চার বছর দাম্পত্য জীবন কাটিয়ে দিলেন রাজ-শুভশ্রী, ফের বিয়ের পিঁড়িতে বসতে চান রাজ!
 Key Highlights
Key Highlights৪ বছর আগে ১১ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজ-শুভশ্রী। এই চার বছরে বহু উথান পতন এসেছে তাদের মধ্যে। এরইমধ্যে গতকাল নিজেদের চতুর্থ বিবাহ বার্ষিকীর দিনেই আবারো বিবাহের ইচ্ছাপ্রকাশ করলেন পরিচালক।
বর্তমানে টলিউডের অন্যতম পাওয়ার কাপল হয়ে উঠেছেন রাজ-শুভশ্রী জুটি। চার বছর আগে ১১ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এই চার বছরে বহু উথান পতন এসেছে তাদের মধ্যে। কিন্তু তার পরেও সর্বদা একে অপরের পরিপূরক হয়ে রয়ে গেছেন। কিন্তু সম্প্রতি পরিচালক বলে বসলেন তিনি নাকি আবার বিয়ে করতে চান। চতুর্থ বিবাহ বার্ষিকীর দিনেই কিনা আবারো বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।
ফের বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন পরিচালক রাজ চক্রবর্তী!
সংসার কাজ সব মিলিয়ে বেশ ভালই চলছিল এই জুটির কিন্তু হঠাৎ এই রাজের মুখে শোনা গেল অন্যকথা। চার বছর পেরিয়ে আবার বিয়ে করতে চাইছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি নিজের মুখেই এই কথা স্বীকার করে নিলেন তিনি। কিন্তু হঠাৎ কেন এই মতিভ্রম!
আসলে অন্য কাউকে নয় শুভশ্রীর সঙ্গেই ফের বাওয়ালি রাজবাড়িতে যেতে চান রাজ, ফের শুভশ্রীর সঙ্গে ঘুরতে চান সাত পাক। নিন্দুকেরা যা-ই বলুক না কেন আরো ৪০ বছর একসাথে কাটাতে চায় রাজশ্রী জুটি।
-  Related topics - 
- সেলিব্রিটি
- রাজ চক্রবর্তী
- শুভশ্রী গাঙ্গুলী
- বিবাহ বার্ষিকী
- টলিউড








 
 