রাজনৈতিক

ফের করোনা ভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রয়েছেন আইসোলেশনে

ফের করোনা ভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রয়েছেন আইসোলেশনে
Key Highlights

ফের কোভিড আক্রান্ত হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার প্রিয়াঙ্কা গান্ধী নিজে টুইট করে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

দ্বিতীয়বার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে গত ৩রা জুন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দু'‌জনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধী টুইটে জানান, '‌আজকে কোভিড পজিটিভ ধরা পড়েছে। নিজেকে আইসোলেট করে দিয়েছি এবং সব ধরনের নিয়ম মেনে চলছি।'‌ এ বছরের জুন মাসে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি লখনউয়ের সফর ছাঁটাই করে দিল্লিতে ফিরে আসেন। সফর সূচীর এই পরিবর্তন নিয়ে দলের পক্ষ থেকে সেই সময় কোনও ব্যাখা দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে কংগ্রেসের পুনরুত্থান নিয়ে লখনউতে বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠক বাতিল করে প্রিয়াঙ্কা দিল্লি ফিরে যান। সেই সময় কংগ্রেসের সভাপতি তথা প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় প্রিয়াঙ্কারও করোনা টেস্ট করা হয়েছিল, তখন তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ভারতে কোভিড-১৯-এর সংখ্যা বৃদ্ধি পেয়ে একদিনে ১২,৭৫১টি নতুন কেস রেকর্ড হয়। এই নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪,৪১,৭৪,৬৫০। তবে অ্যাক্টিভ কেসের সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১,৩১,৮০৭টি। মঙ্গলবার দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৬,৭৭২ জন। নতুন ৪২টি মৃত্যুর মধ্যে ১০টি মৃত্যু কেরলে হয়। মন্ত্রকের মতে মোট সংক্রমণের ০.‌৩০ শতাংশ অ্যাক্টিভ কেস অন্যদিকে করোনায় জাতীয় সুস্থতার হার ৯৮.‌৫১ শতাংশ। মঙ্গলবার দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা হ্রাস পেয়ে ৩,৮০৩-এ দাঁড়িয়েছে।