দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা হলেন অভিনেতা রজনীকান্ত,বাবার হয়ে পুরস্কার গ্রহণ করলো মেয়ে

Monday, July 25 2022, 12:37 pm
highlightKey Highlights

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা রজনীকান্ত। নিয়মিত কর প্রদান করার জন্য আয়কর বিভাগের তরফে সম্মান পত্র প্রদান করা হল তাঁকে।


দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মান পত্র পেয়েছেন সুপারস্টার রজনীকান্ত। রবিবার, ২৪ জুন চেন্নাইতে পালিত হয়েছে ইনকাম ট্যাক্স ডে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন তেলেঙ্গানা গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন।

বাবার অনুপস্থিতিতে সর্বোচ্চ করদাতা হিসাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের প্রাপ্ত সম্মান পত্র গ্রহণ করলেন কন্যা ঐশ্বর্য রজনীকান্ত

তেলেঙ্গানা গভর্নর তামিলিসাই সৌন্দরারাজনের হাত থেকে রজনীকান্তের হয়ে পুরস্কার গ্রহণ করেন মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত।নিয়মিত করপ্রদান করার জন্যই এই আয়কর বিভাগের তরফে সম্মান পত্র প্রদান করা হয়েছে রজনীকান্তকে। আয়কর বিভাগকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাবার হয়ে সন্মান গ্রহণ করতে পেরে নিজেও খুব গর্বিত ঐশ্বর্য। সোশ্যাল মিডিয়া পেজে একাধিক ছবি শেয়ার করেছেন রজনীকান্ত কন্যা।

Trending Updates

বাবার অনুপস্থিতিতে সম্মান পত্র গ্রহণ করার মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঐশ্বর্য রজনীকান্ত। অন্যদিকে, পাঁচ বছর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ করদাতা হওয়ার জন্য আয়কর বিভাগের তরফে সম্মানিত করা হয় অভিনেতা অক্ষয় কুমারকে। 

সম্মান পত্র গ্রহণ করলেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য
সম্মান পত্র গ্রহণ করলেন রজনীকান্ত কন্যা ঐশ্বর্য

ঐশ্বর্য এ দিন অনুষ্ঠানের থেকে একাধিক ছবি নেটমাধ্যমে শেয়ার করে লেখেন, ‘একজন সর্বোচ্চ এবং নিয়মিত করদাতার গর্বিত কন্যা। #incometaxday2022 #onbehalfofmyfather-এ বাবকে সম্মান জানানোর জন্য তামিলনাড়ু এবং পুদুচেরির ইনকাম ট্যাক্স বিভাগকে অনেক ধন্যবাদ।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File