Assembly Election | কমতে পারে বাংলায় ভোট দফার সংখ্যা, বেশি সংখ্যক বাহিনীর প্রস্তাবে মিললো আভাস!

Tuesday, January 6 2026, 9:52 am
Assembly Election | কমতে পারে বাংলায় ভোট দফার সংখ্যা, বেশি সংখ্যক বাহিনীর প্রস্তাবে মিললো আভাস!
highlightKey Highlights

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। সেই সঙ্গে এবারের ভোটে দফার সংখ্যা কমার ইঙ্গিত মিলছে।


বেজে গিয়েছে বাংলায় ভোটের দামামা। এই নিয়ে সোমবারই বাংলার মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন CEC জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতি সপ্তাহে জেলা ভিত্তিক রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। সেই সঙ্গে এবারের ভোটে দফার সংখ্যা কমার ইঙ্গিত মিলছে। সোমবারের বৈঠকে বেশি বাহিনী চেয়েছেন CEO। সেক্ষেত্রে ভোটে দফা কমার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দফা কমলে, এক এক দিনে অনেক জায়গায় একসঙ্গে নির্বাচন হবে। সেক্ষেত্রে আরও বেশি পরিমাণ বাহিনীর প্রয়োজন হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File