Uttar Pradesh | এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশে গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত, মাথার দাম উঠেছিল লাখে!

Tuesday, January 6 2026, 10:45 am
Uttar Pradesh | এনকাউন্টারে খতম উত্তরপ্রদেশে গণধর্ষণ কাণ্ডের অভিযুক্ত, মাথার দাম উঠেছিল লাখে!
highlightKey Highlights

লখিমপুরখেরীর দিয়ারা সেতুর কাছে লাম্ভুয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টারের।


উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত। লখিমপুরখেরীর দিয়ারা সেতুর কাছে লাম্ভুয়া এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টারের। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ছিলেন তালিব ওরফে আজম খান। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি। মাথার দাম ছিল এক লক্ষ টাকা। সোমবার পুলিশ খবর পায়, লখিমপুরখেরির দিয়ারা সেতুর কাছে লাম্ভুয়া এলাকায় দুই সঙ্গী সলমান ও মুখতারের সঙ্গে জরো হয়েছে তালিব। ধর্ষণ ছাড়াও গোহত্যা, ডাকাতি এবং গাড়িচুরি-সহ ১৭টি অপরাধের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File