দেশ

গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! নির্বাচনের দিন ঘোষণার পর এইপ্রথম গুজরাতে গেলেন মোদীজি

গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! নির্বাচনের দিন ঘোষণার পর এইপ্রথম গুজরাতে গেলেন মোদীজি
Key Highlights

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পরে প্রথমবার নিজের রাজ্য গুজরাতের মাটিতে পা রাখলেন মোদীজি। রাজ্যবাসীর জন্য প্রধানমন্ত্রী বেঁধে দিলেন প্রচারের নতুন স্লোগান।

গুজরাতের কাপরাদা গ্রামের সমাবেশেষ ভাষণ দেওয়ার সময় নতুন স্লোগান দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে তিনি গুজরাত সফর করেছিলেন। সেই সময়ে মরবিতে ব্রিজ ভেঙে প্রায় ১৪০ জনের মৃত্যু হয়েছিল। গুজরাতের কাপরাদায় প্রধানমন্ত্রী এদিন প্রায় ২৫ মিনিট ভাষণ দেন। সেখানে তিনি গুজরাতিতে বলেন 'আ গুজরাত, ম্যায় বন্যাউ ছে' ( আমি এই গুজরাত বানিয়েছি)। তিনি নিজে বলার পরে সেখানে উপস্থিত দলের কর্মী-সমর্থক-সাধারণ মানুষকে দিয়েও বেশ কয়েকটি তা উচ্চারণ করতে বলেন।

ত্রিমুখী লড়াই গুজরাতে! রেকর্ড ব্যবধানে জিতবে বিজেপি, এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী এদিন সভায় অভিযোগ করেন, গত ২০ বছর ধরে রাজ্যের মানহানি করা হয়েছে। গুজরাতবাসী এবারের নির্বাচনে রাজ্য বিভাজনকারী শক্তিগুলিকে ধ্বংস করে দেবে। তিনি বলেন, যে বিভাজনকারী শক্তিগুলি ঘৃণা ছড়াতে লিপ্ত হয়েছে, যারা গুজরাতকে অপমান করে কিংবা করার চেষ্টা করে, তাদের গুজরাত থেকে তাড়ানো হয়েছে। নাম না করে তিনি কংগ্রেসকে নিশানা করে বলেন, এবারের নির্বাচনেও তাদের একই পরিণতি হবে।

প্রধানমন্ত্রী এদিনের সভায় দাবি করেন, দিল্লিতে বসে তিনি বিজেপির রেকর্ড ব্যবধানে জেতার খবর পাচ্ছেন। আর তিনি নির্বাচনী প্রচারে এসেছেন বিজেপির হয়ে জয়ের ব্যবধান বাড়াতে, আগেকার রেকর্ডকে ছাপিয়ে যেতে। গুজরাতের জন্য তিনি যতটা সম্ভব সময় দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।


প্রসঙ্গত একাধিক জনমত সমীক্ষায় বলা হচ্ছে, এবারের নির্বাচনে বিজেপি আগের বারের থেকে প্রায় ৪০ টি আসন বাড়িয়ে ১৩৫ থেকে ১৪৩ টি আসন পেতে পারে। গত ২০১৭-র নির্বাচনে বিজেপি ১৮২ টি আসনের মধ্যে জিতেছিল ৯৯ টি আসন। কংগ্রেস পেয়েছিল ৭৭ টি আসন। সেক্ষেত্রে কংগ্রেসের আসন ৩৬ থেকে ৪৪ টি কমতে পারে। এর আগে পরপর ছটি বিধানসভা নির্বাচনে টানা জয় পেয়েছে বিজেপি।


জনমত সমীক্ষাগুলিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবারের নির্বাচনে গুজরাতে ত্রিমুখী লড়াই হতে চলেছে। অরবিন্দ কেজরিওয়ালের আপেরও অন্যতম শক্তি হয়ে উঠে আসার প্রবণতাও নাকি দেখা যাচ্ছে। গুজরাতে ১ ও ৫ ডিসেম্বর দুদফায় নির্বাচন হতে যাচ্ছে। প্রথম দফায় ৮৯ টি আসনে এবং দ্বিতীয় দফায় ৯৩ টি আসনে নির্বাচন হবে। ৮ ডিসেম্বর ভোট গণনা এবং ১০ ডিসেম্বর পুরো গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে।



Border Security Force | বিএসএফের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন ভাবনা চৌধুরী!
Artificial Intelligence | এবার ক্লাস 'থ্রি' থেকেই দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI-র) পাঠ, উদ্যোগী শিক্ষামন্ত্রক
Special Train | সামনেই কালীপুজো-দিওয়ালি-ছটপুজো, বাড়তি ট্রেন ছাড়বে হাওড়া-শিয়ালদহ থেকে, ঘোষণা পূর্ব রেলের
Toto | বাস, অটো, ট‌্যাক্সির মতো টোটো-তেও বসাতে হবে নম্বরপ্লেট! রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দিল সরকার
Delhi | তালিবানকে সন্তুষ্ট করতে দিল্লির সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের 'না', চরমে বিতর্ক
Breaking News | ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ১২টি অ্যাওয়ার্ড বাগালো ‘লাপাতা লেডিস’! ১৬তম অ্যাওয়ার্ড কিং খানের ঝুলিতে
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla