বুধবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা, আজ দক্ষিণবঙ্গের ৩ জেলায় হতে পারে বর্ষণ
আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা কমলেও আবারো বুধবার থেকে বৃদ্ধি পেতে পারে এই তাপমাত্রা
পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য অনেকটাই আলাদা। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে। কিন্তু তারপরে আবারো বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের পারদ।
গরমের দাবদাহ থেকে কী মিলবে রেহাই? কী জানাল হাওয়া অফিস
উত্তরবঙ্গে এখনই বৃষ্টি থামছে না। দক্ষিণবঙ্গের তেমন একটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা কমবে। তবে আবারও বুধবার বা বৃহস্পতিবার এর দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের। আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আলিপুর আবহাওয়া দপ্তর
- বৃষ্টিপাত
- রাজ্য