সেলিব্রিটি

পর্ন কান্ডের জেরে ফের আইনি কাঠগড়ায় রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়ার বিরুদ্ধেও অভিযোগ উঠল

পর্ন কান্ডের জেরে ফের আইনি কাঠগড়ায় রাজ কুন্দ্রা, শার্লিন চোপড়ার বিরুদ্ধেও অভিযোগ উঠল
Key Highlights

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নাম আবারও উঠে এল পর্ণ ভিডিও কাণ্ডে। রাজ কুন্দ্রার বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট তৈরি করেছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ।

সাইবার পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে যে রাজ কুন্দ্রা শহরতলির দু'‌টি ডিল্যাক্স হোটেলে আপত্তিকর পর্ন ভিডিওর শুট করেছিলেন। আদালতে গত সপ্তাহেই চার্জশিট পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে। 

পর্নোগ্রাফি কান্ডের জেরে আবারও পুলিশী জেরায় অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা, জানুন এই ঘটনায় আর কে কে সামিল রয়েছেন

কেবলমাত্র অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাই নন এছাড়াও এই পর্নোগ্রাফি কান্ডের জেরে শার্লিন চোপড়া, পুনম পাণ্ডে, ফিল্ম প্রযোজক মীতা ঝুনঝুনওয়ালা ও ক্যামেরাম্যান রাজু দুবেকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে। পেশ হওয়া চার্জশিটে এও বলা হয়েছে যে এই চারজন অভিযুক্ত ব্যক্তি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য একাধিক ওটিটি প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছিলেন এইসব আপত্তিকর কনটেন্টগুলি।

বলিউড অভিনেত্রা শিল্পা শেট্টির সঙ্গে ২০০৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ কুন্দ্রা। রাজ ও শিল্পার দুই সন্তানও রয়েছেন। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার সঙ্গে তদন্তকারী সংস্থারা অভিনেত্রী শিল্পা শেট্টিকেও ডেকে পাঠিয়েছিলেন একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য। ২০১৯ সালের এক ঘটনার ভিত্তিতে এর আগেও ২০২১ সালে সাইবার পুলিশ রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। আর্মসপ্রাইম মিডিয়া লিমিটেডের ডিরেক্টর রাজ কুন্দ্রা নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে আপত্তিকর ভিডিওর প্রযোজক ও বিতরণের দায়িত্বে রয়েছেন বলে সেখানে দাবী করা হয়েছিল। এরপরই গত বছর ১৯শে জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছিলেন মুম্বই পুলিশ। রাজের সঙ্গে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। রাজের বিরুদ্ধে ৪৫০ পৃষ্ঠার চার্জশিট পেশ করা হয়। রাজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও আইটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়। এরপর রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখা হয়। সেই বছরের সেপ্টেম্বরে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রা জামিন পেয়ে যান। ৫০ হাজার টাকার বন্ডে তিনি মুম্বইয়ের আর্থুর রোড জেল থেকে ছাড়া পান তিনি।

সাইবার পুলিশের মতে, কুন্দ্রার কোম্পানি পুনম এবং ঝুনঝুনওয়ালার সঙ্গে অপরাধে সহায়তা করেছেন। এমনকী তাঁদের এই শর্ট অ্যাডাল্ট ভিডিওগুলিতে এমন কিছু মডেল অভিনয় করেছেন, যারা এখন নিখোঁজ। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ছাড়া পাওয়ার পর থেকে রাজ কুন্দ্রা সেভাবে নিজেকে প্রকাশ্যে নিয়ে আসেন না। এমনকী তিনি কোথাও এখন গেলে নিজের মুখ সম্পূর্ণভাবে ফেস মাস্কে ঢেকে রাখেন এবং হুডি পরে থাকেন।