Ponniyin Selvan 2 | চারদিনেই বক্স অফিসে ২০০ কোটি আয় পোনিয়িন সেলভান ২ -এর!
বক্স অফিসে কেবল চারদিনেই যায় ২০০ কোটি! পোনিয়িন সেলভান ২ -এর প্রশংসা দেশ ছাপিয়ে বিদেশেও।
মুক্তি হওয়ার ৪ দিনের মাথাতেই বক্স অফিস হিট 'পোনিয়িন সেলভান ২' ('Ponniyin Selvan 2')। কেবল বক্স অফিসেই আয় ২০০ কোটি! রীতিমতো দেশ পেরিয়ে বিদেশেও সাধারণ দর্শকের সঙ্গে সমালোচকদেরও মন জয় করেছে মণি রত্নমের (Mani Ratnam) এই ছবি।
গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে মণি রত্নমের ম্যাগনাম ওপাস 'পোনিয়িন সেলভান ২'। ঐতিহাসিক ড্রামা (Historic Drama) ঘরানার এই সিনেমা প্রথম দুই দিনেই দেশে ব্যবসা করে ফেলেছিল ৫০ কোটির। তিন দিনের শেষে কেবল ভারতেই মোট ৮০ কোটি টাকার ব্যবসা করে পোনিয়িন সেলভান ২'। সূত্রের খবর, চার দিনের মাথায় এই অঙ্ক দাঁড়ায় ২০০ কোটিতে!
চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), জয়ম রবি (Jayam Ravi), কার্তি (Karthi), তৃষা কৃষ্ণণ (Trisha Krishnan), আর শরৎকুমার (R Sarathkumar), জয়রাম (Jayaram), প্রভু (Prabhu), ঐশ্বর্য লক্ষ্মী (Aishwarya Lexmi), সোভিতা ধুলিপালা (Sovita Dhulipala), বিক্রম প্রভু (Vikram Prabhu), প্রকাশ রাজ ( Prakash Raj) প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বিশ্বখ্যাত এ আর রহমান (AR Rahman) এবং গানের কথা লিখেছেন গুলজার (Gulzar)।
এই হিট সিনেমা প্রধানত দেশের তামিল-ভাষী অঞ্চলে সাড়া পাচ্ছে বেশি। সোমবার পর্যন্ত, তামিল-ভাষী অঞ্চলে ৫৮.০৪ শতাংশ, হিন্দিভাষী অঞ্চলে ১৪.২১ শতাংশ ও মালায়লাম ভাষী অঞ্চলে ৩৪.৩৯ শতাংশ এবং তেলেগু ভাষী অঞ্চলে ২৫.৬৬ শতাংশ দখল পেয়েছে 'পোনিয়িন সেলভান ২' । দেশ ছাড়াও বিদেশেও বেশ ভালো সাড়া পেয়েছে এই সিনেমা।
মণি রত্নম, বি জেয়ামোহন ও এলাঙ্গো কুমারাভেল, কল্কি কৃষ্ণমূর্তির লেখা জনপ্রিয় তামিল উপন্যাস থেকে তৈরী করা এই সিনেমার প্রথম ভাগ অর্থাৎ 'পোনিয়িন সেলভান ১' বিশ্ব জুড়ে ব্যবসা করেছিল ৪৯০ কোটি টাকার। সেই বছর বক্স অফিস আয়ের নিরিখে ভারতীয় ছবিগুলির মধ্যে তৃতীয় নম্বরে ছিল এই ছবি। এবার সেই রেকর্ডই ভাঙলো ওই ছবিরই দ্বিতীয়ভাগ। যার বক্স অফিস আয় আরও বৃদ্ধি পেতে পারে বলেই মনে করছেন নেটিজেনরা।
- Related topics -
- বিনোদন
- পোনিয়িন সেলভান ২
- বক্স অফিস