ভারতের কোন অভিনেতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পান জানেন?

Saturday, November 27 2021, 4:44 pm
highlightKey Highlights

ভারতের সবচেয়ে দামি অভিনেতা দক্ষিণী তারকা প্রভাস। তামিল নাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশকে ছাপিয়ে এখন তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আসমুদ্রহিমাচলে।


বলিউডের তাবড় তাবড় সব অভিনেতাদের পিছনে ফেলে পারিশ্রমিক নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলেন দক্ষিণী অভিনেতা প্রভাস।

একের পর এক ছবি সুপারহিট 

'বাহুবলী' ছবি মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তার শিখরে ওঠেন দক্ষিণী এই অভিনেতা । জানা গেছে ,অভিনেতা প্রভাস প্রতি ছবি পিছু তিনি ১০০ কোটি রুপিরও বেশি পারিশ্রমিক নিতেন। বর্তমানে তা আরও একধাপ এগিয়েছে ।

Trending Updates
দক্ষিণী সুপারস্টার প্রভাস
দক্ষিণী সুপারস্টার প্রভাস

এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে তাঁর হাতে

‘রাধে শ্যাম’, ‘সালার’, ‘আদিপুরুষ’, ‘প্রজেক্ট কে’ ও ‘স্পিরিট’ এর মতো প্রায় হাফ ডজন ছবি এই মুহূর্তে তাঁর ঝুলিতে আছে। তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা এবং মুম্বাইসহ তাঁর ভক্তের সংখ্যা পুরো ভারত জুড়েই ক্রমবর্ধমান। বলিউডের প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে এই মুহূর্তে ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ ও ‘স্পিরিট’ ছবিতে কাজ করছেন প্রভাস।

ভূষণ কুমারের সঙ্গে প্রভাস
ভূষণ কুমারের সঙ্গে প্রভাস

বলিউডের অভিনেতাদের পিছনে ফেলে রেখে এগিয়ে গেলেন দক্ষিণী সুপারস্টার

গত দশ বছরে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সিনেমা পিছু ১০০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলিউডের দুজন সুপারস্টার। তাঁরা হলেন সলমন খান এবং অক্ষয় কুমার। এবার সেই তালিকায় যুক্ত হল প্রভাসের নাম। 

সলমন-অক্ষয় কে ছাপিয়ে ভারতের সবচেয়ে দামি অভিনেতা প্রভাস
সলমন-অক্ষয় কে ছাপিয়ে ভারতের সবচেয়ে দামি অভিনেতা প্রভাস

তবে প্রভাস বলিউডের সলমন খান ও অক্ষয় কুমারকেও ছাপিয়ে গেছেন। এখন তাঁর প্রতি ছবিতে পারিশ্রমিক ১৫০ কোটি টাকা। এক কথায় তিনি এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামি অভিনেতা ; চলচ্চিত্র জগতের বেতাজ বাদশা। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File