Grok | ক্রমশ বাড়ছে অশ্লীল-কুরুচিকর কনটেন্ট! গ্রক-AI নিয়ে মাস্কের X-কে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিলো কেন্দ্র
Friday, January 2 2026, 4:53 pm
Key Highlightsকেন্দ্র সাফ জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্ম থেকে সমস্ত আপত্তিকর ও যৌন উদ্দীপক কন্টেন্ট মুছে ফেলতে হবে।
সম্প্রতি কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখে শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী অভিযোগ করেন, গ্রক এআইকে কাজে লাগিয়ে মহিলাদের অশ্লীল, আপত্তিকর এবং যৌন উসকানিমূলক ছবিভিডিও বানানো হচ্ছে। শুক্রবার এই বিষয়ে ‘এক্স’কে কড়া নোটিস পাঠালো ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কেন্দ্রের নির্দেশ, X এর নিজস্ব এআই চ্যাটবট ‘গ্রক’ দিয়ে তৈরী সমস্ত আপত্তিকর ও যৌন উদ্দীপক কন্টেন্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলতে হবে। বিস্তারিত ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ওপেনএআই
- অশ্বিনী বৈষ্ণব
- ইলন মাস্ক
- ভারত
- অশ্লীল ভিডিও

