FIFA World Cup Qatar 2022 | ‘কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া বড় ভুল’ : Sepp Blatter

Wednesday, November 9 2022, 10:08 am
highlightKey Highlights

প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার কাতার বিশ্বকাপকে 'ভুল' বলেছেন এবং জানিয়েছেন এই দায়িত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাওয়া উচিত ছিল।


আগামী ২০শে নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। হাতে আর মাত্র কয়েক দিন, এরই মধ্যে বিশ্বকাপের প্রাক্তন রাষ্ট্রপতি সেপ ব্লাটার মন্তব্য করেছেন যে কাতারকে এটি প্রদান করা একটি "ভুল" ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, টুর্নামেন্টের ৯২ বছরের ইতিহাসে, এই প্রথমবারের মতো টুর্নামেন্টটি মধ্যপ্রাচ্যের কোনো দেশকে দেওয়া হয়েছে। ব্লাটার ১৭ বছর ধরে ফিফার দায়িত্বে ছিলেন। তাঁরদায়িত্বকালে দুর্নীতির অভিযোগও উঠেছিল। ব্লাটার বলেছেন, ‘‘কাতার (Qatar) খুবই ছোট দেশ। ফুটবল এবং বিশ্বকাপ ওদের তুলনায় অনেকটাই বৃহৎ ব‌্যাপার। কাতারকে বিশ্বকাপ আয়োজক হিসাবে বেছে নেওয়াটা একটা বড় ভুল।’’ ব্লাটার আরও জানিয়েছেন যে, সেই সময় ফিফার প্রেসিডেন্ট পদে তিনিই ছিলেন। ফলে যাবতীয় দায় তাঁরই।

সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শ্রমিকদের প্রতি আচরণ এবং বিধিনিষেধমূলক সামাজিক আইনের কারণে কাতার তীব্র চাপের মুখে পড়েছে। দেশটির মানবাধিকার রেকর্ডের কারণে দল এবং কর্মকর্তাদের টুর্নামেন্ট বয়কট করার আহ্বান জানানো হয়েছে। ২০১০ সালে, যখন কাতার টুর্নামেন্টে পুরস্কৃত হয়, তখন ব্লাটার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ছিলেন। ৮৬ বছর বয়সী ব্লাটার সুইস সংবাদপত্র টেজেস আনজেইগারকে বলেন, "এটি একটি দেশের জন্য খুবই ছোট। ফুটবল এবং বিশ্বকাপ এর জন্য অনেক বড়।"

Trending Updates
ফুটবল বিশ্বকাপে কাতারের আট স্টেডিয়াম
ফুটবল বিশ্বকাপে কাতারের আট স্টেডিয়াম

It was a bad choice and I was responsible for that as president at the time. Thanks to the four votes of Platini and his [Uefa] team, the World Cup went to Qatar rather than the United States. It's the truth. 

Joseph "Sepp" Blatter (Swiss former football administrator who served as the eighth President of FIFA from 1998 to 2015.)

তিনি উল্লেখ করেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছেন কিন্তু ২০২২ সালের আয়োজক হওয়ার জন্য পাঁচ-প্রার্থীর প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে কাতারের বিডটি পরাজিত হয়েছিল। একই বছর, ২০১৮ বিশ্বকাপও রাশিয়াকে দেওয়া হয়েছিল। ব্লাটার ফিফার সভাপতি হিসেবে ১৭ বছর অতিবাহিত করেছিলেন কিন্তু ২০১৫ সালে তিনি প্লাতিনির কাছে দুই মিলিয়ন সুইস ফ্রাঙ্কের স্থানান্তর বেআইনিভাবে করার অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হন, যিনি ফিফায় তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

খালিদ সালমান (কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর)
খালিদ সালমান (কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর)

২০১০ সাল থেকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিশাল নির্মাণ প্রকল্পের মাধ্যমে ২০১০ সাল থেকে রূপান্তরিত দোহা শহরের আশেপাশের আটটি স্টেডিয়ামে ৩২টি দল ৬৪টি খেলা খেলবে। বিশ্বকাপের সময় কাতারে প্রায় ১.২ মিলিয়ন আন্তর্জাতিক দর্শকের আগমনের আশা নিয়ে গেমগুলি ২০শে নভেম্বর থেকে শুরু হয়৷ আয়োজক দেশে থাকার জন্য সীমিত জায়গা সহ, কেউ কেউ প্রতিবেশী রাজ্যগুলি থেকে যাত্রা করবে।

যাঁরা বিশ্বকাপের সময় আসবেন, তাঁদের আমাদের দেশের আইনকে মেনে চলতে হবে। সমকামিতা মানসিক অসুখ। মনের ক্ষতি করে।

খালিদ সালমান (কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর)




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File