WB Weather Update| ছিটে ফোঁটা বৃষ্টিতে আশা, হতে পারে ঝড় সহ বৃষ্টি

Friday, April 21 2023, 2:30 pm
highlightKey Highlights

গরম হাওয়ার মধ্যেই কলকাতার কয়েকটি এলাকায় হঠাৎই ছিটেফোঁটা বৃষ্টি৷ গরমের দাপটের মাঝে অবশেষে সুখবর দিয়েছিল হাওয়া অফিস।


তীব্র দাবদাহের পর অবশেষে সস্তির। শুক্রবার দুপুর থেকেই কলকাতার গোটা আকাশ ভরে গেলো মেঘে। বিকেলের মধ্যে হালকা ছিটে ফোঁটা বৃষ্টিতে ভিজলে তিলোত্তম।র কয়েকটি এলাকা৷ তবে কি এবার নিস্তার পাওয়া যাবে গরম থেকে?  গরমের দাপটের মাঝে অবশেষে সুখবর দিয়েছিল হাওয়া অফিস।

বিকেলে পড়লো ছিটে ফোটা বৃষ্টি 
বিকেলে পড়লো ছিটে ফোটা বৃষ্টি 

আইএমডি (IMD) সূত্রে খবর, এখনও তাপ প্রবাহের সতর্কতা জারি রয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশাতে। কিন্তু রয়েছে সুখবরও। সপ্তাহ শেষেই হবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ঝড় বৃষ্টি (Rain) হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায়। বৃষ্টির ফলে কমতে পারে তাপমাত্রাও। রবিবার থেকে কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায়। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীুরে।

সপ্তাহান্তে ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস 
সপ্তাহান্তে ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস 

প্রচন্ড গরমে হাসফাঁস করছে গোটা বঙ্গবাসী। রীতিমত তীব্র গরমের কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্যও। শুক্রবার বিকেলের ছিটে ফোটা বৃষ্টিই যেনো দেখালো আশার আলো। যদিও গরম হওয়ার মধ্যেই বৃষ্টি পড়ায় তাপমাত্রার খুব একটা হের ফের হয়নি। তবে শনিবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় সহ বৃষ্টির পূর্বাভাস দিল হওয়া দফতর। যার ফলে এবার শান্তি পাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File