সেলিব্রিটি

মিমির কাছে আয়োজকদের তরফ থেকে ফোন গিয়েছিল! KIFF নিয়ে অভিনেত্রীর করা অভিযোগ প্রসঙ্গে জানালেন রাজ

মিমির কাছে আয়োজকদের তরফ থেকে ফোন গিয়েছিল! KIFF নিয়ে অভিনেত্রীর করা অভিযোগ প্রসঙ্গে জানালেন রাজ
Key Highlights

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকেও ফোন গিয়েছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে, দাবি করলেন পরিচালক রাজ চক্রবর্তী।

২৫শে এপ্রিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে গোটা টলিপাড়া উপস্থিত ছিল। বিশেষ অতিথি হিসাবে সেখানে হাজির ছিলেন শক্রুঘ্ন সিনহা, এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের গ্ল্যামার কোশেন্ট বাড়াতে সেখানে যোগ দিয়েছিলেন নুসরত, কোয়েল, শুভশ্রী, সায়ন্তিকারা। তবে এই সম্পূর্ণ অনুষ্ঠানে দেখা মিলল না অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর। কেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না মিমি? 

 সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন উঠতে কী বললেন মিমি? অভিযোগের আঙুল উঠলো কোন দিকে জানেন

মিমি চক্রবর্তী জানান, মিমির কাছে নাকি সঠিকভাবে আমন্ত্রণ পৌঁছায়নি। পরিচালন সমিতির তরফে নাকি কেউ একটা এসএমএস পর্যন্ত করেনি। এটাই তাঁর খারাপ লাগা। সঙ্গে মিমি আরও বলেন, ‘দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) পক্ষে সব কিছুতে সমান নজর রাখা সম্ভব নয়। যাঁদের দিদি চলচ্চিত্র উৎসব পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য।’ প্রসঙ্গত বর্তমানে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছেন তিনি। তবে কী নাম না করেই রাজ চক্রবর্তীর দিকে অভিযোগের আঙুল তুললেন মিমি। 

তবে এই অভিযোগ একেবারেই সহজ ভাবে নেননি রাজ চক্রবর্তী। যাদবপুরের তারকা সাংসদের যাবতীয় অভিযোগের জবাব দিলেন পরিচালক। তিনি জানান, ‘কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। অভিনেত্রী-সাংসদকে কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে পারফর্ম করার জন্য পরিচালক সুদেষ্ণা রায় নিজে ফোন করেছিলেন। অভিনেত্রী জানান, উনি ব্যস্ত। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে আয়োজকদের পক্ষ থেকেও ওঁর কাছে ফোন যায়। তা হলে উনি অপমানিত কোথায় হলেন?’


Uttarakhand Accident | নৈনিতালে খাদে পড়লো যাত্রীবাহী গাড়ি, মৃত্যু তিন শিক্ষকের, আহত ১
Uttarakhand | আলমোড়ার স্কুল থেকে উদ্ধার ১৬১টি বিস্ফোরক জিলেটিন স্টিক! ফের নাশকতার ছক?
Weather Update | শীতের ভ্রূকুটি বঙ্গে, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Andhra Pradesh Bus Accident | অন্ধ্রপ্রদেশে লাক্সারি বাসে লাগলো আগুন, পুড়ে মৃত ২৫ জন, আহত একাধিক
Netaji Subhas Chandra Bose | 'আমাদের একজন নেতাজী ছিলেন।' দুর্বিনীত হিটলারের রাজত্বে যিনি পত্তন করেছিলেন আস্ত এক ভারতীয় ফৌজের, কেমন ছিল সেই দুঃসাহসিক অভিযান?
Bankim Chandra Chattopadhyay | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবলমাত্র সাহিত্যিক বা লেখক নন, উপরন্তু তিনি যুগস্রষ্টা!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo