Aniket Mahato | ডক্টরস ফ্রন্ট থেকে ইস্তফা! ফের আরজি কর হাসপাতালেই পোস্টিং পেলেন অনিকেত মাহাতো
Sunday, January 4 2026, 5:00 am

Key Highlightsশুক্রবার অনিকেত মাহাতো, সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আজ এই পোস্টিংয়ের নোটিফিকেশন প্রকাশ্যে আসে।
শুক্রবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিয়েছেন ডাক্তার অনিকেত মাহাতো। তারপরই তিনি দাবি করেন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এখনও তাঁকে পোস্টিং দেয়নি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে আজ অনিকেতকে আরজি করে পোস্টিংয়ের নোটিফিকেশন প্রকাশ্যে এসেছে। যদিও স্বাস্থ্য দফতরের যে নোটিফিকেশন তাতে ৩১ ডিসেম্বর ২০২৫ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, "এই আইনি জয় এক দৃষ্টান্ত তৈরি করল।"
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- রাজ্য
- ডাক্তার
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত


