Ramadan 2024 | ১০ নয় বরং রমজানের আগে চাঁদ দেখা যাবে অন্যদিন! জানুন কবে থেকে শুরু রমজান মাস?

Wednesday, February 28 2024, 2:20 pm
highlightKey Highlights

মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ নয় বরং রমজানের আগে চাঁদ দেখা যাবে ১১ মার্চ। অর্থাৎ পবিত্র রমজান ২০২৪ মাস শুরু হতে চলেছে ১২ই মার্চ থেকে।


দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস। ২০২৪ সালের রমজান (Ramadan in 2024) এর জন্য অধীর অপেক্ষারত ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। তবে ২০২৪ সালের রমজান (2024 Ramadan) এর দিন নিয়ে তৈরী হয়েছে বিভ্রান্তি। হের ফের হতে পারে রমজান ২০২৪ (Ramadan 2024) এর দিন। এরই মধ্যে ২০২৪ সালের রমজান তারিখ (2024 Ramadan date) নিয়ে পাওয়া গেল বড় খবর!

দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস
দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস

আসলে এই পরবের সম্পূর্ণটাই নির্ভর করবে চাঁদ দেখার সময়ের উপর। ২০২৪ সালের রমজান (Ramadan in 2024) এর আগে চাঁদ দেখার জন্য ১০ই মার্চের প্রস্তুতি শুরু করেছিল ইসলামিক দেশগুলি। কিন্তু, জানা যাচ্ছে, ওই তারিখ অর্থাৎ ১০ মার্চ চাঁদ দেখা যাবে না। মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে,  ১০ নয় বরং রমজানের আগে চাঁদ দেখা যাবে ১১ মার্চ। অর্থাৎ পবিত্র রমজান ২০২৪ (Ramadan 2024) মাস শুরু হতে চলেছে ১২ই মার্চ থেকে। ওইদিন থেকেই রোজার উপবাস রাখা শুরু করবেন মুসলিম সম্প্রদায়।

Trending Updates

২০২৪ সালের রমজান তারিখ (2024 Ramadan date) প্রসঙ্গে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ গ্রিনিচ সময় অনুযায়ী, সকাল ৯টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে। তবে আরব বিশ্বের কোনও অংশ থেকেই খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে সেদিন চাঁদ দেখাল সম্ভব হবে না। অন্যদিকে, সৌদি আরবের মক্কা শহরে ১০ মার্চ সূর্যাস্তের ১৩ মিনিটের মাথায় নতুন অর্ধচন্দ্র অস্ত যাবে। অপরদিকে মিশরের রাজধানী কায়রোতেও সূর্যাস্তের ১৪ মিনিট পর চাঁদ অস্ত যাবে সেদিন। এই বিষয়ে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়র মহম্মদ শওকর বলেন, চাঁদ দেখতে হলে সূর্যের পর কমপক্ষে ২৯ মিনিট চাঁদকে আকাশে থাকতে হবে। সূর্য ও চাঁদের মধ্যে দূরত্ব থাকতে হবে ৭.৬ ডিগ্রি। কিন্তু, এর কোনওটিই ১০ মার্চ হবে না। ফলে বেশিরভাগ দেশ ১১ই মার্চ দেখতে পাবে চাঁদ এবং পরেরদিন অর্থাৎ ১২ ই মার্চ পবিত্র ২০২৪ সালের রমজান (2024 Ramadan) মাস শুরু হবে।

১০ নয় বরং রমজানের আগে চাঁদ দেখা যাবে ১১ মার্চ
১০ নয় বরং রমজানের আগে চাঁদ দেখা যাবে ১১ মার্চ

ভারতে রমজান মাস প্রসঙ্গে জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক জানিয়েছেন, ১১ই মার্চ সূর্যাস্তের ১৫ থেকে ২০ মিনিট পর পশ্চিম দিগন্তে খালি চোখে রমজানের চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে। মধ্য প্রাচ্যের দেশগুলিতে ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে। এছাড়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সে ক্ষেত্রে রমজান মাস শুরু হতে চলেছে আগামী ১৩ ই মার্চ থেকে। বলা বাহুল্য, এখনও পর্যন্ত এই দেশগুলির তরফে অফিসিয়াল কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File