চৈত্রের প্রচন্ড গরম থেকে স্বস্তি দেবে কালবৈশাখী, বাংলার কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা জানেন
Monday, March 28 2022, 6:33 am
Key Highlightsআকাশ মেঘলা থাকলেও কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত বৃষ্টি হয়নি। তবে আজ কি কালবৈশাখীর ঝড়ো হাওয়া স্বস্তি বয়ে নিয়ে আসবে?
চৈত্রের গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। এরই মাঝে আজ মিলতে পারে স্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা নাগাদ কালবৈশাখী ধেয়ে আসতে পারে।
বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কোন কোন অঞ্চলে? তা জেনে নেওয়া যাক
আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস আছে। এদিকে দক্ষিণবঙ্গের আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে না সেভাবে। উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।
রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে৷ সঙ্গে বইবে ঝড়ো হাওয়া৷
- Related topics -
- আবহাওয়া
- বৃষ্টিপাত
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর








