রাজনৈতিক

ফের করোনা ভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রয়েছেন আইসোলেশনে

ফের করোনা ভাইরাসে আক্রান্ত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, রয়েছেন আইসোলেশনে
Key Highlights

ফের কোভিড আক্রান্ত হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার প্রিয়াঙ্কা গান্ধী নিজে টুইট করে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

দ্বিতীয়বার কোভিড-১৯-এ আক্রান্ত হলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে গত ৩রা জুন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দু'‌জনেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

বুধবার প্রিয়াঙ্কা গান্ধী টুইটে জানান, '‌আজকে কোভিড পজিটিভ ধরা পড়েছে। নিজেকে আইসোলেট করে দিয়েছি এবং সব ধরনের নিয়ম মেনে চলছি।'‌ এ বছরের জুন মাসে প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি লখনউয়ের সফর ছাঁটাই করে দিল্লিতে ফিরে আসেন। সফর সূচীর এই পরিবর্তন নিয়ে দলের পক্ষ থেকে সেই সময় কোনও ব্যাখা দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে কংগ্রেসের পুনরুত্থান নিয়ে লখনউতে বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠক বাতিল করে প্রিয়াঙ্কা দিল্লি ফিরে যান। সেই সময় কংগ্রেসের সভাপতি তথা প্রিয়াঙ্কা গান্ধীর মা সোনিয়া গান্ধীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় প্রিয়াঙ্কারও করোনা টেস্ট করা হয়েছিল, তখন তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ভারতে কোভিড-১৯-এর সংখ্যা বৃদ্ধি পেয়ে একদিনে ১২,৭৫১টি নতুন কেস রেকর্ড হয়। এই নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪,৪১,৭৪,৬৫০। তবে অ্যাক্টিভ কেসের সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১,৩১,৮০৭টি। মঙ্গলবার দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫,২৬,৭৭২ জন। নতুন ৪২টি মৃত্যুর মধ্যে ১০টি মৃত্যু কেরলে হয়। মন্ত্রকের মতে মোট সংক্রমণের ০.‌৩০ শতাংশ অ্যাক্টিভ কেস অন্যদিকে করোনায় জাতীয় সুস্থতার হার ৯৮.‌৫১ শতাংশ। মঙ্গলবার দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা হ্রাস পেয়ে ৩,৮০৩-এ দাঁড়িয়েছে।


Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?
Waqf Hearing | ওয়াকফ কাউন্সিলে নিয়োগে স্থগিতাদেশ! ৭ দিনের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট চাইলো সুপ্রিম কোর্ট!
Chhattisgarh | ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ! অভিযুক্ত ১৩ বছরের নাবালক!
ATM on Train | চলন্ত ট্রেনের ভেতরে ATM পরিষেবা! অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেলওয়ে!
Mamata on Waqf Violence | মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মমতা!
Kultali | চাকরি নিয়ে দুশ্চিন্তা, সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন শিক্ষক!
SSC 2016 Panel Cancel | 'সোমেই প্রকাশ হবে যোগ্য-অযোগ্য তালিকা'- আশ্বাস শিক্ষামন্ত্র্রীর! জানালো ১২ সদস্যের প্রতিনিধি দল