টাটাদের হাতেই উঠল Neelachal! জানুন সব তথ্য!

Tuesday, July 5 2022, 10:17 am
highlightKey Highlights

দেশে ফের একটি কেন্দ্রীয় সংস্থা বেসরকারি হাতে। ১২ হাজার কোটি টাকার বিনিময়ে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড-এর নতুন মালিক টাটা গোষ্ঠী।


ভারত সরকারের বেসরকারিকরণের ধারা অব্যাহত রয়েছে। আরও এক জনপ্রিয় বেসরকারি সংস্থা নীলাচল ইস্পাত নিগাম লিমিটেডের (Neelachal Ispat Nigam Limited)-এর বেসরকারিকরণের কাজ সম্পন্ন হল। যার ফলে, দেশের এই সংস্থার পাকাপাকিভাবে কেন্দ্রের হাত থেকে উঠল এমএনসি সংস্থা টাটাদের হাতে। এই নিয়ে দেশের আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার মালিকানা গেল টাটাদের হাতে।

প্রসঙ্গত, কিছু মাস পূর্বেই কেন্দ্রীয় সরকারের হাত থেকে টাটাদের হাতে উঠেছে এয়ার ইন্ডিয়া (Air India)। বিশিষ্ট এই পরিবাহী সংস্থাকে ১৮ হাজার কোটি টাকায় কিনে নিয়েছে টাটা গোষ্ঠী (Tata Group)। নীলাচলের ক্ষেত্রেও দেশের অন্যতম প্রাচীন এই সংশার প্রতিই ভরসা রাখল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: Bangladesh: বাড়ছে অপরাধ, ১৮-র অপরাধীকে নাবালক বলতে নারাজ মন্ত্রিসভা!

Trending Updates

নীলাচল ইস্পাত নিগম যে বিক্রি হতে চলেছে- তা কেন্দ্রীয় বাজেটের সময়ই স্পষ্ট হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় বাজেটের দিনই, সরকার ঘোষণা করে যে বেসরকারিকরণের পথে হাঁটবে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড (Neelachal Ispat Nigam Limited)। এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার যে ছাড়তে চলেছে সরকার- সেটি নিশ্চিত হওয়ার পরেই- শুরু হয় বেসরকারিকরণের কাজ। অবশেষে ১২ হাজার কোটির বিনিময়ে সেই পদ্ধতি সম্পূর্ণ করা হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File