দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি, রবিবার পর্যন্ত কোন কোন জেলায় বৃষ্টি হবে জেনে নেওয়া যাক

Friday, June 24 2022, 1:05 pm
highlightKey Highlights

বর্ষার আগমনের পরেও বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। তার জেরে বৃষ্টির ঘাটতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।


শুক্রবার, ২৪ শে জুন অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে।

এবছর দক্ষিণবঙ্গে বেশ দেরিতে বর্ষা ঢুকেছে। হাওয়া অফিস সুত্রে জানিয়েছে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ২৫ শতাংশে ঠেকেছে। কলকাতার মতো একাধিক জেলায় ঘাটতির পরিমাণ ৫০ শতাংশ ঠেকেছে। হাওড়ায় তো ৭০ শতাংশ ছাড়িয়েছে।

Trending Updates

আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হচ্ছে। আপাতত উত্তর-পশ্চিমবঙ্গে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির ইঙ্গিত মেলেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File