দূর্গাপুজোয় উলুবেড়িয়াকে যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ

Saturday, October 1 2022, 12:35 pm
highlightKey Highlights

পুজোর আগেই বেজে গিয়েছে পূজোর বাদ্যি। তৃতীয়া বা চতুর্থী থেকেই মন্ডপগুলিতে ঢল নেমেছে মানুষের। তাই ভিড় নিয়ন্ত্রণে রাখতে তৎপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।


হাওড়া জেলার বেশ কিছু পুজো মন্ডপ দ্বিতীয়া এবং তৃতীয়া থেকেই উদ্বোধন করা হয়ে গিয়েছিল ফলে দর্শনার্থীদের আগমন ও শুরু হয়ে গিয়েছে। উলুবেড়িয়া, বাগনান সহ একাধিক জায়গায় দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মন্ডপে। মানুষের ভিড়ে অন্যদিকে নিরাপত্তার দিকে ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই ঠাকুর দেখতে বেরিয়ে কোন বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে পালন করা যায় সেদিকে তৎপর হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ, জেনে নিন সেগুলি কী কী

নিরাপত্তার জন্য উৎসবের দিনগুলিতে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার হাওড়া গ্রামীণের বিভিন্ন জায়গায় থাকছে পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ। বিশেষ জোর দেওয়া হচ্ছে পূজা মন্ডপের পাশে পার্কিং ব্যবস্থাগুলির উপরও। যেসকল পূজা প্রাঙ্গণের সামনে মেলা হবে সেখানে দর্শনার্থীদের প্রবেশ-বাহিরে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও জোর দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া টাউনকে যানজটমুক্ত রাখতে করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক ট্রাফিক কর্তা এ বিষয়ে জানান, "এডিজি ট্রাফিকের নির্দেশ মোতাবেক নির্ধারিত সময় অনুযায়ী ১৬ নং জাতীয় সড়কের উপর বিভিন্ন জায়গায় মালবাহী গাড়ির ক্ষেত্রে নো-এন্ট্রি করা হবে। তবে বেশ কিছু অত্যাবশকীয় পণ্যবহনকারী গাড়ির জন্য ছাড় রয়েছে। তিনি আরও জানান, উৎসবের দিনগুলিতে বিকেলের পর থেকে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়, এগারো ফটক, বাগনান লাইব্রেরী মোড়, মানকুড় মোড় সহ গ্রামীণ হাওড়ার একাধিক জায়গায় নো-এন্ট্রি থাকবে।"

মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে ও বিশেষ জোর দেওয়া হচ্ছে। উলুবেড়িয়া, বাগনান সহ বিভিন্ন জায়গায় মহিলাদের সুরক্ষার জন্য পুলিশের উইনার্স টিম সর্বত্র টহল দেবে। পাশাপাশি, মন্ডপ মন্ডপগুলির কাছাকাছি কার্নিভালেও মেডিকেল টিম সহ বিভিন্ন জরুরী সমস্যার সমাধান করার ব্যবস্থা থাকছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File