বিনোদন

Pushpa 2 | পায়ে ঘুঙুর, পরনে শাড়ি, গলায় দুলছে মালা! গায়ে নীল রং মেখে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে আল্লু অর্জুন! প্রকাশ্যে এলো পুষ্পা ২-র টিজার!

Pushpa 2 | পায়ে ঘুঙুর, পরনে শাড়ি, গলায় দুলছে মালা! গায়ে নীল রং মেখে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে আল্লু অর্জুন! প্রকাশ্যে এলো পুষ্পা ২-র টিজার!
Key Highlights

আল্লু অর্জুনের ৪১তম জন্মদিনে প্রকাশিত হলো পুষ্পা ২-র টিজার। পুষ্পা ২ : দ্য রুল এর টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই, ইন্টারনেট উত্তেজনার সঙ্গে আলোড়িত হয়ে ওঠে। এক মিনিট আট সেকেন্ডের টিজার দেখে রীতিমতো ভক্তেরা আনন্দে লাফিয়ে উঠেছেন।

২০২১ সালে বক্স অফিস ও সিনেমা প্রেমীদের মনে দাপিয়ে বেরিয়েছিল 'পুষ্পা'। ‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’, এই সংলাপ মাতিয়েছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশের সীমানা ছাড়িয়ে আল্লু অর্জুনের এই সিনেমা জনপ্রিয়তা লাভ করেছিল বিদেশেও। ফের আরেকবার ভক্তদের মন জয় করতে প্রধান অভিনেতা অর্থাৎ আল্লু অর্জুনের ৪১তম জন্মদিনে প্রকাশিত হলো পুষ্পা ২-র টিজার (pushpa 2 teaser)। পুষ্পা ২ : দ্য রুল (pushpa 2: the rule) এর টিজারটি প্রকাশের সঙ্গে সঙ্গেই, ইন্টারনেট উত্তেজনার সঙ্গে আলোড়িত হয়ে ওঠে। এক মিনিট আট সেকেন্ডের টিজার দেখে রীতিমতো ভক্তেরা আনন্দে লাফিয়ে উঠেছেন। সুন্দর ভিজ্যুয়াল এফেক্ট, প্রাণবন্ত রং এবং ব্যাকগ্রাউন্ডে দেখা 'জাঠারা' সিকোয়েন্স সবাইকে অবাক করে দিয়েছে। এসব ছাড়াও অতুলনীয় আবহ সংগীত হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে সকলের।

আরো পড়ুন: Ajker bangla khabar

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা ২ : দ্য রুল (pushpa 2: the rule)’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়ে যায়। নতুন এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে শুরু থেকেই উৎসাহ, উদ্দীপনা রয়েছে। তা আরও বেড়ে যায় ফার্স্টলুক প্রকাশ্যে আসার পর থেকে। সোমবার সকালে সিনেমার পয়লা ঝলক দেখে প্রত্যাশার পারদ আরও চড়ে যায়। পুষ্পা ২-র টিজার (pushpa 2 teaser)-এ আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র (Gangamma Thalli) অবতারে দেখা গেল। সঙ্গে শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যাঁর জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য। এমনকি সেই লুকের জন্য নীল শাড়ি পরে মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স দেখালেন আল্লু অর্জুন। ছবির এক মোড় ঘোড়ানো অংশকেই টিজার হিসেবে সামনে আনলেন দক্ষিণী সুপারস্টার।

ইন্ডাস্ট্রি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে। পয়লা ঝলকেই বুঝিয়ে দিল যে ‘পুষ্পা ২’ চব্বিশের বক্স অফিসে রাজত্ব করবে। ইতিমধ্যেই এদিন প্রকাশিত মাত্র কয়েক মিনিটেই এই ছবির টিজার পনের লাখের বেশি ভিউজ পেয়েছে। উল্লেখ্য, পুষ্পার বাজেট ছিল ১৯৩ কোটি। তবে পুষ্পা ২-র বাজেট (pushpa 2 budget) প্রায় ৪০০ কোটি বলে খবর। পুষ্পা ২-র মুক্তির তারিখ (pushpa 2 release date) ১৫ই আগস্ট। অর্থাৎ এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বছরের ১৫ অগাস্ট। সুকুমার পরিচালিত এই ছবির প্রযোজক 'মৈত্রি মুভি মেকার্স'। অল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না, ফাহাদ ফাসিল ফিরবেন তাঁদের চরিত্রে, এবং দেখা যাবে মুখ্য চরিত্রে। নতুন মুক্তি প্রাপ্ত টিজার দর্শকদের বহুদিনের প্রতীক্ষা আরও অনেকটাই বাড়িয়ে তুলেছে তা বলাই যায়। মাত্র ১ মিনিট ৮ সেকেন্ডেরটিজারে অর্জুনের বহর, চোখ ধাঁধানো রং এবং উচ্চমানের অ্যাকশন ও দৃশ্যায়ণ, টিজার রীতিমতো শিহরণ জাগিয়ে তুলেছে দর্শকদের মনে। ৪ ঘণ্টায় ইউটিউবে ৭.৩ মিলিয়ন ভিউজ, সিনেমার এই ঝলক যে দর্শক সাদরে গ্রহণ করেছেন তা প্রমাণিত।

আরো পড়ুন: Motivational story in bengali

উল্লেখ্য, পুষ্পা ২-র মুক্তির তারিখ (pushpa 2 release date) সামনে আসার ছয় মাস আগেই পুষ্পা ৩ এর ঘোষণা করেছিলেন আল্লু অর্জুন। এক রিপোর্ট মোতাবেক, আল্লু ভক্তদের পুষ্পার তৃতীয় ভাগের জন্য কউন্টডাউন শুরু করার কথা বলেন। এদিকে ৭ এপ্রিল রাতে আল্লু অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়ায় পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার পোস্ট করেন। সেখানে অভিনেতাকে রঙচঙে একটি শার্টের সঙ্গে লুঙ্গি পরে কুড়ুল হাতে একটি সিংহাসনে বসে থাকতে দেখা যায়। এরপর অবশেষে প্রকাশ্যে আসে সিনেমার টিজার। এখন সকলেই অপেক্ষায় ১৫ই আগস্টের।


Child Rape | বন্ধুত্বের অ্যাপেই লুকিয়ে ছিলো মারণফাঁদ, দুই বছর ধরে ১৪ জন পুরুষের যৌন নির্যাতনের শিকার নাবালক
SSKM | SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Bidhannagar | বিধাননগর থেকে ছুটবে নতুন লোকাল ট্রেন, পুজোর মরশুমে স্বস্তি নিত্যযাত্রীদের
Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
Sourav Ganguly | ৬ বছর পর CAB প্রেসিডেন্ট পদে ফিরলেন মহারাজ, ফের ক্রিকেট প্রশাসনে সৌরভ গঙ্গোপাধ্যায়
Mimi Chakraborty | বেটিং কাণ্ডে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব ED-র! স্ক্যানারে রয়েছেন উর্বশীও
Earthquake In Assam | অসম-সহ গোটা উত্তরবঙ্গ কাঁপলো ভূমিকম্পে, মৃদু কম্পন অনুভূত হল কলকাতাতেও