highlightKey Highlights

রণবীর-আলিয়ার বিয়ের পর্ব মিটেছে ঠিকই, কিন্তু এই বিয়ের ঘোর কিছুতেই কাটছে না ফ্যানেদের। আর সেই ঘোর কাটবেই বা কী করে? বিয়ের অনুষ্ঠানের একের পর এক ছবি পোস্ট করেই চলেছেন কাপুর ও ভাট পরিবারের সদস্যরা।


বৃহস্পতিবার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয়েছে ‘রালিয়া’র। খবর, বিয়ের অনুষ্ঠানে মাত্র ২৮ জন অতিথি আমন্ত্রিত ছিল। শনিবার ভাইয়ের বিয়ের একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করেছেন রণবীরের একমাত্র দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি।

একফ্রেমে কাপুর ফ্যামিলি, ছবি শেয়ার হওয়ার সাথে সাথেই নজর কাড়লো নোটিজেনদের

ঋদ্ধিমার শেয়ার করা ছবিগুলির মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ল কাপুর খানদানের ফ্যামিলি ফটো। সেখানে এক ফ্রেমে ধরা দিলেন কাপুর পরিবারের সকল সদস্য, আর অবশ্যই সেই ছবির মধ্যমণি ছিলেন পরিবারের নতুন বহুরানি আলিয়া।

Trending Updates

নবদম্পতি রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা গেল রণধীর কাপুর, ববিতা, নেইলা দেবী, নীতু কাপুর, করিশ্মা কাপুর, আদার জৈন, আরমান জৈন. অনিশা জৈন, শ্বেতা নন্দা, নভ্যা ন্দা, নিখিল নন্দা, রিমা জৈন, নীতিশা নন্দা কাপুর, করিনা ও তাঁর ছোট ছেলে জাহাঙ্গীর কে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File